ETV Bharat / entertainment

হাতে কালার ব্যান্ড না থাকলে বিয়েতে নো এন্ট্রি! দরকার কিউআর কোডও - Wedding of Anant Ambani and Radhika - WEDDING OF ANANT AMBANI AND RADHIKA

Anant Ambani wedding with Radhika Merchant: অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয় নিয়ে এখনও আন্তর্জাতিক স্তরে আলোচনা চলছে ৷ শুধুমাত্র ঝলমলে তারকা, খেলোয়াড় বা বিজনেস টাইকুনদের উপস্থিতির জন্য এই বিয়ে আসেনি খবরের শিরোনামে ৷ নিরাপত্তা ব্যবস্থায় হাই টেকনোলজির ব্যবহারও বিয়েকে অন্য মাত্রা দিয়েছে।

Anant Ambani wedding with Radhika Merchant
আম্বানির বিয়েতে নিরাপত্তায় কড়া নজর (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 14, 2024, 10:55 PM IST

মুম্বই, 14 জুলাই: একসঙ্গে দেশ-বিদেশের একাধিক তারকা, রাজনীতিবিদ ও বিজনেস টাইকুনদের খেয়াল রাখা মুখের কথা নয় ৷ এতটুকু খামতি বা অসাবধানতা বড় দুর্ঘটনার কারণ হতে পারে ৷ ফলে নিরাপত্তার দিক থেকে অনেকটাই এগিয়ে রইল আম্বানি পরিবার ৷ প্রবেশের সময় কিউআর কোড দেখানো থেকে কালার কোডেড রিস্টব্যান্ডের ব্যবহার-সবকিছুই করা হয়ে ছিল নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে ৷

জানা গিয়েছে, প্রবেশ পথে কিউ আর কোডের ভিত্তিতে ব্যক্তিগত মোবাইলে মেসেজ যাওয়া, কালারিং পেপার রিস্টব্যান্ডের ব্যবহারে বিয়ে বাড়ির বিভিন্ন জোনে অবাধ যাওয়ার ব্যবস্থাপনা করা হয় ৷ শুধু তাই নয়, উপস্থিত অতিথিদের যদি মেডিক্যাল সার্ভিসের প্রয়োজন হয়, তারও ব্যবস্থা করেছিলেন মুকেশ আম্বানি ৷ জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে 12 জুলাই বসে ছিল বিয়ের আসর ৷

বিয়ের অনুষ্ঠানের জন্য তিনটি আলাদা আমন্ত্রণপত্র পাঠানো হয় অতিথিদের ৷ তাঁদের একটি ইমেল বা গুগল ফর্মের মাধ্যমে উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়েছিল। যাঁরা বিয়েতে উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন তাঁদের কাছে গিয়েছে একটি বার্তা ৷ যেখানে লেখা থাকে, "আমরা আপনার উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করতে পেরেছি ৷ আপনাকে স্বাগত জানাতে আমরা অপেক্ষায় রয়েছি ৷ অনুষ্ঠানের দিন 6 ঘণ্টা আগে কিউআর কোড শেয়ার করা হবে ৷"

এই কিউআর কোড ফোনে এবং মেলে পাঠিয়ে দেওয়া হয় ৷ যা স্ক্যান করেই বিয়ের ভেন্যুতে প্রবেশ করতে পারবেন অতিথিরা ৷ এরপর সেখানে পৌঁছে গেলে হাতে পড়িয়ে দেওয়া হয় নানা রঙের কাগজের ব্যান্ড ৷ যার উপর নির্ভর করবে অতিথিরা বিয়ের অনুষ্ঠানের কোন জোনে ঢুকতে পারবেন আর কোন জোনে ঢুকতে পারবেন না ৷ যেমন, কোরিয়ান ইলেকট্রনিক জায়ান্ট স্যামসাং ইলেক্ট্রনিক্সের চেয়ারম্যান লি জায়ে-ইয়ং এবং তাঁর স্ত্রীর মতো বেশ কিছু সিনে তারকা, ক্রিকেটার, ব্যবসায়িক টাইকুনরা বিয়ের দিনে গোলাপী ব্যান্ড হাতে পড়েছেন ৷

আবার শনিবার একটি লাল রঙের ব্যান্ড পরতে দেখা গিয়েছে তাঁদের ৷ কর্মচারী, নিরাপত্তাকর্মী ও সার্ভিস স্টাফরাও বিভিন্ন রঙের ব্যান্ড পরেন ৷ নানা স্তরে ছিল নিরাপত্তা ব্যবস্থা ৷ এমনকী, অগ্নি নির্বাপন ব্যবস্থা, জরুরী চিকিৎসা ব্যবস্থা, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা ইত্যাদি তৈরি রাখা হয় ৷

