কলকাতা, 8 ডিসেম্বর: ফিল্ম প্রদর্শনের পাশাপাশি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এক অন্যতম আকর্ষণ সিনে আড্ডা । সিনেমা সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা সভা বসে একতারা মঞ্চে ।
7 ডিসেম্বর শনিবারের সন্ধ্যাতেও তার অন্যথা হল না । এদিনের সন্ধ্যায় আলোচনার বিষয় ছিল 'জুটি না গল্প?' অর্থাৎ বাংলা সিনেমার সাফল্যের নেপথ্যে কোনটার অধিক ভূমিকা রয়েছে ? গল্প নাকি জুটির ?
নিজস্ব মতামত জানাতে মঞ্চে হাজির ছিলেন চিরঞ্জিৎ চক্রবর্তী, হরনাথ চক্রবর্তী, জুন মালিয়া, সোহম চক্রবর্তী, পাওলি দাম, অঙ্কুশ হাজরা, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, বনি সেনগুপ্ত । সঞ্চালনায় ছিলেন সৃজিত মুখোপাধ্যায় । এই প্রসঙ্গে সবার আগে বলতেই হয়, সোশাল মিডিয়ার যুগে কনটেন্ট আগে থেকে জানা যায় ৷ আগে যা এতটা জানা যেত না । কোনও ছবির নায়ক নায়িকার নাম জেনেই সিনেমা হলে ছুটতেন সিনেপ্রেমীরা ।
আর এখন মানুষ আগে থেকেই ট্রেলার, টিজারের দৌলতে ছবির গল্পের আঁচ পেয়ে যান । জুটির নাম জেনে যান । ফলে, সবটাই তাঁর হাতের সামনে খোলা বইয়ের পাতার মতো থাকে । আলোচনার শুরুতে সৃজিত মুখোপাধ্যায় বলেন, "কনটেন্ট বা গল্পের জোর বেড়েছে । স্টারের জোর কমেছে ।" এরপর তিনি একে একে মাইক দিয়ে দেন সকলের দিকে ।
চিরঞ্জিৎ চক্রবর্তী বলেন, "আমি বলব, গল্প এবং জুটি এই দুটি মিলিয়ে একটা জুটি । এদের জুটি না জমলে ছবি জমবে না । উত্তম-সুচিত্রা জুটির কাছে সব জুটি মাথা নিচু করবে । জুটির প্রয়োজন যেমন আছে, তেমন গল্পের জোর থাকতে হবে ।"
অঙ্কুশ হাজরার কথায়, "কনটেন্ট আসল রাজা । এখানে আরও একটা বিষয় আছে, অনেক রিয়েল জুটি রিল জুটি হিসেবে কাজ করে । রিয়েল জুটিদের কেমিস্ট্রি সামাজিক মাধ্যমে দেখার পর আর ছবিতে সেই জুটিকে দেখতে লোকে ভিড় বাড়াতে চান না । সেক্ষেত্রে কনটেন্ট ভালো হলে তাঁরা যাওয়ার কথা ভাবেন।"
চিত্র পরিচালক হরনাথ চক্রবর্তীর মতে, "প্রযোজকরা আগেই আমাদের বলে দিতেন প্রসেনজিৎ, চিরঞ্জিৎ, শতাব্দী, ঋতুপর্ণাকে নিতে হবে । নাহলে নাকি লোকে সিনেমা দেখবে না । সেই মতো গল্প, গান সেটিং হত । ওদিকে অঞ্জন চৌধুরীর সিনেমায় গল্পই ছিল হিরো ৷ সুতরাং ছবি সবসময়ই কনটেন্ট এবং জুটি দুইয়ের উপর দাঁড়িয়ে থাকে । দুটিকেই স্ট্রং হতে হবে ।"
অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বলেন, "একটা জুটি তখনই ভালো লাগে, যখন সেই জুটির সঙ্গে নিজেকে রিলেট করতে পারি । তাই কনটেন্ট বেশি গুরুত্বপূর্ণ । কিন্তু দুটোই ভালো হওয়া দরকার ।"
সোহম চক্রবর্তীর কাছে আবার কনটেন্ট সবার আগে । তাঁর মতে, "কনটেন্ট হিট জুটি তৈরি করে দেয় । এমন অনেক উত্তম-সুচিত্রার ছবিও বক্স অফিসে জায়গা পায়নি শুধুমাত্র কনটেন্টের জন্য । অথচ তাঁদের জুটি সেই ছবিতে ক্যারিশ্মা দেখিয়ে গিয়েছে ।"
অভিনেত্রী পাওলি দামের কথায়, "কনটেন্ট সবসময় কিং। সিনেমা গল্প বলার অডিয়ো-ভিস্যুয়াল মাধ্যম । একজন অভিনেতাকে তৈরি করতে কনটেন্ট-পরিচালক জুটিও দরকার । সিনেমাটোগ্রাফার-অভিনেতা জুটিও দরকার । জুটি, স্টার, গল্প, অডিয়েন্স সব দরকার ।"
অভিনেতা বনি সেনগুপ্ত বলেছেন, "রিভিউটা গুরুত্বপূর্ণ । মানুষ কী রিভিউ দিচ্ছে তার উপরেও একটা ছবির সাফল্য নির্ভর করে । কনটেন্ট কেমন, জুটি কেমন জমিয়েছে, সবের রিভিউ দেখেও মানুষ সিনেমা হলে যায় ।"