ETV Bharat / entertainment

কোটির ঘরে 'অতি উত্তম', ভাস্করের সমালোচনার উত্তর দিলেন অনিন্দ্য - oti uttam movie

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 6, 2024, 9:18 AM IST

Oti Uttam Actor Anindya Sengupta: সৃজিত মুখোপাধ্যায় অসাধ্য সাধনে কতখানি সফল তা বিতর্কিত, তবে তাঁর প্রয়াসকে সাধুবাদ জানাচ্ছেন সকলে। 'অতি উত্তম'এ মুখ্য ভূমিকায় দেখা মিলেছে অনিন্দ্য সেনগুপ্তকে। সম্প্রতি, এই ছবি দেখার পর সমালোচনায় মুখর হয়েছেন অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়। 'গুরুকে নিয়ে ব্যবসা বন্ধ হোক' বলেও তিনি মন্তব্য করেন ৷ সেইকথার উত্তর দিলেন পর্দার কৃষ্ণেন্দু তথা অনিন্দ্য সেনগুপ্ত ৷

Oti Uttam Actor Anindya Sengupta
Oti Uttam Actor Anindya Sengupta

কলকাতা, 6 এপ্রিল: পাক্কা চুয়াল্লিশ বছর পরে বড় পর্দায় ফিরলেন মহানায়ক। ছয় মাসের বিরতি নিয়ে কোনও অভিনেতা পর্দায় ফিরলেই তা নিয়ে লেখালিখির অন্ত থাকে না। সেখানে চুয়াল্লিশ বছর। দর্শক এই টানেই ছুটেছে। তার উপরে নামটা উত্তম কুমার। সঙ্গে সৃজিতের ম্যাজিক। তবে, এই ম্যাজিক নিয়ে দর্শকমহলে মিশ্র প্রতিক্রিয়া। ছবিতে বিশেষভাবে নজর কেড়েছে অনিন্দ্য সেনগুপ্ত'র চরিত্রটি। উত্তম কুমারের সাংঘাতিক ফ্যান কৃষ্ণেন্দু (অনিন্দ্য সেনগুপ্ত)। 'সপ্তপদী'-র প্রভাবে মা-বাবা তাঁর এমন নাম রেখেছেন। তিনি পিএইচডি করছে মহানায়কের হাসির সোশিয়োলজিক‌্যাল ইমপ‌্যাক্ট নিয়ে। সুতরাং বোঝাই যাচ্ছে চরিত্রটিকে কীভাবে ভেবেছেন সৃজিত মুখোপাধ্যায়। এহেন অনিন্দ্যর কাছ থেকে 'অতি উত্তম' ঘিরে তাঁর আবেগের কথা জেনে নিল ইটিভি ভারত।

  • ইটিভি ভারত- ছবিতে আপনি মহানায়কের ভক্ত। আদতে কতখানি ?

অনিন্দ্য- একইরকম ভক্ত আমি মহানায়কের। আমি প্রচুর সিনেমা দেখেছি উত্তম কুমারের। যে সময়ে আমার বড় হওয়া তখন বাড়িতে বাবা-মা মহানায়কের ছবি দেখা নিয়ে ব্যস্ত। সুতরাং সেই প্রভাব আমার উপরেও পড়েছে। 'ধন্যি মেয়ে' থেকে 'ভ্রান্তিবিলাস', 'দেয়া নেয়া'-- বলে শেষ করতে পারব না।

  • ইটিভি ভারত- এই ছবি নিয়ে অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায় সমালোচনা করেছেন। (সৃজিত মুখোপাধ্যায়ের সমালোচনা করে লিখেছেন, "গুরুকে নিয়ে ব্যবসা বন্ধ হোক)।" জানেন আপনি?

