ETV Bharat / entertainment

কিরণ রাও পরিচালিত 'লাপাতা লেডিস' কতটা মন কাড়ল ? জানালেন অনুরাগ কাশ্যপ - Laapataa Ladies review

Anurag Kashyap Reviews Laapataa Ladies: সদ্য মুক্তি পাওয়া কিরণ রাও পরিচালিত এবং আমির খান প্রযোজিত লাপাতা লেডিস দেখলেন অনুরাগ কাশ্যপ । কেমন লাগল ছবিটি? সোশাল মিডিয়ায় জানালেন এই চলচ্চিত্র নির্মাতা ৷

Anurag Kashyap
অনুরাগ কাশ্যপ
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 7, 2024, 6:22 PM IST

Updated : Mar 7, 2024, 7:31 PM IST

হায়দরাবাদ, 7 মার্চ: মাসের শুরুতেই মুক্তি পেয়েছে কিরণ রাও পরিচালিত এবং আমির খান প্রযোজিত 'লাপাতা লেডিস' ৷ দুটি হারানো বধূকে ঘিরে আবর্তিত হয়েছে সিনেমা ৷ মুক্তির সাতদিনের মধ্যেই প্লট, অভিনয় এবং হাস্যরসের জন্য সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে ছবিটি ৷ এবার সেই তালিকায় যোগ হল বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপের নামও ৷ তিনি ছবিটির পাশাপাশি অভিনেতাদের প্রতি নিজের ভালবাসা ব্যক্ত করেছেন । সোশাল মিডিয়ায় সকলের সঙ্গে এই ছবিটি দেখার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন চলচ্চিত্র নির্মাতা ৷

সাম্প্রতিক সময়ে প্রশংসিত হয়েছে ব্রমযুগম এবং মঞ্জুম্মেল বয়েজের মতো সিনেমা ৷ অনুরাগ কাশ্যপ লাপাতা লেডিসকে এই দুটি ছবির সঙ্গে তুলনা করেছেন । তিনি কিরণ রাও-এর পরিচালনার ক্ষমতার প্রশংসা করে লেখেন, "কী আন্তরিক, মজার, সুন্দর ছবি একটি ছবি তৈরি করেছেন কিরণ রাও । তিনি সূক্ষ্মতার সঙ্গে কত কিছু বলে দিয়েছেন ৷ তবে তার চেয়েও বেশি মন কেড়েছে ছবিটি এবং তার অবিশ্বাস্য প্রেমের গল্প ৷ প্রতি দশ মিনিটে হাস্যরসের সঙ্গে সত্যগুলি বোমার মতো বিস্ফোরিত হয়েছে ৷ আমি শিশুর মতো কেঁদেছি ছবিটি দেখে।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

তিনি বলেন, "বিহারের বাসিন্দা আমার গাড়ির চালক নারায়ণজিকে ছবিটি দেখাতে নিয়ে গিয়েছিলাম। তিনি লাপাতা লেডিস দেখে বলেছেন, গাও কি ইয়াদ আ গেয়ি (গ্রামের কথা মনে পড়ে গেল)। অভিনেতাদের চোখে এতটা সত্যি আমি আগে কখনও দেখিনি ৷ সব নতুন মুখের পাশাপাশি রবি কিষাণর অভিনয় অসাধারণ। প্রোডাকশন ডিজাইন, সিনেমাটোগ্রাফি এবং স্নেহা দেশাই ও তাঁর দলের লেখা আমাকে মুগ্ধ করেছে ৷ এই সিনেমা আমাকে দেশের মানুষের সততা, সংবেদনশীলতা এবং সহানুভূতির কথা বারবার মনে করিয়ে দেয় । এটি যতটা হাস্যকর এবং আবেগপূর্ণ, ততটাই সত্যি। আমি শুধু এই সিনেমার কথা লিখে সকলের কাছে পৌঁছে দিতে পারি । চলচ্চিত্র নির্মাতা এবং তাঁর টিমকে অভিনন্দন ।"

অনুরাগ কাশ্যপ সিনেমাটিকে মাস্টারপিস বলেছেন ৷ তিনি তাঁর অনুগামীদের লাপাতা লেডিস দেখার অনুরোধ করে লিখেছেন, "এই ছবিটি অবশ্যই দেখবেন ৷ সিনেমার সঙ্গীত আমার দিন ভালো করে দিয়েছে ৷ দুটি চমৎকার মালায়ালাম ছবি দেখার পর (মঞ্জুম্মেল বয়েজ এবং ব্রমায়ুগম) ভেবছিলাম কেন আমরা হিন্দি সিনেমায় এমন কিছু করছি না ৷ তারপরে দেখলাম, কিরণ আসলেই সেটাই করে দেখিয়েছেন ।"

লাপাতা লেডিস প্রযোজনায় আমির খান প্রোডাকশন এবং কিন্ডলিং প্রোডাকশন ৷ বিপ্লব গোস্বামীর পুরস্কারপ্রাপ্ত গল্পের উপর ভিত্তি করে তৈরি ছবিটি । এই ফিল্মটিতে দুই নবদম্পতির গল্প দেখানো হয়েছে। এতে নিতানশি গোয়েল, প্রতিভা রান্তা, স্পর্শ শ্রীবাস্তব, ছায়া কদম এবং রবি কিষাণ প্রধান চরিত্রে অভিনয় করেছেন । লাপাতা লেডিস চলতি বছরের 1 মার্চ মুক্তি পেয়েছে ৷

আরও পড়ুন:

  1. বনবাস কাটিয়ে পরিচালকের আসনে কিরণ রাও, মুক্তির অপেক্ষায় 'লাপাতা লেডিস'
  2. লাপাতা লেডিসের অডিশনে আমিরকে রিজেক্ট, কিরণের পছন্দ রবি কিষাণ
  3. আবার জুটিতে আমির-কিরণ, কবে আসছে তাঁদের নতুন ছবি 'লেডিস লাপাতা'?

