নয়াদিল্লি, 29 অক্টোবর: দেশের অন্যতম ধনী ব্যবসায়ী প্রয়াত রতন টাটা একসময় টাকা ধার নিয়েছিলেন অভিনেতা অমিতাভ বচ্চনের থেকে ৷ কিছুদিন আগেই প্রয়াত হয়েছিল দেশের সবচেয়ে বড় শিল্পপতি রতন টাটা ৷ তাঁর মৃত্যুতে শোকস্তদ্ধ হয়ে পড়ে গোটা দেশ ৷ সম্প্রতি কৌন বনেগা ক্রোড়পতি শোয়ে শিল্পপতির সঙ্গে ঘটে যাওয়া এক ঘটনা সেটে শেয়ার করেন অমিতাভ বচ্চন ৷
কেবিসি 16-এর বিশেষ পর্বে উপস্থিত ছিলেন পরিচালক ফারহা খান ও অভিনেতা বমন ইরানি ৷ খেলার মাঝখানে কথা প্রসঙ্গে রতন টাটার সঙ্গে লন্ডনে এক ট্রিপের অভিজ্ঞতা শেয়ার করেন বিগবি ৷ তিনি জানান, এতবড় শিল্পপতি হয়েও কীভাবে মিস্টার টাটা মাটির কাছাকাছি থাকতেন ৷ তিনি কতটা মানবিক ছিলেন ৷ শোয়ে অমিতাভ একটা ঘটনার কথা জানান, যেখানে লন্ডনে রতন টাটা একটা জরুরী ফোন করতে চেয়েছিলেন ৷ কিন্তু তাঁর কাছে ফোন করার মতো টাকা ছিল না ৷ তখন তিনি অমিতাভের থেকে নাকি ধার চেয়েছিলেন ৷ যা হতবাক করেছিল শাহেনশাকে ৷
বচ্চন বলেন, "তিনি ফোন বুথে ঢোকেন কল করার জন্য ৷ আমি বাইরে পাশেই দাঁড়িয়ে ছিলাম ৷ কিছুক্ষণ পর তিনি ফিরে আসেন ৷ তারপর আমি নিজের কানেই বিশ্বাস করতে পারছিলাম না তিনি এই কথা বললেন ৷ রতনজি বলেন, অমিতাভ, আমি তোমার কাছ থেকে কিছু টাকা ধার পেতে পারি? আমার কাছে ফোন করার মতো টাকা নেই ৷" এমন কথা মহান শিল্পপতি মুখে শুনে অবাক হয়েছিলেন তিনি ৷ পাশাপাশি, রতনজির এই রূপ দেখে তাঁর প্রতি আরও সম্মান বেড়ে গিয়েছিল বলে জানান অমিতাভ ৷
1937 সালের 28 ডিসেম্বর রতন টাটা মুম্বইয়ে জন্মগ্রহণ করেন ৷ তিনি রতন টাটা ট্রাস্ট ও ডোরাবজি টাটা ট্রাস্টের চেয়ারম্যান ছিলেন ৷ তিনি 2008 সালে পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত হন ৷ 9 অক্টোবর বয়সজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মহান শিল্পপতি রতন টাটা ৷