অনিন্দ্য- হ্যাঁ জানি তো। একটা ছবি সকলের ভালো লাগবে এমন তো নয়। উনি নিজের বক্তব্য পেশ করেছেন। উনি একজন সিনিয়র অভিনেতা। অনেক বেশি অভিনয় করেছেন। অনেক বেশি জানেন সিনেমা সম্বন্ধে। ওনার দৃষ্টিকোণ থেকে ছবিটা যেমন লেগেছে সেটাই বলেছেন। এই ব্যাপারে কিছু বলার নেই আমার। শুধু উনি নন, সাধারণ দর্শক টিকিট কেটে সিনেমা হলে গিয়ে ছবি দেখেন। সেটা তাঁর ভালো লাগল নাকি খারাপ লাগল, বলবে না? এই সমালোচনাটা দরকার। তা হলে ছবির মান আরও ভালো হবে।

  • ইটিভি ভারত-অনেকেই বলছেন ছবিটা দ্বিতীয় ভাগে গিয়ে গতি হারিয়েছে।

অনিন্দ্য- হ্যাঁ, তা ঠিক। কিন্তু সব মিলিয়ে ছবিটা একবার দেখা যেতেই পারে এটাও বলছেন তাঁরা। কেননা বাঙালির ম্যাটিনি আইডল এই ছবির কেন্দ্রে। তাঁকে ঘিরেই গল্প। সব মিলিয়ে ছবিটা উপভোগ্য একথা অস্বীকার করার উপায় আছে...

  • ইটিভি ভারত- এই ধরনের ছবিতে কাজ করা কি বেশ শক্ত?

অনিন্দ্য- পুরো চাপটা সৃজিত দা নিয়েছেন। আমরা ওনার নির্দেশে কাজ করে গিয়েছি। চেষ্টা করেছি। তিন বছর লেগেছে সৃজিত দা'র স্ক্রিপ্টটা লিখতে। 'রোটোস্কোপি' নামক প্রযুক্তির ব্যবহারে ছবিটা নির্মিত। মানুষ উপভোগ করছেন। এটাই প্রাপ্তি।

  • ইটিভি ভারত-একটা প্রশ্ন সবসময়ই ওঠে, উত্তম কুমার নাকি সৌমিত্র চট্টোপাধ্যায়?

অনিন্দ্য-মেসি আর রোনাল্ডোর মধ্যে তুলনা করা যায়? 'ধন্যি মেয়ে'র কালী দত্ত আর 'জয় বাবা ফেলুনাথ'-এর ফেলু মিত্তিরের মধ্যে তুলনা করতে পারবেন আপনি? দু'টিই উপভোগের, তুলনার নয়। একইভাবে উত্তম কুমার এবং সৌমিত্র চট্টোপাধ্যায়ের তুলনা চলে না কোনওভাবেই।

  • ইটিভি ভারত- আপনার বন্ধু-বান্ধবরা কী বলছেন, যাঁরা এই সিনেমাটা দেখেছেন?

অনিন্দ্য- দেখুন, সবাই যে উত্তম কুমারের ভক্ত তেমনটা নয়। তাঁরা আমার জন্য খুশি, যে আমাকে লোকে এই ছবিটার জন্য আরেকটু ভালো করে চিনছেন। আর যে বন্ধুরা আমার জগতেই আছেন তাঁদের কাছে মহানায়কের ফেরা আর আমাকে কৃষ্ণেন্দু হিসেবে পাওয়া মানে জোড়া প্রাপ্তি।

  • ইটিভি ভারত-ভিএফএক্স, এআই ব‌্যবহার করে বাঙালির ম‌্যাটিনি আইডলকে নিয়ে এলেন সৃজিত। এরকম ছবি কি আরও আসা উচিত?

অনিন্দ্য- সব রকমের ছবি আসা উচিত বলে মনে হয় আমার। অভিনেতা হিসেবে যে কোনও ধরনের ছবি আসুক আমি চাইব।

  • ইটিভি ভারত- পর্দার কৃষ্ণেন্দু, বাস্তবের কতখানি প্রেমিক মানুষ ?

অনিন্দ্য- উত্তম কুমারের ভক্ত বা যদি বলি এই ছবির প্রেমিক কৃষ্ণেন্দুকে নিয়ে মহানায়কই বলতে পারতেন। কিন্তু তা তো সম্ভব না। তবে, আমি আসলে কতটা প্রেমিক মনের তা যাঁরা আমার সঙ্গে মিশেছেন তাঁরাই ভালো বলবেন। তাঁরাই বুঝেছেন আমায়। এই উত্তর আমার কাছে নেই।

  • ইটিভি ভারত- আইপিএল-এর সঞ্চালক তথা ধারাভাষ্যকার আপনি। কাকে সাপোর্ট করেন ?

