ETV Bharat / entertainment

'তোমাকে মিস করি', জন্মদিনে প্রয়াত সতীশ কৌশিককে নিয়ে আবেগতাড়িত অনুপম - Satish Kaushik Birthday

Late Satish Kaushik Birthday: প্রয়াত সতীশ কৌশিকের জন্মদিনে সোশাল মিডিয়ায় আবেগঘন পোস্ট অভিনেতা অনুপম খেরের ৷ মৃত্যুর পরেও তিনি বন্ধুকে কতটা ভালোবাসেন, তার প্রমাণ বারবার পাওয়া যায় অনুপম খেরের নানা পোস্ট থেকে ৷

Late Satish Kaushik Birthday
সতীশ কৌশিককে নিয়ে আবেগতাড়িত অনুপম
author img

By ANI

Published : Apr 13, 2024, 3:34 PM IST

মুম্বই, 13 এপ্রিল: 'তেরে জ্যায়সা ইয়ার কাহা, কাহা অ্যায়সা ইয়ারানা...' গত বছর প্রিয় বন্ধু সতীশ কৌশিককে হারিয়েছেন অভিনেতা অনুপম খের ৷ আজও তাঁর স্মৃতিকে আঁকড়ে ধরে রেখেছেন অনুপম ৷ বন্ধুর 68তম জন্মদিনে সোশাল মিডিয়ায় আবেগঘন পোস্ট অনুপম খেরের ৷

বন্ধুর সঙ্গে কাটানো নানা মুহূর্তের কোলাজ বানানো একটি ভিডিয়ো অনুপম শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় ৷ তিনি লেখেন, "প্রিয় বন্ধু সতীশ জন্মদিনের শুভেচ্ছা ৷ তুমি যেখানেই থাকো, ভগবান তোমাকে সব খুশি দিক ৷ আমার চারপাশে তুমি সবসময় আছো ৷ ছবিতে, খাবারে, আমার স্মৃতিতে, একাকী সময়ে আবার কখনও হাজারো ভিড়েও তুমি বিরাজ করছ ৷ বলে রাখি, তানভি দ্য গ্রেট ছবির শুটিং ভালো চলছে ৷ দেখতে দেখতে 34 দিন শুটিং হয়ে গিয়েছে ৷ টাচ উড, সবকিছু ভালো যাচ্ছে ৷"

তিনি আরও লেখেন, "আমি তোমার ভালো পরামর্শগুলো গ্রহণ করেছি ৷ খারাপগুলো আলাদা করে রেখেছি ৷ আমি তোমার শারীরিক উপস্থিতি ভীষণ ভাবে মিস করি ৷ তোমার ফোন, আমাদের গসিপ আর তোমার অভাবনীয় সেন্স অফ হিউমার মিস করি ৷ তোমাকে সবসময় ভালোবাসব ৷" সম্প্রতি কাগজ 2 ছবির প্রচারে বন্ধুকে মনে রেখে অনুষ্ঠানে একটি খালি চেয়ার রেখেছিলেন অনুপম খের ৷ বন্ধুর প্রতি অমোঘ এই ভালোবাসার ভিডিয়ো ছড়িয়ে পড়েছিল নেটমাধ্যমে ৷ এই বিষয়ে এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে 'দ্য কাশ্মীর ফাইলস' অভিনেতা বলেন, "এটা কৌশিকের প্যাশন প্রোজেক্ট ছিল ৷ বিগত 2 বছর এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি ৷ সত্যঘটনা অবলম্বনে তৈরি হয়েছে ছবির চিত্রনাট্য ৷"

প্রসঙ্গত, 66 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে 2023 সালের 9 মার্চ প্রয়াত হন সতীশ কৌশিক ৷ 40 বছর ধরে বিনোদন জগতে তাঁর অবদান অনস্বীকার্য ৷ 1983 সালে বেশ কয়েকটি ছবিতে কাজের মাধ্যমে সিনে পর্দায় পা রাখেন ৷ তার মধ্যে রয়েছে অনিল কাপুর অভিনীত 'ও সাত দিন' ও শেখর কাপুরের 'মাসুম' ৷ সতীশ কৌশিক অভিনীত উল্লেখ্যযোগ্য ছবির তালিকায় রয়েছে 'রাম লক্ষণ', 'রূপ কী রানি চোরো কা রাজা' ইত্যাদি ৷

তবে মিস্টার ইন্ডিয়া ছবিতে ক্যালেন্ডার চরিত্র সতীশ কৌশিককে নিয়ে যায় পরিচিতির শিখরে ৷ পাশাপাশি, 'জানে ভি দো ইয়ারো' ছবির চিত্রনাট্যও লিখেছেন প্রয়াত সতীশ কৌশিক ৷ পাশাপাশি, 'রূপ কী রানি চোরো কা রাজা', 'তেরে নাম', 'হাম আপকে দিল মে রহতে হ্যায়' ছবি পরিচালনাও করেছেন সতীশ কৌশিক ৷ কঙ্গনা রানাওয়াত পরিচালিত 'এমারজেন্সি' ছবিতে দেখা যাবে সতীশ কৌশিকের অভিনয় ৷

