ETV Bharat / entertainment

জি ফাইভের নয়া অ্যান্থলজিতে কৌশিকের পরিচালনায় যীশু, মুক্তি পেল 'লানত্রানি'র ট্রেলার

Lantrani trailer: আসছে তিন-তিনটি কাহিনি অবলম্বনে তৈরি 'লানত্রানি' ৷ শুক্রবারই তার রুদ্ধশ্বাস ট্রেলার প্রকাশ্যে এসেছে ৷ বাংলার সঙ্গে এই ওয়েব সিরিজের গভীর যোগ রয়েছে ৷ কেন ?

ETV Bharat
আসছে লানত্রানি
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 3, 2024, 5:23 PM IST

Updated : Feb 3, 2024, 5:39 PM IST

কলকাতা, 3 ফেব্রুয়ারি: গ্রামের নির্বাচিত মহিলা জনপ্রতিনিধি ধরনায় বসেছেন ৷ তিনি নিঃশব্দে প্রতিবাদের পথ নিয়েছেন ৷ অন্যদিকে কোভিডকালে একটি মিডিয়া কোম্পানি বন্ধ হয়ে গিয়েছে ৷ তাও এর মধ্যেই খবর সম্প্রচার করবেন সাংবাদিকরা ৷ তাই খোদ করোনা আক্রান্ত এক সাংবাদিককে নিয়েই লাইভ সম্প্রচার করছে সংবাদমাধ্যমটি ৷ আরেকদিকে খুনে অপরাধীকে নিয়ে জেরবার পুলিশ, যিনি কোনও দিন বন্দুক ছুঁয়েও দেখেননি ৷

গ্রাম্য জীবনের এমন সব আজব অথচ বাস্তব সমস্যা নিয়ে তৈরি 'লানত্রানি'র ট্রেলার সামনে এল শুক্রবার ৷ 'ধরনা মানা হ্যায়', 'হুড় হুড় দাবাং', 'স্যানিটাইজ সমাচার'- তিনটি পৃথক ওয়েবসিরিজের সংকলন 'লানত্রানি' প্রথম ভাগ ৷ 9 ফেব্রুয়ারি এর প্রিমিয়ার দেখা যাবে জি5 ইন্ডিয়াতে ৷

এই ওয়েব সিরিজের সঙ্গে বাংলার গভীর যোগ রয়েছে ৷ একটি গল্পের আকর্ষণ বলি অভিনেতা জনি লিভার ৷ আর তাঁর সঙ্গে রয়েছেন বাংলার যীশু সেনগুপ্ত ৷ আর তাঁদের নিয়ে তৈরি গল্পটির পরিচালনা করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায় ৷ এছাড়া 'পঞ্চায়েত' খ্যাত জীতেন্দ্র কুমার, মালয়ালম অভিনেত্রী নিমিশা সাজায়ন এবং ভোজপুরী অভিনেতা সঞ্জয় মহানন্দ ৷ বাকি দু'টি গল্প পরিচালনা করেছেন গুরবিন্দর সিং, ভাস্কর হাজারিকা ৷

ভারতের গ্রামজীবনের নানা সমস্যাকে কেন্দ্র করে তৈরি এই ওয়েবসিরিজ 'লানত্রানি 1' ৷ যেখানে মানুষ নিজেকে দাবিদাওয়া পূরণে, বেঁচে থাকার স্বার্থে অদ্ভুত সব উপায় অবলম্বন করে ৷ যেমনটি করেছেন পুলিশের চরিত্রে জনি লিভার ৷ আর অপরাধী যিশু সেনগুপ্ত ৷ ট্রেলারে দেখা যাচ্ছে, কোনও এক প্রত্যন্ত গ্রামের এই পুলিশ বাইক চালাতে, বন্দুকও ধরতে জানেন না ৷ কারণ 25 বছর ধরে তিনি এসব কাজ করেননি ৷ তবে তিনি আত্মবিশ্বাসী, অপরাধীকে (যীশু সেনগুপ্ত) বাইকের পিছনের সিটে বসিয়ে দিব্য আদালত পর্যন্ত নিয়ে যেতে পারবেন ৷ অথবা গ্রামের নির্বাচিত সরপঞ্চ, যিনি আবার তফশিলি জাতিভুক্ত ৷ সরপঞ্চ হওয়ার এক বছর পরেও উন্নয়নের খাতে কোনও টাকা পাননি ৷ তাই মৌন ধরনায় বসেছেন ৷ তাঁর অ্যাকাউন্ট নেই, টাকাও আসেনি ৷ তাই এমন অভিনব প্রতিবাদ ৷

কিন্তু কেনই বা পুলিশ তার অপরাধীকে পালাতে দিল ? মৌন ধরনায় বসা মহিলা তফশিলি জাতিভুক্ত সরপঞ্চ কি তাঁর অ্যাকাউন্ট পেলেন ? আর বন্ধ হয়ে যাওয়া মিডিয়া সংস্থার কর্মীরা কতদিন কাজ করতে পারলেন, বেতন ছাড়া ? জানতে হলে অবশ্যই দেখতে হবে 'লানত্রানি' ৷

আরও পড়ুন:

  1. বেঁচে আছি...! 24 ঘণ্টার টানটান নাটকে যবনিকাপতন পুনমের
  2. প্রকাশ্যে 'দ্য ক্রিউ' টিজার, নজর কাড়লেন করিনা-কৃতি-তাবু
  3. ফের পর্দায় দিলীপ কুমারের 'কর্মা', হলে বসে উপভোগ করুন আট দশকের হিট ছবি

কলকাতা, 3 ফেব্রুয়ারি: গ্রামের নির্বাচিত মহিলা জনপ্রতিনিধি ধরনায় বসেছেন ৷ তিনি নিঃশব্দে প্রতিবাদের পথ নিয়েছেন ৷ অন্যদিকে কোভিডকালে একটি মিডিয়া কোম্পানি বন্ধ হয়ে গিয়েছে ৷ তাও এর মধ্যেই খবর সম্প্রচার করবেন সাংবাদিকরা ৷ তাই খোদ করোনা আক্রান্ত এক সাংবাদিককে নিয়েই লাইভ সম্প্রচার করছে সংবাদমাধ্যমটি ৷ আরেকদিকে খুনে অপরাধীকে নিয়ে জেরবার পুলিশ, যিনি কোনও দিন বন্দুক ছুঁয়েও দেখেননি ৷

গ্রাম্য জীবনের এমন সব আজব অথচ বাস্তব সমস্যা নিয়ে তৈরি 'লানত্রানি'র ট্রেলার সামনে এল শুক্রবার ৷ 'ধরনা মানা হ্যায়', 'হুড় হুড় দাবাং', 'স্যানিটাইজ সমাচার'- তিনটি পৃথক ওয়েবসিরিজের সংকলন 'লানত্রানি' প্রথম ভাগ ৷ 9 ফেব্রুয়ারি এর প্রিমিয়ার দেখা যাবে জি5 ইন্ডিয়াতে ৷

এই ওয়েব সিরিজের সঙ্গে বাংলার গভীর যোগ রয়েছে ৷ একটি গল্পের আকর্ষণ বলি অভিনেতা জনি লিভার ৷ আর তাঁর সঙ্গে রয়েছেন বাংলার যীশু সেনগুপ্ত ৷ আর তাঁদের নিয়ে তৈরি গল্পটির পরিচালনা করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায় ৷ এছাড়া 'পঞ্চায়েত' খ্যাত জীতেন্দ্র কুমার, মালয়ালম অভিনেত্রী নিমিশা সাজায়ন এবং ভোজপুরী অভিনেতা সঞ্জয় মহানন্দ ৷ বাকি দু'টি গল্প পরিচালনা করেছেন গুরবিন্দর সিং, ভাস্কর হাজারিকা ৷

ভারতের গ্রামজীবনের নানা সমস্যাকে কেন্দ্র করে তৈরি এই ওয়েবসিরিজ 'লানত্রানি 1' ৷ যেখানে মানুষ নিজেকে দাবিদাওয়া পূরণে, বেঁচে থাকার স্বার্থে অদ্ভুত সব উপায় অবলম্বন করে ৷ যেমনটি করেছেন পুলিশের চরিত্রে জনি লিভার ৷ আর অপরাধী যিশু সেনগুপ্ত ৷ ট্রেলারে দেখা যাচ্ছে, কোনও এক প্রত্যন্ত গ্রামের এই পুলিশ বাইক চালাতে, বন্দুকও ধরতে জানেন না ৷ কারণ 25 বছর ধরে তিনি এসব কাজ করেননি ৷ তবে তিনি আত্মবিশ্বাসী, অপরাধীকে (যীশু সেনগুপ্ত) বাইকের পিছনের সিটে বসিয়ে দিব্য আদালত পর্যন্ত নিয়ে যেতে পারবেন ৷ অথবা গ্রামের নির্বাচিত সরপঞ্চ, যিনি আবার তফশিলি জাতিভুক্ত ৷ সরপঞ্চ হওয়ার এক বছর পরেও উন্নয়নের খাতে কোনও টাকা পাননি ৷ তাই মৌন ধরনায় বসেছেন ৷ তাঁর অ্যাকাউন্ট নেই, টাকাও আসেনি ৷ তাই এমন অভিনব প্রতিবাদ ৷

কিন্তু কেনই বা পুলিশ তার অপরাধীকে পালাতে দিল ? মৌন ধরনায় বসা মহিলা তফশিলি জাতিভুক্ত সরপঞ্চ কি তাঁর অ্যাকাউন্ট পেলেন ? আর বন্ধ হয়ে যাওয়া মিডিয়া সংস্থার কর্মীরা কতদিন কাজ করতে পারলেন, বেতন ছাড়া ? জানতে হলে অবশ্যই দেখতে হবে 'লানত্রানি' ৷

আরও পড়ুন:

  1. বেঁচে আছি...! 24 ঘণ্টার টানটান নাটকে যবনিকাপতন পুনমের
  2. প্রকাশ্যে 'দ্য ক্রিউ' টিজার, নজর কাড়লেন করিনা-কৃতি-তাবু
  3. ফের পর্দায় দিলীপ কুমারের 'কর্মা', হলে বসে উপভোগ করুন আট দশকের হিট ছবি
Last Updated : Feb 3, 2024, 5:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.