কলকাতা, 10 এপ্রিল: চলতি বছরের ঈদের আবহে মুক্তি পাবে অঙ্কুশ হাজরা প্রযোজিত বাংলা ছবি 'মির্জা'। তার আগে অনেক অনুরাগীই ক্ষোভ প্রকাশ করছিলেন ছবির হল না পাওয়া নিয়ে ৷ অবশেষে মুখ খুললেন অঙ্কুশ ৷ ঈদ ও পয়লা বৈশাখের আবহে ছবি মুক্তিকে ঘিরে হল পাওয়া-না পাওয়া নিয়ে সোশাল মিডিয়ায় সত্যিটা জানালেন অভিনেতা অঙ্কুশ ৷
সোশাল মিডিয়ায় লাইভে এসে অভিনেতা বলেন, "এখন সামাজিক মাধ্যমের যুগ। অনেকে অনেক কথা বলছেন। অনেকে বলছেন 'মির্জা' শো পায়নি। এটা একেবারেই ঠিক নয়। এই সময়ে দাঁড়িয়ে 'মির্জা' সবথেকে বড় রিলিজ হতে চলেছে। আমাদের এই ছবি 135-140টি থিয়েটার পেয়েছে। কেউ কোনওরকম অন্যায় করেনি 'মির্জা'র প্রতি। এতে আমি খুব খুশি। আর যাঁরা বলছেন মির্জা শো পায়নি আমি জানি তাঁরা বাংলা ছবি ভালোবাসেন বলেই বলছেন। আমি বলতে চাই সামাজিক মাধ্যমে পাশে দাঁড়ানো নয়, থিয়েটারে গিয়ে হল ভরাতে হবে। তা হলেই বাংলা ছবির পাশে দাঁড়ানো হবে।"
তিনি আরও বলেন, "এতকাল ধরে হিন্দি কমার্শিয়াল সিনেমা যেভাবে বাংলাতে রাজত্ব করে এসেছে সেই জায়গায় দাঁড়িয়ে বাংলা সিনেমাকে স্ট্রাগল করতেই হবে। অনেকে বলেন, বাংলা সিনেমা হল পায় না। সেই জায়গায় দাঁড়িয়ে মির্জা অনেকগুলি হল পেয়েছে এর থেকে ভালো খবর হয় না। আমি একজন নতুন প্রযোজক। আমার প্রতি ভরসা রাখা হয়েছে ৷ এর জন্য আমি কৃতজ্ঞ।"
উল্লেখ্য, নন্দন 1-এ 12 এপ্রিল থেকে দেখানো হবে 'মির্জা'। কেন হঠাৎ ছবিমুক্তির তারিখ বদলালেন অঙ্কুশ? তিনি বলেন, "বৃহস্পতিবার অনেক রাতে ঈদের চাঁদ দেখা যাবে। তাই ছবির মুক্তি পিছোতে হল।" অর্থাৎ 10 এপ্রিলের বদলে 'মির্জা' মুক্তি পাচ্ছে 11 এপ্রিল। অন্যদিকে, ভোট মিটলে 10 মে'র বদলে 7 জুন মুক্তি পাবে জিৎ অভিনীত ও প্রযোজিত 'বুমেরাং'। যদিও ভোটের তোয়াক্কা না করেই মে মাসে মুক্তি পাবে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় প্রযোজিত এবং পরিচালিত 'আমার বস' এবং সৃজিত মুখোপাধ্যায়ের 'পদাতিক', পথিকৃৎ বসুর 'দাবাড়ু'।
আরও পড়ুন
1. 'আসল খেলা এবার শুরু', প্রকাশ্যে এল 'দাবাড়ু' মুক্তির তারিখ
2. গল্প চুরির অভিযোগ, অজয়ের ময়দানের মুক্তিতে স্থগিতাদেশ আদালতের