উল্লেখ্য, নিমন্ত্রিত অতিথিদের তালিকায় গ্লোবাল সেলেব্রিটি, বিজনেস টাইকুন, ক্রিকেটার, সিনে তারকা ও রাজনীতিবিদরা উপস্থিত ছিলেন ৷ শনিবার ছিল শুভ আশীর্বাদের অনুষ্ঠান ৷ এইদিনও ছিল তারকাদের হাট ৷ সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷ তিনি সদ্য বিবাহিত অনন্ত ও রাধিকাকে আশীর্বাদ করেন ৷ সেই ভিডিয়ো ছড়িয়ে পড়ে নেটপাড়ায় ৷

মুম্বই, 14 জুলাই: একসঙ্গে দেশ-বিদেশের একাধিক তারকা, রাজনীতিবিদ ও বিজনেস টাইকুনদের খেয়াল রাখা মুখের কথা নয় ৷ এতটুকু খামতি বা অসাবধানতা বড় দুর্ঘটনার কারণ হতে পারে ৷ ফলে নিরাপত্তার দিক থেকে অনেকটাই এগিয়ে রইল আম্বানি পরিবার ৷ প্রবেশের সময় কিউআর কোড দেখানো থেকে কালার কোডেড রিস্টব্যান্ডের ব্যবহার-সবকিছুই করা হয়ে ছিল নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে ৷

জানা গিয়েছে, প্রবেশ পথে কিউ আর কোডের ভিত্তিতে ব্যক্তিগত মোবাইলে মেসেজ যাওয়া, কালারিং পেপার রিস্টব্যান্ডের ব্যবহারে বিয়ে বাড়ির বিভিন্ন জোনে অবাধ যাওয়ার ব্যবস্থাপনা করা হয় ৷ শুধু তাই নয়, উপস্থিত অতিথিদের যদি মেডিক্যাল সার্ভিসের প্রয়োজন হয়, তারও ব্যবস্থা করেছিলেন মুকেশ আম্বানি ৷ জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে 12 জুলাই বসে ছিল বিয়ের আসর ৷

বিয়ের অনুষ্ঠানের জন্য তিনটি আলাদা আমন্ত্রণপত্র পাঠানো হয় অতিথিদের ৷ তাঁদের একটি ইমেল বা গুগল ফর্মের মাধ্যমে উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়েছিল। যাঁরা বিয়েতে উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন তাঁদের কাছে গিয়েছে একটি বার্তা ৷ যেখানে লেখা থাকে, "আমরা আপনার উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করতে পেরেছি ৷ আপনাকে স্বাগত জানাতে আমরা অপেক্ষায় রয়েছি ৷ অনুষ্ঠানের দিন 6 ঘণ্টা আগে কিউআর কোড শেয়ার করা হবে ৷"

এই কিউআর কোড ফোনে এবং মেলে পাঠিয়ে দেওয়া হয় ৷ যা স্ক্যান করেই বিয়ের ভেন্যুতে প্রবেশ করতে পারবেন অতিথিরা ৷ এরপর সেখানে পৌঁছে গেলে হাতে পড়িয়ে দেওয়া হয় নানা রঙের কাগজের ব্যান্ড ৷ যার উপর নির্ভর করবে অতিথিরা বিয়ের অনুষ্ঠানের কোন জোনে ঢুকতে পারবেন আর কোন জোনে ঢুকতে পারবেন না ৷ যেমন, কোরিয়ান ইলেকট্রনিক জায়ান্ট স্যামসাং ইলেক্ট্রনিক্সের চেয়ারম্যান লি জায়ে-ইয়ং এবং তাঁর স্ত্রীর মতো বেশ কিছু সিনে তারকা, ক্রিকেটার, ব্যবসায়িক টাইকুনরা বিয়ের দিনে গোলাপী ব্যান্ড হাতে পড়েছেন ৷

আবার শনিবার একটি লাল রঙের ব্যান্ড পরতে দেখা গিয়েছে তাঁদের ৷ কর্মচারী, নিরাপত্তাকর্মী ও সার্ভিস স্টাফরাও বিভিন্ন রঙের ব্যান্ড পরেন ৷ নানা স্তরে ছিল নিরাপত্তা ব্যবস্থা ৷ এমনকী, অগ্নি নির্বাপন ব্যবস্থা, জরুরী চিকিৎসা ব্যবস্থা, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা ইত্যাদি তৈরি রাখা হয় ৷

উল্লেখ্য, নিমন্ত্রিত অতিথিদের তালিকায় গ্লোবাল সেলেব্রিটি, বিজনেস টাইকুন, ক্রিকেটার, সিনে তারকা ও রাজনীতিবিদরা উপস্থিত ছিলেন ৷ শনিবার ছিল শুভ আশীর্বাদের অনুষ্ঠান ৷ এইদিনও ছিল তারকাদের হাট ৷ সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷ তিনি সদ্য বিবাহিত অনন্ত ও রাধিকাকে আশীর্বাদ করেন ৷ সেই ভিডিয়ো ছড়িয়ে পড়ে নেটপাড়ায় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.