ETV Bharat / entertainment

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেল 'ভানু'

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের খানিকটা অংশের সাক্ষী থাকতে পারবেন আপামর বাঙালি ৷ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে 'ভানু' ৷

Etv Bharat
চলচ্চিত্র উৎসবে জায়গা পেল 'ভানু' (মুভি পোস্টার)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Nov 21, 2024, 12:56 PM IST

কলকাতা, 21 নভেম্বর: কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে ৷ কলকাতা ধীরে ধীরে সেজে উঠবে সিনেমার সবচেয়ে বড় উৎসব উদযাপনে ৷ তার আগেই সিনেপ্রেমীদের জন্য সুখবর ৷ 30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে অয়নাংশু বন্দ্যোপাধ্যায় পরিচালিত বাংলা ছবি 'ভানু'। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের একটা সময়কাল উঠে এসেছে এই ছবিতে।

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হবে ৪ ডিসেম্বর ৷ চলবে 11 ডিসেম্বর পর্যন্ত ৷ এবার বেঙ্গলি প্যানোরমা কম্পিটিশন বিভাগের জন্য মনোনিত হয়েছে অয়নাংশু বন্দ্যোপাধ্যায় পরিচালিত 'ভানু'। 1875 সালের প্রেক্ষাপটে তৈরি হয়েছে 'ভানু'। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের খানিকটা অংশ উঠে এসেছে এই ছবিতে। তাঁর বিদেশ যাওয়ার আগের মুহূর্ত, সর্বোপরি তাঁর 'ভানুসিংহের পদাবলী' লেখার সময় কালকে ধরা হয়েছে ছবিতে। তাঁর উদ্ভাবনী শক্তিই এই ছবির মূল উপজীব্য। রবীন্দ্রনাথের চরিত্রে অঙ্কিত মজুমদার। আর কাদম্বরী দেবীর চরিত্রে অনুষ্কা চক্রবর্তী। 'ভানু' কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে বলে সামাজিক মাধ্যমে জানিয়েছেন অনুষ্কা চক্রবর্তী।

তাঁর কথায়, 'কাদম্বরী দেবীর চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে আমি আপ্লুত। আমার মনে হয় এই চরিত্রটা এমনই একটা চরিত্র যা যে কোনও ভারতীয় অভিনেত্রীর জন্য স্বপ্নপূরণের মতো। আর আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য গোটা ইউনিটের কাছে আমি কৃতজ্ঞ। আমরা চাই দেশের বাইরেও এই ছবি পৌঁছে যাক। "

উল্লেখ্য, এবারের উৎসবেও 15টি বিভাগ থাকছে ৷ যেমন- ইন্টারন্যাশনাল কম্পিটিশন, ন্যাশনাল কম্পিটিশন, এশিয়ান সেলেক্ট, বেঙ্গলি-প্যানোরমা, সিনেমা ইন্টারন্যাশনাল, স্পেশাল স্ক্রিনিং, আনহার্ড ইন্ডিয়া (ইন্ডিয়ান রেয়ার ল্যাঙ্গুয়েজ), পরিবেশমূলক ছবি, ক্রীড়া বিষয়ক ছবি, জন্মশতবর্ষের ছবি, বিশেষ শ্রদ্ধার্ঘ্য, ন্যাশনাল কম্পিটিশন অন শর্ট ডকুমেন্টরি ফিল্ম, রেট্রোস্পেকটিভ, সত্যজিৎ রায় মেমোরিয়াল লেকচার। এছাড়াও থাকছে মাস্টার ক্লাস, সেমিনার, ওয়ার্কশপ, রেট্রোস্পেকটিভ, ট্রিবিউট-সহ বেশ কিছু বিভাগ ৷

কলকাতা, 21 নভেম্বর: কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে ৷ কলকাতা ধীরে ধীরে সেজে উঠবে সিনেমার সবচেয়ে বড় উৎসব উদযাপনে ৷ তার আগেই সিনেপ্রেমীদের জন্য সুখবর ৷ 30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে অয়নাংশু বন্দ্যোপাধ্যায় পরিচালিত বাংলা ছবি 'ভানু'। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের একটা সময়কাল উঠে এসেছে এই ছবিতে।

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হবে ৪ ডিসেম্বর ৷ চলবে 11 ডিসেম্বর পর্যন্ত ৷ এবার বেঙ্গলি প্যানোরমা কম্পিটিশন বিভাগের জন্য মনোনিত হয়েছে অয়নাংশু বন্দ্যোপাধ্যায় পরিচালিত 'ভানু'। 1875 সালের প্রেক্ষাপটে তৈরি হয়েছে 'ভানু'। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের খানিকটা অংশ উঠে এসেছে এই ছবিতে। তাঁর বিদেশ যাওয়ার আগের মুহূর্ত, সর্বোপরি তাঁর 'ভানুসিংহের পদাবলী' লেখার সময় কালকে ধরা হয়েছে ছবিতে। তাঁর উদ্ভাবনী শক্তিই এই ছবির মূল উপজীব্য। রবীন্দ্রনাথের চরিত্রে অঙ্কিত মজুমদার। আর কাদম্বরী দেবীর চরিত্রে অনুষ্কা চক্রবর্তী। 'ভানু' কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে বলে সামাজিক মাধ্যমে জানিয়েছেন অনুষ্কা চক্রবর্তী।

তাঁর কথায়, 'কাদম্বরী দেবীর চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে আমি আপ্লুত। আমার মনে হয় এই চরিত্রটা এমনই একটা চরিত্র যা যে কোনও ভারতীয় অভিনেত্রীর জন্য স্বপ্নপূরণের মতো। আর আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য গোটা ইউনিটের কাছে আমি কৃতজ্ঞ। আমরা চাই দেশের বাইরেও এই ছবি পৌঁছে যাক। "

উল্লেখ্য, এবারের উৎসবেও 15টি বিভাগ থাকছে ৷ যেমন- ইন্টারন্যাশনাল কম্পিটিশন, ন্যাশনাল কম্পিটিশন, এশিয়ান সেলেক্ট, বেঙ্গলি-প্যানোরমা, সিনেমা ইন্টারন্যাশনাল, স্পেশাল স্ক্রিনিং, আনহার্ড ইন্ডিয়া (ইন্ডিয়ান রেয়ার ল্যাঙ্গুয়েজ), পরিবেশমূলক ছবি, ক্রীড়া বিষয়ক ছবি, জন্মশতবর্ষের ছবি, বিশেষ শ্রদ্ধার্ঘ্য, ন্যাশনাল কম্পিটিশন অন শর্ট ডকুমেন্টরি ফিল্ম, রেট্রোস্পেকটিভ, সত্যজিৎ রায় মেমোরিয়াল লেকচার। এছাড়াও থাকছে মাস্টার ক্লাস, সেমিনার, ওয়ার্কশপ, রেট্রোস্পেকটিভ, ট্রিবিউট-সহ বেশ কিছু বিভাগ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.