অনিন্দ্য- না, সাপোর্ট কোনও দলকেই করি না। তবে, কেকেআর জিতলে খুশি হব।

আরও পড়ুন:

  1. 22 মার্চ মুক্তি পাচ্ছে 'অতি উত্তম', মহানায়কের কণ্ঠে অভিনেতা সুরজিৎ
  2. ভূত না ভ্রম? 'অতি উত্তম' ছবিতে মহানায়ককে নিয়ে জমাটি রহস্য
  3. জ্যাঠা' উত্তম কুমারকে ঘিরে সব স্মৃতি আজও টাটকা কল্যাণী মণ্ডলের

কলকাতা, 6 এপ্রিল: পাক্কা চুয়াল্লিশ বছর পরে বড় পর্দায় ফিরলেন মহানায়ক। ছয় মাসের বিরতি নিয়ে কোনও অভিনেতা পর্দায় ফিরলেই তা নিয়ে লেখালিখির অন্ত থাকে না। সেখানে চুয়াল্লিশ বছর। দর্শক এই টানেই ছুটেছে। তার উপরে নামটা উত্তম কুমার। সঙ্গে সৃজিতের ম্যাজিক। তবে, এই ম্যাজিক নিয়ে দর্শকমহলে মিশ্র প্রতিক্রিয়া। ছবিতে বিশেষভাবে নজর কেড়েছে অনিন্দ্য সেনগুপ্ত'র চরিত্রটি। উত্তম কুমারের সাংঘাতিক ফ্যান কৃষ্ণেন্দু (অনিন্দ্য সেনগুপ্ত)। 'সপ্তপদী'-র প্রভাবে মা-বাবা তাঁর এমন নাম রেখেছেন। তিনি পিএইচডি করছে মহানায়কের হাসির সোশিয়োলজিক‌্যাল ইমপ‌্যাক্ট নিয়ে। সুতরাং বোঝাই যাচ্ছে চরিত্রটিকে কীভাবে ভেবেছেন সৃজিত মুখোপাধ্যায়। এহেন অনিন্দ্যর কাছ থেকে 'অতি উত্তম' ঘিরে তাঁর আবেগের কথা জেনে নিল ইটিভি ভারত।

  • ইটিভি ভারত- ছবিতে আপনি মহানায়কের ভক্ত। আদতে কতখানি ?

অনিন্দ্য- একইরকম ভক্ত আমি মহানায়কের। আমি প্রচুর সিনেমা দেখেছি উত্তম কুমারের। যে সময়ে আমার বড় হওয়া তখন বাড়িতে বাবা-মা মহানায়কের ছবি দেখা নিয়ে ব্যস্ত। সুতরাং সেই প্রভাব আমার উপরেও পড়েছে। 'ধন্যি মেয়ে' থেকে 'ভ্রান্তিবিলাস', 'দেয়া নেয়া'-- বলে শেষ করতে পারব না।

  • ইটিভি ভারত- এই ছবি নিয়ে অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায় সমালোচনা করেছেন। (সৃজিত মুখোপাধ্যায়ের সমালোচনা করে লিখেছেন, "গুরুকে নিয়ে ব্যবসা বন্ধ হোক)।" জানেন আপনি?

অনিন্দ্য- হ্যাঁ জানি তো। একটা ছবি সকলের ভালো লাগবে এমন তো নয়। উনি নিজের বক্তব্য পেশ করেছেন। উনি একজন সিনিয়র অভিনেতা। অনেক বেশি অভিনয় করেছেন। অনেক বেশি জানেন সিনেমা সম্বন্ধে। ওনার দৃষ্টিকোণ থেকে ছবিটা যেমন লেগেছে সেটাই বলেছেন। এই ব্যাপারে কিছু বলার নেই আমার। শুধু উনি নন, সাধারণ দর্শক টিকিট কেটে সিনেমা হলে গিয়ে ছবি দেখেন। সেটা তাঁর ভালো লাগল নাকি খারাপ লাগল, বলবে না? এই সমালোচনাটা দরকার। তা হলে ছবির মান আরও ভালো হবে।

  • ইটিভি ভারত-অনেকেই বলছেন ছবিটা দ্বিতীয় ভাগে গিয়ে গতি হারিয়েছে।

অনিন্দ্য- হ্যাঁ, তা ঠিক। কিন্তু সব মিলিয়ে ছবিটা একবার দেখা যেতেই পারে এটাও বলছেন তাঁরা। কেননা বাঙালির ম্যাটিনি আইডল এই ছবির কেন্দ্রে। তাঁকে ঘিরেই গল্প। সব মিলিয়ে ছবিটা উপভোগ্য একথা অস্বীকার করার উপায় আছে...

