কলকাতা, 2 মার্চ: আবারও বড় পর্দায় সাহিত্যনির্ভর ছবি পেতে চলেছেন বাংলার দর্শক ৷ পরিচালক অনির্বাণ চক্রবর্তী নিয়ে আসছেন নতুন বাংলা ছবি 'ও অভাগী'। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'অভাগীর স্বর্গ' গল্প অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি। হাজির হয়েছে ছবির অফিসিয়াল পোস্টার। 29 মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ছবিটি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'অভাগীর স্বর্গ' অবলম্বনে এই ছবির চিত্রনাট্য লিখেছেন পরিচালক অনির্বাণ স্বয়ং।
নতুন ছবি প্রসঙ্গে তিনি বলেন, "ছোটবেলা থেকেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে কোনও লেখা পড়েই মনে হত সিনেমা দেখছি। 'ও অভাগী' হল 'অভাগীর স্বর্গ' গল্পটির অ্যাডাপ্টেশন। মূল গল্পকে বিকৃত না করে নতুন এবং ইউনিক কিছু তৈরি করা হয়েছে এই ছবিতে।" মুখ্য চরিত্রে দেখা যাবে ভারত ও বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াদ রশিদ মিথিলাকে। অন্যান্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সায়ন ঘোষ, সুব্রত দত্ত, দেবযানী চট্টোপাধ্যায়, জিনিয়া, ঈশান মজুমদার-সহ আরও অনেককে।
স্বভূমি এন্টারটেইনমেন্টের উপস্থাপনায়, ডাঃ প্রবীর ভৌমিকের প্রযোজনায় বড় পর্দায় আসছে 'ও অভাগী'। সিনেমাটোগ্রাফির দায়িত্ব সামলেছেন মলয় মণ্ডল। সম্পাদনা করছেন সুজয় দত্ত রায়। সঙ্গীত পরিচালনায় মৌসুমী চট্টোপাধ্যায়। এর আগে 'নন্টে ফন্টে' ছবির পরিচালনা করেছেন অনির্বাণ। 'ও অভাগী' ছবিতে গান গেয়েছেন রূপঙ্কর বাগচি, লগ্নজিতা চক্রবর্তী, বাংলাদেশের অনিমেষ রায়-সহ আরও অনেকে ।
সাহিত্য নির্ভর ছবি বানানোর ট্রেন্ড টলিউড ইন্ডাস্ট্রিতে ফিরেছে অনেকদিন। কিছুদিন আগেই নির্মল চক্রবর্তী পরিচালিত 'দত্তা' মুক্তি পায় প্রেক্ষাগৃহে ৷ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত ছবি বক্সঅফিসে ভালো সাফল্য পায় ৷ এবার এই ছবি দর্শক দরবারে কতটা মন পায়, তা মুক্তির পরই বোঝা যাবে ৷
আরও পড়ুন
1. 22 মার্চ মুক্তি পাচ্ছে 'অতি উত্তম', মহানায়কের কণ্ঠে অভিনেতা সুরজিৎ
2. শিল্পী কেজি সুব্রহ্মণ্যকে নিয়ে তৈরি তথ্যচিত্র দেখানো হল বিশ্বভারতীতে, নেপথ্যে গৌতম ঘোষ
3. উদ্ধার হল তিন দশক আগে হারিয়ে যাওয়া সিনেমা, দেখানো হবে এসআরএফটিআইয়ে