হায়দরাবাদ, 20 এপ্রিল: 2015 সালে মুক্তি পায় সলমন খানের 'বজরঙ্গি ভাইজান' ৷ বক্স অফিসে ঝড় তুলেছিল এই ছবি ৷ মুন্নিকে বাড়ি ফেরানোয় পবনের চেষ্টাকে কুর্নিশ জানিয়েছিল দর্শকমহল ৷ মামা-ভাগ্নির সম্পর্ক ভেঙে দিয়েছিল সীমান্তের বেড়াজাল ৷ তাঁদের গল্পে চোখের কোন ভেজেনি এমন মানুষের দেখা মেলা ভার ৷ দেশ ছাড়িয়ে বিদেশের দর্শকদেরও প্রশংসা কুড়িয়েছিল এই সিনেমা ৷ হিন্দি সিনেমার জগতে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে 'বজরঙ্গি ভাইজান'। এই ছবির পর কবে তার সিক্যুয়েল আসবে এরই অপেক্ষায় ছিলেন সলমন অনুরাগীরা ৷ তাঁদের জন্য সুখবর ৷ অপেক্ষার অবসান ঘটতে চলেছে অবশেষে ৷
'বজরঙ্গি ভাইজান 2'-এর চিত্রনাট্য তৈরি রয়েছে ৷ শুধু সলমন খানের হ্যাঁ-এর অপেক্ষায় ৷ ভাইজান দুবাই থেকে ফিরলেই তাঁকে চিত্রনাট্য শোনাবেন নির্মাতারা ৷ এরপরই সলমনের সম্মতি মিললে শুরু হবে ছবির কাজ ৷ আয়ুশ শর্মার আসন্ন ছবি রুসলান-এর প্রযোজক কেকে রাধামোহন সম্প্রতি ছবির প্রচারে এসে এই সুখবর দিয়েছেন। তাঁর কথা থেকেই উঠে এসেছে যে 'বজরঙ্গি ভাইজানে'র সিক্যুয়েলের চিত্রনাট্য চূড়ান্ত হওয়ার কথাটি । শীঘ্রই স্ক্রিপ্ট নিয়ে সলমন খানের সঙ্গে দেখা করা হবে বলেও জানান তিনি।
বছরের পর বছর বলিউডকে অনেক হিট সিনেমা উপহার দিয়েছেন সলমন ৷ তবে সমস্ত ছবির থেকে 'বজরঙ্গি ভাইজান' আলাদা । এটি প্রেক্ষাগৃহে মুক্তির পরে সমালোচকদের থেকে এবং বাণিজ্যিকভাবে প্রশংসা পায়। তবে 'বজরঙ্গি ভাইজান 2' সিনেমায় হারশালি মালহোত্রার চরিত্রে মুন্নির প্রত্যাবর্তন হবে কি না, তা এখনও স্পষ্ট নয় । বজরঙ্গি ভাইজানের মূখ্য চরিত্রে অভিনয় করেছিলেন করিনা কাপুর খান ৷ তিনি সিক্যুয়েলে ফিরবেন নাকি, তাঁর জায়গায় অন্য কোনও অভিনেত্রীকে দেখা যাবে সেটাও জানা যাবে খুব শীঘ্র ।
গত রবিবার সলমন খানের অ্যাপার্টমেন্টের বাইরে দুই দুষ্কৃতী বাইকে করে এসে গুলি চালিয়েছিল ৷ সেই ঘটনার পর প্রথমবারের জন্য ভারতের বাইরে যান ভাইজান । তিনি বর্তমানে দুবাইতে রয়েছেন ৷ ভারতে ফিরে আসার পর 'বজরঙ্গি ভাইজান 2' ছবিটি নিয়ে আলোচনা শুরু হবে। তবে সলমনের প্লেটে বর্তমানে এ আর মুরুগাদোসের নির্দেশনায় সিকান্দার রয়েছে । করণ জোহরের আসন্ন ছবি 'বুলে' সলমনকে দেখা যেতে পারে বলে গুঞ্জন ।
আরও পড়ুন: