ETV Bharat / entertainment

'মিরাকেল না হলে টাকা উঠবে না', মির্জা মুক্তির পর বড় ঘোষণা অঙ্কুশের - Mirza Bengali Movie - MIRZA BENGALI MOVIE

Ankush Hazra on Mirza 2: দর্শককে হলমুখী করতে দরকার মাস কর্মাশিয়াল ছবি ৷ প্রথমবার প্রযোজনার আসনে বসে উপলব্ধি অঙ্কুশের ৷ বক্স-অফিসে মির্জার প্রতিক্রিয়া দেখে বড় ঘোষণা অভিনেতা তথা প্রযোজক অঙ্কুশের ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 12, 2024, 7:31 PM IST

হায়দরাবাদ, 12 এপ্রিল: ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মির্জা ৷ প্রথমবার প্রযোজকের আসনে অঙ্কুশ হাজরা ৷ মির্জা মুক্তিপ পর দর্শকদের প্রতিক্রিয়া ভালো পেলেও বক্স-অফিসে টাকা উঠবে কি না, চিন্তায় অভিনেতা-প্রযোজক অঙ্কুশ ৷ সোশাল মিডিয়ায় এসে বেশ কিছু সিঙ্গল স্ক্রিন বন্ধ ও বাংলা ছবি ভবিষ্যৎ নিয়ে আশা-আকাঙ্খার কথা বললেন অঙ্কুশ ৷

তিনি বলেন, "সকলকে অনেক ধন্যবাদ মির্জাকে এত ভালোবাসা দেওয়ার জন্য ৷ অনেকগুলো শো হাউসফুল হয়েছে ৷ অনেক বছর পর সিঙ্গল স্ক্রিনের বাইরে এমন ভিড় নজরে এল ৷ সকলেই বলছেন কর্মাশিয়াল সিনেমা ফিরে এসেছে ৷ তবে আমাদের কর্মাশিয়াল সিনেমার এখন যা পারিপার্শ্বিক অবস্থা তা থেকে বলা যায় আমাদের লড়ে যেতে হবে ৷ এই ধরনের ছবি বানানো বন্ধ করলে হবে না ৷ মির্জা ভালো প্রতিক্রিয়া পাচ্ছে দেখে ভালো লাগছে ৷ আবার কষ্ট লাগছে এটা দেখে যে 2014-15 সালে সিঙ্গল স্ক্রিনের যে দৌরাত্ম্য ছিল সেটা এখন নেই ৷"

অভিনেতা অঙ্কুশ আরও জানান, এক সময়ে 800টি সিঙ্গল স্ক্রিন ছিল ৷ সেটা কমে এখন 170-এর কাছে চলে এসেছে ৷ সেই জায়গায় দাঁড়িয়ে প্রেক্ষাগৃহগুলো চালাতে গেলে এই ধরনের কর্মাশিয়াল সিনেমা বানানো দরকার ৷ সব কর্মাশিয়াল ছবি মানেই তাতে অ্যাকশন-গ্যাংস্টার, লার্জার দ্যান লাইফ থাকবে তা কিন্তু নয় ৷ তবে দু-আড়াই ঘণ্টা একটা বাংলা সিনেমাকে প্রেক্ষাগৃহে বসে যাতে দর্শকরা উদযাপন করতে পারে তেমন ছবি বানাতে হবে ঠিক যেমন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি বা বলিউডে হয় ৷

এরপর প্রযোজক হিসাবে অঙ্কুশ বলেন, "আমি মির্জাতে যে খরচাটা করেছি, সেটা আমি তুলতে পারব কি না জানি না ৷ আজকের বাজারে বাংলার মাস সিনেমার যা অবস্থা একটা মিরাকেল হলে আমি সিনেমায় যে টাকা লাগিয়েছি কিচ্ছু না ভেবে তা ফেরত পাব ৷ তবে রিটার্নের আশা আমি করছি না ৷ কিন্তু প্রথমদিনে মির্জা নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া ও ভালোবাসা দেখে আমি জানাচ্ছি, মির্জা 2 বানাবোই ৷ মির্জার থেকে বড় করে বানাবো ৷ "

প্রসঙ্গত, বাংলা সিনেমার ব্যবসা নিয়ে বরাবরই সরব হয়েছেন অভিনেতা অঙ্কুশ ৷ টলিউডের অনেক অভিনেতাই বাংলা সিনেমার পাশে থাকার বার্তা দিয়ে চলেছেন ৷ সেই জায়গায় দাঁড়িয়ে কর্মাশিয়াল সিনেমা দেখার অভ্যাস ফিরিয়ে আনতে দৃঢ় বিশ্বাস নিয়ে আর ছবি বানাতে প্রস্তুত প্রযোজক অঙ্কুশ ৷

আরও পড়ুন:

1. রাতে ঘুম আসছে না শ্রীময়ীর, কী করলেন মিস্টার মল্লিক? দেখুন ভিডিয়ো

2. ভক্ত-সমালোচকদের তারিফ সত্ত্বেও বক্স অফিসে ধীর সূচনা ময়দানের

3. খুনের রহস্য কিনারা করতে ময়দানে 'ম্যাডাম সেনগুপ্ত', হয়ে গেল ছবির শুভ মহরত

হায়দরাবাদ, 12 এপ্রিল: ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মির্জা ৷ প্রথমবার প্রযোজকের আসনে অঙ্কুশ হাজরা ৷ মির্জা মুক্তিপ পর দর্শকদের প্রতিক্রিয়া ভালো পেলেও বক্স-অফিসে টাকা উঠবে কি না, চিন্তায় অভিনেতা-প্রযোজক অঙ্কুশ ৷ সোশাল মিডিয়ায় এসে বেশ কিছু সিঙ্গল স্ক্রিন বন্ধ ও বাংলা ছবি ভবিষ্যৎ নিয়ে আশা-আকাঙ্খার কথা বললেন অঙ্কুশ ৷

তিনি বলেন, "সকলকে অনেক ধন্যবাদ মির্জাকে এত ভালোবাসা দেওয়ার জন্য ৷ অনেকগুলো শো হাউসফুল হয়েছে ৷ অনেক বছর পর সিঙ্গল স্ক্রিনের বাইরে এমন ভিড় নজরে এল ৷ সকলেই বলছেন কর্মাশিয়াল সিনেমা ফিরে এসেছে ৷ তবে আমাদের কর্মাশিয়াল সিনেমার এখন যা পারিপার্শ্বিক অবস্থা তা থেকে বলা যায় আমাদের লড়ে যেতে হবে ৷ এই ধরনের ছবি বানানো বন্ধ করলে হবে না ৷ মির্জা ভালো প্রতিক্রিয়া পাচ্ছে দেখে ভালো লাগছে ৷ আবার কষ্ট লাগছে এটা দেখে যে 2014-15 সালে সিঙ্গল স্ক্রিনের যে দৌরাত্ম্য ছিল সেটা এখন নেই ৷"

অভিনেতা অঙ্কুশ আরও জানান, এক সময়ে 800টি সিঙ্গল স্ক্রিন ছিল ৷ সেটা কমে এখন 170-এর কাছে চলে এসেছে ৷ সেই জায়গায় দাঁড়িয়ে প্রেক্ষাগৃহগুলো চালাতে গেলে এই ধরনের কর্মাশিয়াল সিনেমা বানানো দরকার ৷ সব কর্মাশিয়াল ছবি মানেই তাতে অ্যাকশন-গ্যাংস্টার, লার্জার দ্যান লাইফ থাকবে তা কিন্তু নয় ৷ তবে দু-আড়াই ঘণ্টা একটা বাংলা সিনেমাকে প্রেক্ষাগৃহে বসে যাতে দর্শকরা উদযাপন করতে পারে তেমন ছবি বানাতে হবে ঠিক যেমন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি বা বলিউডে হয় ৷

এরপর প্রযোজক হিসাবে অঙ্কুশ বলেন, "আমি মির্জাতে যে খরচাটা করেছি, সেটা আমি তুলতে পারব কি না জানি না ৷ আজকের বাজারে বাংলার মাস সিনেমার যা অবস্থা একটা মিরাকেল হলে আমি সিনেমায় যে টাকা লাগিয়েছি কিচ্ছু না ভেবে তা ফেরত পাব ৷ তবে রিটার্নের আশা আমি করছি না ৷ কিন্তু প্রথমদিনে মির্জা নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া ও ভালোবাসা দেখে আমি জানাচ্ছি, মির্জা 2 বানাবোই ৷ মির্জার থেকে বড় করে বানাবো ৷ "

প্রসঙ্গত, বাংলা সিনেমার ব্যবসা নিয়ে বরাবরই সরব হয়েছেন অভিনেতা অঙ্কুশ ৷ টলিউডের অনেক অভিনেতাই বাংলা সিনেমার পাশে থাকার বার্তা দিয়ে চলেছেন ৷ সেই জায়গায় দাঁড়িয়ে কর্মাশিয়াল সিনেমা দেখার অভ্যাস ফিরিয়ে আনতে দৃঢ় বিশ্বাস নিয়ে আর ছবি বানাতে প্রস্তুত প্রযোজক অঙ্কুশ ৷

আরও পড়ুন:

1. রাতে ঘুম আসছে না শ্রীময়ীর, কী করলেন মিস্টার মল্লিক? দেখুন ভিডিয়ো

2. ভক্ত-সমালোচকদের তারিফ সত্ত্বেও বক্স অফিসে ধীর সূচনা ময়দানের

3. খুনের রহস্য কিনারা করতে ময়দানে 'ম্যাডাম সেনগুপ্ত', হয়ে গেল ছবির শুভ মহরত

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.