  • ইটিভি ভারত- এই ধরনের ছবিতে কাজ করা কি বেশ শক্ত?

অনিন্দ্য- পুরো চাপটা সৃজিত দা নিয়েছেন। আমরা ওনার নির্দেশে কাজ করে গিয়েছি। চেষ্টা করেছি। তিন বছর লেগেছে সৃজিত দা'র স্ক্রিপ্টটা লিখতে। 'রোটোস্কোপি' নামক প্রযুক্তির ব্যবহারে ছবিটা নির্মিত। মানুষ উপভোগ করছেন। এটাই প্রাপ্তি।

  • ইটিভি ভারত-একটা প্রশ্ন সবসময়ই ওঠে, উত্তম কুমার নাকি সৌমিত্র চট্টোপাধ্যায়?

অনিন্দ্য-মেসি আর রোনাল্ডোর মধ্যে তুলনা করা যায়? 'ধন্যি মেয়ে'র কালী দত্ত আর 'জয় বাবা ফেলুনাথ'-এর ফেলু মিত্তিরের মধ্যে তুলনা করতে পারবেন আপনি? দু'টিই উপভোগের, তুলনার নয়। একইভাবে উত্তম কুমার এবং সৌমিত্র চট্টোপাধ্যায়ের তুলনা চলে না কোনওভাবেই।

  • ইটিভি ভারত- আপনার বন্ধু-বান্ধবরা কী বলছেন, যাঁরা এই সিনেমাটা দেখেছেন?

অনিন্দ্য- দেখুন, সবাই যে উত্তম কুমারের ভক্ত তেমনটা নয়। তাঁরা আমার জন্য খুশি, যে আমাকে লোকে এই ছবিটার জন্য আরেকটু ভালো করে চিনছেন। আর যে বন্ধুরা আমার জগতেই আছেন তাঁদের কাছে মহানায়কের ফেরা আর আমাকে কৃষ্ণেন্দু হিসেবে পাওয়া মানে জোড়া প্রাপ্তি।

  • ইটিভি ভারত-ভিএফএক্স, এআই ব‌্যবহার করে বাঙালির ম‌্যাটিনি আইডলকে নিয়ে এলেন সৃজিত। এরকম ছবি কি আরও আসা উচিত?

অনিন্দ্য- সব রকমের ছবি আসা উচিত বলে মনে হয় আমার। অভিনেতা হিসেবে যে কোনও ধরনের ছবি আসুক আমি চাইব।

  • ইটিভি ভারত- পর্দার কৃষ্ণেন্দু, বাস্তবের কতখানি প্রেমিক মানুষ ?

অনিন্দ্য- উত্তম কুমারের ভক্ত বা যদি বলি এই ছবির প্রেমিক কৃষ্ণেন্দুকে নিয়ে মহানায়কই বলতে পারতেন। কিন্তু তা তো সম্ভব না। তবে, আমি আসলে কতটা প্রেমিক মনের তা যাঁরা আমার সঙ্গে মিশেছেন তাঁরাই ভালো বলবেন। তাঁরাই বুঝেছেন আমায়। এই উত্তর আমার কাছে নেই।

  • ইটিভি ভারত- আইপিএল-এর সঞ্চালক তথা ধারাভাষ্যকার আপনি। কাকে সাপোর্ট করেন ?

অনিন্দ্য- না, সাপোর্ট কোনও দলকেই করি না। তবে, কেকেআর জিতলে খুশি হব।

আরও পড়ুন:

  1. 22 মার্চ মুক্তি পাচ্ছে 'অতি উত্তম', মহানায়কের কণ্ঠে অভিনেতা সুরজিৎ
  2. ভূত না ভ্রম? 'অতি উত্তম' ছবিতে মহানায়ককে নিয়ে জমাটি রহস্য
  3. জ্যাঠা' উত্তম কুমারকে ঘিরে সব স্মৃতি আজও টাটকা কল্যাণী মণ্ডলের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.