ETV Bharat / entertainment

'ভারতের নতুন অধ্যায়ের সূচনা', রাম মন্দির উদ্বোধন নিয়ে আবেগঘন আল্লু অর্জুন

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 23, 2024, 8:23 PM IST

Allu Arjun on ram Mandir: নিমন্ত্রণ পেয়েও রামমন্দির উদ্বোধনে উপস্থিত থাকতে পারেননি দক্ষিণী তারকা আল্লু অর্জুন ৷ রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর মঙ্গলবার সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা পুষ্পা অভিনেতার ৷

Etv Bharat
রাম মন্দির উদ্বোধন নিয়ে আবেগতাড়িত আল্লু অর্জুন

হায়দরাবাদ, 23 জানুয়ারি: রামময় অযোধ্যা নগরী ৷ প্রায় 500 বছর পর অযোধ্যায় ফিরলেন রাম ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে বিশেষ রীতি-নিয়ম মেনে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রাম লালার ৷ বলিউড ও দক্ষিণের একাধিক তারকা বিশেষ এই মুহূর্তের সাক্ষী থাকতে পারলেও দেখা যায়নি আল্লু অর্জুনকে ৷ মঙ্গলবার সোশাল মিডিয়ায় ভগবান রাম, সীতা ও লক্ষণের ছবি শেয়ার করেছেন 'পুষ্পা' অভিনেতা ৷ দিলেন বিশেষ বার্তা ৷

ভগবানের রামের ছবি শেয়ার করে তিনি ব্যবহার করেছেন 'আদিপুরুষ' ছবির 'জয় শ্রী রাম' গানটি ৷ যে ছবিতে অভিনয় করেছিলেন প্রভাস-কৃতি শ্যানন ৷ জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা নিজের আবেগ তুলে ধরে লেখেন, "ভারতের জন্য একটা অসাধারণ দিন ৷ রাম মন্দিরের উদ্বোধন নিয়ে আবেগতাড়িত হয়ে পড়েছি ৷ আমার মনে হচ্ছে ভগবান রামের আসার পরেই ভারতের নতুন অধ্যায় শুরু হয়েছে ৷ আমার ইচ্ছা, আগামিদিনে অযোধ্যা পৃথিবীর সবথেকে বড় তীর্থক্ষেত্রে পরিণত হোক ৷ জয় শ্রী রাম, জয় হিন্দ ৷"

Allu Arjun on ram Mandir
আল্লু অর্জুনের সোশাল মিডিয়া পোস্ট

উল্লেখ্য, আল্লু অর্জুনের কাকা চিরঞ্জীবী ও ভাই রাম চরণ অযোধ্যায় উপস্থিত ছিলেন রাম মন্দির উদ্বোধন উপলক্ষ্যে ৷ ভারতী সিনেমার জগতের একাধিক তারকা দেশের অন্যতম বড় উৎসবের সাক্ষী থেকেছেন এই দিন ৷ 8 হাজার অতিথি তালিকার মধ্যে ছিলেন অমিতাভ বচ্চন, মাধুরী দীক্ষিত, অনুপম খের, অক্ষয় কুমার, রজনীকান্ত, ধনুষ, রণবীর কাপুর, আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, কঙ্গনা রানাওয়াত-সহ আরও অনেকে ৷

সম্প্রতি, 'পুষ্পা:2' ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন আল্লু অর্জুন ৷ 2021 সালের ব্লকব্লাস্টার 'পুষ্পা: দ্য রাইস' ছবির সাফল্যের পর পরিচালক সুকুমার আনছেন এর পরবর্তী পার্ট ৷ 'পুষ্পা:2' প্রেক্ষাগৃহে আসবে 15 অগস্ট ৷ এরপর আল্লু অর্জুনের হাতে রয়েছে 'অ্যানিম্যাল' খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার একটি ছবি ৷ তবে সেই ছবির শুটিং কবে শুরু হবে তা এখনও জানা যায়নি ৷

আরও পড়ুন:

1. রাম লালার প্রাণ প্রতিষ্ঠা, ঐতিহাসির মুহূর্তের সাক্ষী থাকতে পেরে চোখে জল সোনু-অনুরাধার

