ETV Bharat / entertainment

সলমন অনুরাগীদের জন্য সুখবর, 'বজরঙ্গি ভাইজান 2' নিয়ে নির্মাতাদের বড় ঘোষণা - Bajrangi Bhaijaan 2 - BAJRANGI BHAIJAAN 2

Bajrangi Bhaijaan 2: 'বজরঙ্গি ভাইজান' ব্লকবাস্টার হিট হওয়ার পর সলমন খান অনুরাগীরা অপেক্ষায় রয়েছে এর সিক্যুয়েল ৷ তাঁদের জন্য সুখবর ৷ 'বজরঙ্গি ভাইজান 2' ছবির চিত্রনাট্য সম্পূর্ণ তৈরি । বড় পর্দায় কবে আসছে ছবিটি ? তা জানালেন নির্মাতারা ৷

Bajrangi Bhaijaan 2
Bajrangi Bhaijaan 2
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 20, 2024, 10:55 AM IST

হায়দরাবাদ, 20 এপ্রিল: 2015 সালে মুক্তি পায় সলমন খানের 'বজরঙ্গি ভাইজান' ৷ বক্স অফিসে ঝড় তুলেছিল এই ছবি ৷ মুন্নিকে বাড়ি ফেরানোয় পবনের চেষ্টাকে কুর্নিশ জানিয়েছিল দর্শকমহল ৷ মামা-ভাগ্নির সম্পর্ক ভেঙে দিয়েছিল সীমান্তের বেড়াজাল ৷ তাঁদের গল্পে চোখের কোন ভেজেনি এমন মানুষের দেখা মেলা ভার ৷ দেশ ছাড়িয়ে বিদেশের দর্শকদেরও প্রশংসা কুড়িয়েছিল এই সিনেমা ৷ হিন্দি সিনেমার জগতে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে 'বজরঙ্গি ভাইজান'। এই ছবির পর কবে তার সিক্যুয়েল আসবে এরই অপেক্ষায় ছিলেন সলমন অনুরাগীরা ৷ তাঁদের জন্য সুখবর ৷ অপেক্ষার অবসান ঘটতে চলেছে অবশেষে ৷

'বজরঙ্গি ভাইজান 2'-এর চিত্রনাট্য তৈরি রয়েছে ৷ শুধু সলমন খানের হ্যাঁ-এর অপেক্ষায় ৷ ভাইজান দুবাই থেকে ফিরলেই তাঁকে চিত্রনাট্য শোনাবেন নির্মাতারা ৷ এরপরই সলমনের সম্মতি মিললে শুরু হবে ছবির কাজ ৷ আয়ুশ শর্মার আসন্ন ছবি রুসলান-এর প্রযোজক কেকে রাধামোহন সম্প্রতি ছবির প্রচারে এসে এই সুখবর দিয়েছেন। তাঁর কথা থেকেই উঠে এসেছে যে 'বজরঙ্গি ভাইজানে'র সিক্যুয়েলের চিত্রনাট্য চূড়ান্ত হওয়ার কথাটি । শীঘ্রই স্ক্রিপ্ট নিয়ে সলমন খানের সঙ্গে দেখা করা হবে বলেও জানান তিনি।

বছরের পর বছর বলিউডকে অনেক হিট সিনেমা উপহার দিয়েছেন সলমন ৷ তবে সমস্ত ছবির থেকে 'বজরঙ্গি ভাইজান' আলাদা । এটি প্রেক্ষাগৃহে মুক্তির পরে সমালোচকদের থেকে এবং বাণিজ্যিকভাবে প্রশংসা পায়। তবে 'বজরঙ্গি ভাইজান 2' সিনেমায় হারশালি মালহোত্রার চরিত্রে মুন্নির প্রত্যাবর্তন হবে কি না, তা এখনও স্পষ্ট নয় । বজরঙ্গি ভাইজানের মূখ্য চরিত্রে অভিনয় করেছিলেন করিনা কাপুর খান ৷ তিনি সিক্যুয়েলে ফিরবেন নাকি, তাঁর জায়গায় অন্য কোনও অভিনেত্রীকে দেখা যাবে সেটাও জানা যাবে খুব শীঘ্র ।

গত রবিবার সলমন খানের অ্যাপার্টমেন্টের বাইরে দুই দুষ্কৃতী বাইকে করে এসে গুলি চালিয়েছিল ৷ সেই ঘটনার পর প্রথমবারের জন্য ভারতের বাইরে যান ভাইজান । তিনি বর্তমানে দুবাইতে রয়েছেন ৷ ভারতে ফিরে আসার পর 'বজরঙ্গি ভাইজান 2' ছবিটি নিয়ে আলোচনা শুরু হবে। তবে সলমনের প্লেটে বর্তমানে এ আর মুরুগাদোসের নির্দেশনায় সিকান্দার রয়েছে । করণ জোহরের আসন্ন ছবি 'বুলে' সলমনকে দেখা যেতে পারে বলে গুঞ্জন ।

আরও পড়ুন:

  1. সলমনের বাংলোর বাইরে শূন্যে গুলি দুই অজ্ঞাতপরিচয়ের, বাড়ল নিরাপত্তা
  2. সলমনের অ্যাপার্টমেন্টের বাইরে গুলি, দুষ্কৃতীদের মধ্যে একজন গুরুগ্রামের বাসিন্দা
  3. ফের পিছিয়ে গেল মুক্তির তারিখ, কবে আসবে 'মেট্রো ইন দিনো'? জানাল ছবি নির্মাতা টিম

হায়দরাবাদ, 20 এপ্রিল: 2015 সালে মুক্তি পায় সলমন খানের 'বজরঙ্গি ভাইজান' ৷ বক্স অফিসে ঝড় তুলেছিল এই ছবি ৷ মুন্নিকে বাড়ি ফেরানোয় পবনের চেষ্টাকে কুর্নিশ জানিয়েছিল দর্শকমহল ৷ মামা-ভাগ্নির সম্পর্ক ভেঙে দিয়েছিল সীমান্তের বেড়াজাল ৷ তাঁদের গল্পে চোখের কোন ভেজেনি এমন মানুষের দেখা মেলা ভার ৷ দেশ ছাড়িয়ে বিদেশের দর্শকদেরও প্রশংসা কুড়িয়েছিল এই সিনেমা ৷ হিন্দি সিনেমার জগতে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে 'বজরঙ্গি ভাইজান'। এই ছবির পর কবে তার সিক্যুয়েল আসবে এরই অপেক্ষায় ছিলেন সলমন অনুরাগীরা ৷ তাঁদের জন্য সুখবর ৷ অপেক্ষার অবসান ঘটতে চলেছে অবশেষে ৷

'বজরঙ্গি ভাইজান 2'-এর চিত্রনাট্য তৈরি রয়েছে ৷ শুধু সলমন খানের হ্যাঁ-এর অপেক্ষায় ৷ ভাইজান দুবাই থেকে ফিরলেই তাঁকে চিত্রনাট্য শোনাবেন নির্মাতারা ৷ এরপরই সলমনের সম্মতি মিললে শুরু হবে ছবির কাজ ৷ আয়ুশ শর্মার আসন্ন ছবি রুসলান-এর প্রযোজক কেকে রাধামোহন সম্প্রতি ছবির প্রচারে এসে এই সুখবর দিয়েছেন। তাঁর কথা থেকেই উঠে এসেছে যে 'বজরঙ্গি ভাইজানে'র সিক্যুয়েলের চিত্রনাট্য চূড়ান্ত হওয়ার কথাটি । শীঘ্রই স্ক্রিপ্ট নিয়ে সলমন খানের সঙ্গে দেখা করা হবে বলেও জানান তিনি।

বছরের পর বছর বলিউডকে অনেক হিট সিনেমা উপহার দিয়েছেন সলমন ৷ তবে সমস্ত ছবির থেকে 'বজরঙ্গি ভাইজান' আলাদা । এটি প্রেক্ষাগৃহে মুক্তির পরে সমালোচকদের থেকে এবং বাণিজ্যিকভাবে প্রশংসা পায়। তবে 'বজরঙ্গি ভাইজান 2' সিনেমায় হারশালি মালহোত্রার চরিত্রে মুন্নির প্রত্যাবর্তন হবে কি না, তা এখনও স্পষ্ট নয় । বজরঙ্গি ভাইজানের মূখ্য চরিত্রে অভিনয় করেছিলেন করিনা কাপুর খান ৷ তিনি সিক্যুয়েলে ফিরবেন নাকি, তাঁর জায়গায় অন্য কোনও অভিনেত্রীকে দেখা যাবে সেটাও জানা যাবে খুব শীঘ্র ।

গত রবিবার সলমন খানের অ্যাপার্টমেন্টের বাইরে দুই দুষ্কৃতী বাইকে করে এসে গুলি চালিয়েছিল ৷ সেই ঘটনার পর প্রথমবারের জন্য ভারতের বাইরে যান ভাইজান । তিনি বর্তমানে দুবাইতে রয়েছেন ৷ ভারতে ফিরে আসার পর 'বজরঙ্গি ভাইজান 2' ছবিটি নিয়ে আলোচনা শুরু হবে। তবে সলমনের প্লেটে বর্তমানে এ আর মুরুগাদোসের নির্দেশনায় সিকান্দার রয়েছে । করণ জোহরের আসন্ন ছবি 'বুলে' সলমনকে দেখা যেতে পারে বলে গুঞ্জন ।

আরও পড়ুন:

  1. সলমনের বাংলোর বাইরে শূন্যে গুলি দুই অজ্ঞাতপরিচয়ের, বাড়ল নিরাপত্তা
  2. সলমনের অ্যাপার্টমেন্টের বাইরে গুলি, দুষ্কৃতীদের মধ্যে একজন গুরুগ্রামের বাসিন্দা
  3. ফের পিছিয়ে গেল মুক্তির তারিখ, কবে আসবে 'মেট্রো ইন দিনো'? জানাল ছবি নির্মাতা টিম
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.