কলকাতা, 2 জুন: ভোট দিতে গিয়ে শনিবার হুমকির মুখে পড়েছিলেন পরিচালক অনীক দত্ত। সোশাল মিডিয়ায় লাইভে এসে নিজেই জানালেন ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা ৷ এই ঘটনার পর তাঁর সঙ্গে তাঁর বাড়িতে দেখা করতে যান সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম। নিন্দায় সরব আরেক পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়-সহ আরও অনেকে।
পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ইটিভি ভারতকে বলেন, "এখনও জেনারেল ডায়েরি করিনি। তবে আমার ভিডিয়ো পুলিশ রিসিভ করেছে। এবার ওদের ইচ্ছানুসারে জেনারেল ডায়েরি করা উচিত।" জনতার উদ্দেশে পরিচালক বলেন, "আপনাদের জানিয়ে রাখলাম এই ঘটনাটি। পুলিশ হয়তো কোনওভাবে দেখবেন বিষয়টি। আপনারা যদি দেখেন 4 তারিখে আমার পঞ্চত্বপ্রাপ্তি হয়েছে তা হলে বুঝবেন কারা দায়ী। তখন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে।"
জানা গিয়েছে, পরিচালক অনীক দত্ত'র বাড়ির সামনেই বুথ নম্বর 288 ও 289। তাঁর বাড়ির সামনেই ছিল একাধিক রাজনৈতিক দলের ক্যাম্প। যা বুথ থেকে বেশি দূরে নয়। পরিচালকের কথা অনুযায়ী, তৃণমূলের ক্যাম্পে ছিল অনেক লোক। ওদিকে সিপিএম আর বিজেপির ক্যাম্পে জনাকয়েক। অনেক লোকের ভিড় দেখে কয়েকজন এসে বলে, কেন এত ভিড়? এতে অনীক দত্ত ভাবেন তাহলে নিয়ম মেনেই কাজ হচ্ছে ভোটে। কিন্তু পরে চিত্রটা পালটে যায়। বুথের সামনে এত ঘন ঘন ক্যাম্প কেন তা নিয়ে কথা তোলায় তৃণমূল কর্মীরা তাঁকে নাকি নানান যুক্তি দিতে শুরু করেন। যা পরিচালকের খুব একটা যুক্তিসঙ্গত মনে হয়নি ৷
ঘটনার এখানেই শেষ নয়, তাঁর কান ঘেষে কয়েকজন চিৎকার করে বলে চলে যান ‘খেলা হবে, খেলা হবে’। এরপর পাশের বস্তি থেকে কিছু পুরুষ-মহিলা এসে তাঁর উপর চড়াও হয় বলে অভিযোগ। তাঁদের অনেককেই পরিচালক চেনেন বলে জানিয়েছেন। যাঁরা পরিচালকের উপর গতকাল চড়াও হন তাঁরা নাকি এও বলেন, "জলে থেকে কুমিরের সঙ্গে লড়াই করতে এসেছেন অনীক দত্ত।" কেউ কেউ আবার বলে ওঠেন "ব্যাটা বিজেপি!" তাঁকে মেরে সাবাড় করে দেওয়ার মতো উক্তিও করেন অনেকে। নিস্তার পাননি পরিচালকের বাবা-মাও। তাঁদের তুলেও নানান কুমন্তব্য করা হয় এদিন। অনীক দত্তও এককাট্টা। তিনিও বলেন, “আপনাদের কিছু করার হলে করুন আমি তো চলে যাচ্ছি না। তারপরে আপনাদের অনুমতি নিয়ে বাড়ি যাব।”
ভোটের ফলাফলের দিন তাঁকে দেখে নেওয়া হবে, ভ্যানিশ করে দেওয়া হবে এই হুমকিও আসে বলে জানিয়েছেন পরিচালক । এর পরিপ্রেক্ষিতে পরিচালক বলেন, "আমি কিছুতেই ওদের বোঝাতে পারছি না, 4 তারিখ পর্যন্ত তর সইছে না আমার। যা করার তাড়াতাড়ি করুক।" উল্লেখ্য, অনীক দত্ত যে বামমনস্ক তা অজানা নয় কারও। সেই কারণ থেকেই এই রোষ বলে মনে করছেন অনেকে ৷ এমনকী, আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যও ঘটনার নিন্দা করে সোশাল মিডিয়ায় প্রতিবাদে সরব হয়েছেন ৷