ETV Bharat / entertainment

পুজোয় অনুদান না-দিয়ে হাসপাতাল সারানোর অর্থ দিন, মুখ্যমন্ত্রীকে আর্জি টলি তারকাদের - Kolkata doctor Rape Murder Case

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 16, 2024, 12:58 PM IST

Celebs Join RG Kar Protest: আরজি কর কাণ্ডে রাত দখলের পর এবার দোষীদের কড়া শাস্তি চেয়ে ও হাসপাতাল ভাঙচুরের প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ মিছিল টলি তারকাদের ৷ সৃজিত মুখোপাধ্যায় থেকে শোলাঙ্কি রায় সকলেই সামিল হন প্রতিবাদে ৷

Etv Bharat
আরজি করে চিকিৎসকদের প্রতিবাদে সামিল ফিল্ম ও টেলিভিশনের তারকারা (নিজস্ব চিত্র)

কলকাতা, 16 অগস্ট: আরজি কর কাণ্ডে রাজপথে নেমে প্রতিবাদে সামিল বাংলার ফিল্ম ও টেলিভিশন ইন্ডাস্ট্রি। 14 অগস্ট রাত দখল করার পর 15 অগস্টের রাতেও তাঁরা অবস্থান বিক্ষোভ করেন আরজি কর হাসপাতালে । ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষীর কঠোর শাস্তির দাবির পাশাপাশি আরজি করে ভাঙচুরের ঘটনারও প্রতিবাদ করেন টলি তারকারা ৷

আরজি করে চিকিৎসকদের প্রতিবাদে সামিল ফিল্ম ও টেলিভিশনে জগৎ (নিজস্ব ভিডিয়ো)

এদিন রাজপথে হাঁটতে দেখা যায় সোহিনী সরকার, বিদীপ্তা চক্রবর্তী, লগ্নজিতা চক্রবর্তী-সহ আরও অনেককে ৷ পাশাপাশি এদিন আরও একটি আর্জি প্রতিবাদী পড়ুয়াদের পাশাপাশি শিল্পীরা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ৷

সোহিনী এই রাতে বলেন, "যে বর্বরতা আমাদের তিলোত্তমার সঙ্গে ঘটে গেল, সেই বর্বরতা আর যেন না-ঘটে। যতদিন না এই ঘটনার সুরাহা হচ্ছে ততদিন আন্দোলন চলবে ৷" অবস্থানকারী চিকিৎসক পড়ুয়ারা বিক্ষোভে হুঙ্কার তোলেন, "আর কোনও মধ্যস্থতা নয় । এবার পুলিশমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাই ।"

গায়িকা লগ্নজিতা চক্রবর্তী বলেন, "2024 সালে দাঁড়িয়ে ধর্ষণ খুনের ঘটনার প্রতিবাদ করতে হচ্ছে ৷ এর থেকে লজ্জার আর কী হতে পারে ৷ হাসপাতাল ভাঙচুর করা হয়েছে ৷ আমরা এই ঘটনাও সমর্থন করি না ৷" অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তীও এদিন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির কথা জানিয়েছেন ৷ তিনি বলেন, "আমরা আজ সকলেই প্রতিবাদে সামিল ৷ যতক্ষণ না-পর্যন্ত দোষীদের গ্রেফতার করা হবে এবং শাস্তি দেওয়া হবে হাসপাতালের সামনে এই আন্দোলন আমাদের চলবে ৷"

পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পড়ুয়া ও শিল্পীরা আরও একটি বিষয় নিয়ে আর্জি জানিয়েছেন ৷ তাঁরা সকলেই জানিয়েছেন হাসপাতালে দুষ্কৃতীদের তাণ্ডবে জরুরি বিভাগে অনেক যন্ত্র, রোগীদের শয্যা নষ্ট হয়েছে । সেগুলো সারানোর জন্য মুখ্যমন্ত্রী না হয় এ বছর ক্লাবগুলোকে পুজোর অনুদান না-দিয়ে হাসপাতালকে যেন সেই অর্থ দেন। যাতে আরজি কর হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা ঠিক থাকে ৷

প্রসঙ্গত, স্বাধীনতা দিবসের রাতে টলি তারকারা রাত জেগেছেন হাসপাতাল চত্বরে । আগলেছেন হাসপাতাল । আরজি কর হাসপাতাল থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় এবং পাঁচ মাথার মোড় থেকে আরজি কর হাসপাতাল পর্যন্ত মিছিল করেন জুনিয়র ডাক্তার-সহ শিল্পীরা । হাজির হন সোহিনী সরকার, শোলাঙ্কি রায়, বিদীপ্তা চক্রবর্তী, সৃজিত মুখোপাধ্যায়, শোভন গঙ্গোপাধ্যায়, কিঞ্জল নন্দ, লগ্নজিতা চক্রবর্তী, অলিভিয়া সরকার, সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়, ঋষভ বসু, সুহোত্র মুখোপাধ্যায়, রাতাশ্রী দত্ত-সহ আরও অনেকে ।