হায়দরাবাদ, 7 মার্চ: মাসের শুরুতেই মুক্তি পেয়েছে কিরণ রাও পরিচালিত এবং আমির খান প্রযোজিত 'লাপাতা লেডিস' ৷ দুটি হারানো বধূকে ঘিরে আবর্তিত হয়েছে সিনেমা ৷ মুক্তির সাতদিনের মধ্যেই প্লট, অভিনয় এবং হাস্যরসের জন্য সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে ছবিটি ৷ এবার সেই তালিকায় যোগ হল বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপের নামও ৷ তিনি ছবিটির পাশাপাশি অভিনেতাদের প্রতি নিজের ভালবাসা ব্যক্ত করেছেন । সোশাল মিডিয়ায় সকলের সঙ্গে এই ছবিটি দেখার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন চলচ্চিত্র নির্মাতা ৷

সাম্প্রতিক সময়ে প্রশংসিত হয়েছে ব্রমযুগম এবং মঞ্জুম্মেল বয়েজের মতো সিনেমা ৷ অনুরাগ কাশ্যপ লাপাতা লেডিসকে এই দুটি ছবির সঙ্গে তুলনা করেছেন । তিনি কিরণ রাও-এর পরিচালনার ক্ষমতার প্রশংসা করে লেখেন, "কী আন্তরিক, মজার, সুন্দর ছবি একটি ছবি তৈরি করেছেন কিরণ রাও । তিনি সূক্ষ্মতার সঙ্গে কত কিছু বলে দিয়েছেন ৷ তবে তার চেয়েও বেশি মন কেড়েছে ছবিটি এবং তার অবিশ্বাস্য প্রেমের গল্প ৷ প্রতি দশ মিনিটে হাস্যরসের সঙ্গে সত্যগুলি বোমার মতো বিস্ফোরিত হয়েছে ৷ আমি শিশুর মতো কেঁদেছি ছবিটি দেখে।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

তিনি বলেন, "বিহারের বাসিন্দা আমার গাড়ির চালক নারায়ণজিকে ছবিটি দেখাতে নিয়ে গিয়েছিলাম। তিনি লাপাতা লেডিস দেখে বলেছেন, গাও কি ইয়াদ আ গেয়ি (গ্রামের কথা মনে পড়ে গেল)। অভিনেতাদের চোখে এতটা সত্যি আমি আগে কখনও দেখিনি ৷ সব নতুন মুখের পাশাপাশি রবি কিষাণর অভিনয় অসাধারণ। প্রোডাকশন ডিজাইন, সিনেমাটোগ্রাফি এবং স্নেহা দেশাই ও তাঁর দলের লেখা আমাকে মুগ্ধ করেছে ৷ এই সিনেমা আমাকে দেশের মানুষের সততা, সংবেদনশীলতা এবং সহানুভূতির কথা বারবার মনে করিয়ে দেয় । এটি যতটা হাস্যকর এবং আবেগপূর্ণ, ততটাই সত্যি। আমি শুধু এই সিনেমার কথা লিখে সকলের কাছে পৌঁছে দিতে পারি । চলচ্চিত্র নির্মাতা এবং তাঁর টিমকে অভিনন্দন ।"

অনুরাগ কাশ্যপ সিনেমাটিকে মাস্টারপিস বলেছেন ৷ তিনি তাঁর অনুগামীদের লাপাতা লেডিস দেখার অনুরোধ করে লিখেছেন, "এই ছবিটি অবশ্যই দেখবেন ৷ সিনেমার সঙ্গীত আমার দিন ভালো করে দিয়েছে ৷ দুটি চমৎকার মালায়ালাম ছবি দেখার পর (মঞ্জুম্মেল বয়েজ এবং ব্রমায়ুগম) ভেবছিলাম কেন আমরা হিন্দি সিনেমায় এমন কিছু করছি না ৷ তারপরে দেখলাম, কিরণ আসলেই সেটাই করে দেখিয়েছেন ।"

লাপাতা লেডিস প্রযোজনায় আমির খান প্রোডাকশন এবং কিন্ডলিং প্রোডাকশন ৷ বিপ্লব গোস্বামীর পুরস্কারপ্রাপ্ত গল্পের উপর ভিত্তি করে তৈরি ছবিটি । এই ফিল্মটিতে দুই নবদম্পতির গল্প দেখানো হয়েছে। এতে নিতানশি গোয়েল, প্রতিভা রান্তা, স্পর্শ শ্রীবাস্তব, ছায়া কদম এবং রবি কিষাণ প্রধান চরিত্রে অভিনয় করেছেন । লাপাতা লেডিস চলতি বছরের 1 মার্চ মুক্তি পেয়েছে ৷

আরও পড়ুন:

  1. বনবাস কাটিয়ে পরিচালকের আসনে কিরণ রাও, মুক্তির অপেক্ষায় 'লাপাতা লেডিস'
  2. লাপাতা লেডিসের অডিশনে আমিরকে রিজেক্ট, কিরণের পছন্দ রবি কিষাণ
  3. আবার জুটিতে আমির-কিরণ, কবে আসছে তাঁদের নতুন ছবি 'লেডিস লাপাতা'?
Last Updated : Mar 7, 2024, 7:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.