ETV Bharat / entertainment

যৌন হেনস্তার অভিযোগ, অরিন্দম শীলের বিরুদ্ধে থানায় এফআইআর অভিনেত্রীর - Arindam Sil

Complaint Against Arindam Sil: যৌন হেনস্থার অভিযোগে পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের ৷ মঙ্গলবার বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে ৷ তদন্তে পুলিশ ৷

Complaint Against Arindam Sil
অরিন্দম শীলের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের (সোশাল মিডিয়া)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Sep 10, 2024, 12:16 PM IST

কলকাতা, 10 সেপ্টেম্বর:পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে নারীনিগ্রহের একাধিক অভিযোগ। শনিবারই ডিরেক্টর্স গিল্ড তাঁকে অনির্দিষ্ট কালের জন্য সাসপেন্ড করেছে। অভিনেত্রী পরিচালকের নামে অভিযোগ জানিয়েছিলেন মহিলা কমিশনে। পুলিশ সূত্রের খবর, পরিচালক অরিন্দম শীলের নামে বিষ্ণুপুর থানায় এফআইআর দায়ের করা হয়েছে। অভিনেত্রী নিজেও ইটিভি ভারতকে জানিয়েছেন যে তিনি অভিযোগ দায়ের করেছেন বিষ্ণুপুর থানায় ৷

বেশ কিছু দিন আগেই পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে মহিলা কমিশনের কাছে প্রথম অভিযোগ জানান ওই অভিনেত্রী। অভিনেত্রী বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ। একইসঙ্গে বড় পর্দাতেও সমান জনপ্রিয় তিনি ৷ অভিনেত্রীর অভিযোগ অনুযায়ী, ঘনিষ্ঠ দৃশ্য বোঝাতে গিয়ে তাঁকে কোলে বসান পরিচালক অরিন্দম শীল। এরপর তাঁকে চুম্বন করেন । এই ঘটনার পর তিনি মহিলা কমিশনের দ্বারস্থ হন।

তবে, অরিন্দম শীলের দাবি অনুযায়ী, সেই দিনের ঘটনার একাধিক সাক্ষী রয়েছেন। তাঁর কথায়, অভিনেত্রীর সঙ্গে সে রকম কিছুই করেননি তিনি। দৃশ্য বোঝাতে গিয়ে অনিচ্ছাকৃত স্পর্শ হয়ে যায় মাঝেমধ্যে। যার জন্য তিনি আন্তরিকভাবে দুঃখিত। মহিলা কমিশন প্রসঙ্গে তিনি বলেন, "মহিলা কমিশন আমাকে ক্ষমা চেয়ে একটি চিঠি লিখতে বলে। আমার লেখা ‘অনিচ্ছাকৃত’ শব্দটি মুছে দিতে বলে। ডিরেক্টর্স আমাকে কিছু না জানিয়ে, আমাকে নিজ পক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই এই নির্দেশ চাপিয়ে দিয়েছে।"

প্রসঙ্গত, এর আগেও তাঁর বিরুদ্ধে একাধিক অভিনেত্রী অভিযোগের আঙুল তুলেছেন। রূপাঞ্জনা মিত্রকে চিত্রনাট্য পড়ার জন্য নিজের অফিসে ডেকে যৌন হেনস্থা করেছিলেন পরিচালক অরিন্দম, এমন অভিযোগও উঠেছে।

কলকাতা, 10 সেপ্টেম্বর:পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে নারীনিগ্রহের একাধিক অভিযোগ। শনিবারই ডিরেক্টর্স গিল্ড তাঁকে অনির্দিষ্ট কালের জন্য সাসপেন্ড করেছে। অভিনেত্রী পরিচালকের নামে অভিযোগ জানিয়েছিলেন মহিলা কমিশনে। পুলিশ সূত্রের খবর, পরিচালক অরিন্দম শীলের নামে বিষ্ণুপুর থানায় এফআইআর দায়ের করা হয়েছে। অভিনেত্রী নিজেও ইটিভি ভারতকে জানিয়েছেন যে তিনি অভিযোগ দায়ের করেছেন বিষ্ণুপুর থানায় ৷

বেশ কিছু দিন আগেই পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে মহিলা কমিশনের কাছে প্রথম অভিযোগ জানান ওই অভিনেত্রী। অভিনেত্রী বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ। একইসঙ্গে বড় পর্দাতেও সমান জনপ্রিয় তিনি ৷ অভিনেত্রীর অভিযোগ অনুযায়ী, ঘনিষ্ঠ দৃশ্য বোঝাতে গিয়ে তাঁকে কোলে বসান পরিচালক অরিন্দম শীল। এরপর তাঁকে চুম্বন করেন । এই ঘটনার পর তিনি মহিলা কমিশনের দ্বারস্থ হন।

তবে, অরিন্দম শীলের দাবি অনুযায়ী, সেই দিনের ঘটনার একাধিক সাক্ষী রয়েছেন। তাঁর কথায়, অভিনেত্রীর সঙ্গে সে রকম কিছুই করেননি তিনি। দৃশ্য বোঝাতে গিয়ে অনিচ্ছাকৃত স্পর্শ হয়ে যায় মাঝেমধ্যে। যার জন্য তিনি আন্তরিকভাবে দুঃখিত। মহিলা কমিশন প্রসঙ্গে তিনি বলেন, "মহিলা কমিশন আমাকে ক্ষমা চেয়ে একটি চিঠি লিখতে বলে। আমার লেখা ‘অনিচ্ছাকৃত’ শব্দটি মুছে দিতে বলে। ডিরেক্টর্স আমাকে কিছু না জানিয়ে, আমাকে নিজ পক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই এই নির্দেশ চাপিয়ে দিয়েছে।"

প্রসঙ্গত, এর আগেও তাঁর বিরুদ্ধে একাধিক অভিনেত্রী অভিযোগের আঙুল তুলেছেন। রূপাঞ্জনা মিত্রকে চিত্রনাট্য পড়ার জন্য নিজের অফিসে ডেকে যৌন হেনস্থা করেছিলেন পরিচালক অরিন্দম, এমন অভিযোগও উঠেছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.