কলকাতা, 16 অগস্ট: আরজি কর কাণ্ডে রাজপথে নেমে প্রতিবাদে সামিল বাংলার ফিল্ম ও টেলিভিশন ইন্ডাস্ট্রি। 14 অগস্ট রাত দখল করার পর 15 অগস্টের রাতেও তাঁরা অবস্থান বিক্ষোভ করেন আরজি কর হাসপাতালে । ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষীর কঠোর শাস্তির দাবির পাশাপাশি আরজি করে ভাঙচুরের ঘটনারও প্রতিবাদ করেন টলি তারকারা ৷

আরজি করে চিকিৎসকদের প্রতিবাদে সামিল ফিল্ম ও টেলিভিশনে জগৎ (নিজস্ব ভিডিয়ো)

এদিন রাজপথে হাঁটতে দেখা যায় সোহিনী সরকার, বিদীপ্তা চক্রবর্তী, লগ্নজিতা চক্রবর্তী-সহ আরও অনেককে ৷ পাশাপাশি এদিন আরও একটি আর্জি প্রতিবাদী পড়ুয়াদের পাশাপাশি শিল্পীরা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ৷

সোহিনী এই রাতে বলেন, "যে বর্বরতা আমাদের তিলোত্তমার সঙ্গে ঘটে গেল, সেই বর্বরতা আর যেন না-ঘটে। যতদিন না এই ঘটনার সুরাহা হচ্ছে ততদিন আন্দোলন চলবে ৷" অবস্থানকারী চিকিৎসক পড়ুয়ারা বিক্ষোভে হুঙ্কার তোলেন, "আর কোনও মধ্যস্থতা নয় । এবার পুলিশমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাই ।"

গায়িকা লগ্নজিতা চক্রবর্তী বলেন, "2024 সালে দাঁড়িয়ে ধর্ষণ খুনের ঘটনার প্রতিবাদ করতে হচ্ছে ৷ এর থেকে লজ্জার আর কী হতে পারে ৷ হাসপাতাল ভাঙচুর করা হয়েছে ৷ আমরা এই ঘটনাও সমর্থন করি না ৷" অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তীও এদিন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির কথা জানিয়েছেন ৷ তিনি বলেন, "আমরা আজ সকলেই প্রতিবাদে সামিল ৷ যতক্ষণ না-পর্যন্ত দোষীদের গ্রেফতার করা হবে এবং শাস্তি দেওয়া হবে হাসপাতালের সামনে এই আন্দোলন আমাদের চলবে ৷"

পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পড়ুয়া ও শিল্পীরা আরও একটি বিষয় নিয়ে আর্জি জানিয়েছেন ৷ তাঁরা সকলেই জানিয়েছেন হাসপাতালে দুষ্কৃতীদের তাণ্ডবে জরুরি বিভাগে অনেক যন্ত্র, রোগীদের শয্যা নষ্ট হয়েছে । সেগুলো সারানোর জন্য মুখ্যমন্ত্রী না হয় এ বছর ক্লাবগুলোকে পুজোর অনুদান না-দিয়ে হাসপাতালকে যেন সেই অর্থ দেন। যাতে আরজি কর হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা ঠিক থাকে ৷

প্রসঙ্গত, স্বাধীনতা দিবসের রাতে টলি তারকারা রাত জেগেছেন হাসপাতাল চত্বরে । আগলেছেন হাসপাতাল । আরজি কর হাসপাতাল থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় এবং পাঁচ মাথার মোড় থেকে আরজি কর হাসপাতাল পর্যন্ত মিছিল করেন জুনিয়র ডাক্তার-সহ শিল্পীরা । হাজির হন সোহিনী সরকার, শোলাঙ্কি রায়, বিদীপ্তা চক্রবর্তী, সৃজিত মুখোপাধ্যায়, শোভন গঙ্গোপাধ্যায়, কিঞ্জল নন্দ, লগ্নজিতা চক্রবর্তী, অলিভিয়া সরকার, সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়, ঋষভ বসু, সুহোত্র মুখোপাধ্যায়, রাতাশ্রী দত্ত-সহ আরও অনেকে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.