আরও পড়ুন

1. অতিরিক্ত ওজন-খারাপ ফ্যাশন-ছবি ফ্লপ, বিদ্যার স্মৃতিতে আজও টাটকা 'দু:সময়'

2. তিন দশক পর কানের বড় পুরস্কার পাওয়ার দৌড়ে ভারতীয় ছবি

3. 'মিরাকেল না হলে টাকা উঠবে না', মির্জা মুক্তির পর বড় ঘোষণা অঙ্কুশের

মুম্বই, 13 এপ্রিল: 'তেরে জ্যায়সা ইয়ার কাহা, কাহা অ্যায়সা ইয়ারানা...' গত বছর প্রিয় বন্ধু সতীশ কৌশিককে হারিয়েছেন অভিনেতা অনুপম খের ৷ আজও তাঁর স্মৃতিকে আঁকড়ে ধরে রেখেছেন অনুপম ৷ বন্ধুর 68তম জন্মদিনে সোশাল মিডিয়ায় আবেগঘন পোস্ট অনুপম খেরের ৷

বন্ধুর সঙ্গে কাটানো নানা মুহূর্তের কোলাজ বানানো একটি ভিডিয়ো অনুপম শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় ৷ তিনি লেখেন, "প্রিয় বন্ধু সতীশ জন্মদিনের শুভেচ্ছা ৷ তুমি যেখানেই থাকো, ভগবান তোমাকে সব খুশি দিক ৷ আমার চারপাশে তুমি সবসময় আছো ৷ ছবিতে, খাবারে, আমার স্মৃতিতে, একাকী সময়ে আবার কখনও হাজারো ভিড়েও তুমি বিরাজ করছ ৷ বলে রাখি, তানভি দ্য গ্রেট ছবির শুটিং ভালো চলছে ৷ দেখতে দেখতে 34 দিন শুটিং হয়ে গিয়েছে ৷ টাচ উড, সবকিছু ভালো যাচ্ছে ৷"

তিনি আরও লেখেন, "আমি তোমার ভালো পরামর্শগুলো গ্রহণ করেছি ৷ খারাপগুলো আলাদা করে রেখেছি ৷ আমি তোমার শারীরিক উপস্থিতি ভীষণ ভাবে মিস করি ৷ তোমার ফোন, আমাদের গসিপ আর তোমার অভাবনীয় সেন্স অফ হিউমার মিস করি ৷ তোমাকে সবসময় ভালোবাসব ৷" সম্প্রতি কাগজ 2 ছবির প্রচারে বন্ধুকে মনে রেখে অনুষ্ঠানে একটি খালি চেয়ার রেখেছিলেন অনুপম খের ৷ বন্ধুর প্রতি অমোঘ এই ভালোবাসার ভিডিয়ো ছড়িয়ে পড়েছিল নেটমাধ্যমে ৷ এই বিষয়ে এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে 'দ্য কাশ্মীর ফাইলস' অভিনেতা বলেন, "এটা কৌশিকের প্যাশন প্রোজেক্ট ছিল ৷ বিগত 2 বছর এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি ৷ সত্যঘটনা অবলম্বনে তৈরি হয়েছে ছবির চিত্রনাট্য ৷"

প্রসঙ্গত, 66 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে 2023 সালের 9 মার্চ প্রয়াত হন সতীশ কৌশিক ৷ 40 বছর ধরে বিনোদন জগতে তাঁর অবদান অনস্বীকার্য ৷ 1983 সালে বেশ কয়েকটি ছবিতে কাজের মাধ্যমে সিনে পর্দায় পা রাখেন ৷ তার মধ্যে রয়েছে অনিল কাপুর অভিনীত 'ও সাত দিন' ও শেখর কাপুরের 'মাসুম' ৷ সতীশ কৌশিক অভিনীত উল্লেখ্যযোগ্য ছবির তালিকায় রয়েছে 'রাম লক্ষণ', 'রূপ কী রানি চোরো কা রাজা' ইত্যাদি ৷

তবে মিস্টার ইন্ডিয়া ছবিতে ক্যালেন্ডার চরিত্র সতীশ কৌশিককে নিয়ে যায় পরিচিতির শিখরে ৷ পাশাপাশি, 'জানে ভি দো ইয়ারো' ছবির চিত্রনাট্যও লিখেছেন প্রয়াত সতীশ কৌশিক ৷ পাশাপাশি, 'রূপ কী রানি চোরো কা রাজা', 'তেরে নাম', 'হাম আপকে দিল মে রহতে হ্যায়' ছবি পরিচালনাও করেছেন সতীশ কৌশিক ৷ কঙ্গনা রানাওয়াত পরিচালিত 'এমারজেন্সি' ছবিতে দেখা যাবে সতীশ কৌশিকের অভিনয় ৷

আরও পড়ুন

1. অতিরিক্ত ওজন-খারাপ ফ্যাশন-ছবি ফ্লপ, বিদ্যার স্মৃতিতে আজও টাটকা 'দু:সময়'

2. তিন দশক পর কানের বড় পুরস্কার পাওয়ার দৌড়ে ভারতীয় ছবি

3. 'মিরাকেল না হলে টাকা উঠবে না', মির্জা মুক্তির পর বড় ঘোষণা অঙ্কুশের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.