2. অযোধ্যায় 'রাম আ গয়ে', বিশেষ দিনে উচ্ছ্বসিত কঙ্গনা-দীপিকা

3. শাহেনশার হাতে অস্ত্রোপচার, অযোধ্যার অনুষ্ঠানেই খোঁজ নিলেন মোদি

হায়দরাবাদ, 23 জানুয়ারি: রামময় অযোধ্যা নগরী ৷ প্রায় 500 বছর পর অযোধ্যায় ফিরলেন রাম ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে বিশেষ রীতি-নিয়ম মেনে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রাম লালার ৷ বলিউড ও দক্ষিণের একাধিক তারকা বিশেষ এই মুহূর্তের সাক্ষী থাকতে পারলেও দেখা যায়নি আল্লু অর্জুনকে ৷ মঙ্গলবার সোশাল মিডিয়ায় ভগবান রাম, সীতা ও লক্ষণের ছবি শেয়ার করেছেন 'পুষ্পা' অভিনেতা ৷ দিলেন বিশেষ বার্তা ৷

ভগবানের রামের ছবি শেয়ার করে তিনি ব্যবহার করেছেন 'আদিপুরুষ' ছবির 'জয় শ্রী রাম' গানটি ৷ যে ছবিতে অভিনয় করেছিলেন প্রভাস-কৃতি শ্যানন ৷ জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা নিজের আবেগ তুলে ধরে লেখেন, "ভারতের জন্য একটা অসাধারণ দিন ৷ রাম মন্দিরের উদ্বোধন নিয়ে আবেগতাড়িত হয়ে পড়েছি ৷ আমার মনে হচ্ছে ভগবান রামের আসার পরেই ভারতের নতুন অধ্যায় শুরু হয়েছে ৷ আমার ইচ্ছা, আগামিদিনে অযোধ্যা পৃথিবীর সবথেকে বড় তীর্থক্ষেত্রে পরিণত হোক ৷ জয় শ্রী রাম, জয় হিন্দ ৷"

Allu Arjun on ram Mandir
আল্লু অর্জুনের সোশাল মিডিয়া পোস্ট

উল্লেখ্য, আল্লু অর্জুনের কাকা চিরঞ্জীবী ও ভাই রাম চরণ অযোধ্যায় উপস্থিত ছিলেন রাম মন্দির উদ্বোধন উপলক্ষ্যে ৷ ভারতী সিনেমার জগতের একাধিক তারকা দেশের অন্যতম বড় উৎসবের সাক্ষী থেকেছেন এই দিন ৷ 8 হাজার অতিথি তালিকার মধ্যে ছিলেন অমিতাভ বচ্চন, মাধুরী দীক্ষিত, অনুপম খের, অক্ষয় কুমার, রজনীকান্ত, ধনুষ, রণবীর কাপুর, আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, কঙ্গনা রানাওয়াত-সহ আরও অনেকে ৷

সম্প্রতি, 'পুষ্পা:2' ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন আল্লু অর্জুন ৷ 2021 সালের ব্লকব্লাস্টার 'পুষ্পা: দ্য রাইস' ছবির সাফল্যের পর পরিচালক সুকুমার আনছেন এর পরবর্তী পার্ট ৷ 'পুষ্পা:2' প্রেক্ষাগৃহে আসবে 15 অগস্ট ৷ এরপর আল্লু অর্জুনের হাতে রয়েছে 'অ্যানিম্যাল' খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার একটি ছবি ৷ তবে সেই ছবির শুটিং কবে শুরু হবে তা এখনও জানা যায়নি ৷

আরও পড়ুন:

1. রাম লালার প্রাণ প্রতিষ্ঠা, ঐতিহাসির মুহূর্তের সাক্ষী থাকতে পেরে চোখে জল সোনু-অনুরাধার

2. অযোধ্যায় 'রাম আ গয়ে', বিশেষ দিনে উচ্ছ্বসিত কঙ্গনা-দীপিকা

3. শাহেনশার হাতে অস্ত্রোপচার, অযোধ্যার অনুষ্ঠানেই খোঁজ নিলেন মোদি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.