ETV Bharat / entertainment

প্রভাসের পা ছুঁয়ে প্রণাম করতে যান বিগ বি, কেন ? - Kalki 2898 AD - KALKI 2898 AD

Kalki 2898 AD Movie Promotion: সময় যত এগোচ্ছে ততই 'কল্কি 2898 এডি' ছবি ঘিরে উন্মাদনার পারদ বাড়ছে ৷ ছবির শুটিং অভিজ্ঞতাকে ঘিরে সম্মোহনে অমিতাভ বচ্চন ৷ নেতিবাচক অভিনয়ের আবদার ছিল কমল হাসানের ৷ বিগ বাজেটের ছবির নেপথ্যে তারকাদের গল্পও বড়-বড় ৷

Kalki 2898 AD Movie Promotion
'কল্কি 2898 এডি' ছবির প্রোমোশন (এক্স হ্যান্ডেল)
author img

By PTI

Published : Jun 20, 2024, 5:28 PM IST

Updated : Jun 20, 2024, 5:48 PM IST

মুম্বই, 20 জুন: বিশ্বকে বাঁচাতে ধরাধামে আসছে কল্কি অবতার ? মাইথোলজির প্রেক্ষাপটে পরিচালক নাগ অশ্বিন এমন এক গল্প নিয়ে দর্শকদের উপহার দিতে চলেছেন তা কল্পনার অতীত ৷ যাঁর ঝলক পাওয়া গিয়েছে 'কল্কি 2898 এডি' ট্রেলারেই ৷ এমন একটি ছবিতে কাজ করার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছেন অমিতাভ বচ্চন ৷ প্রশংসায় পঞ্চমুখ কমল হাসান ও প্রভাসের অভিনয়ের ৷

বুধবার ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের নির্মাতারা দাবি করেছেন, ভারতীয় সিনেমায় এই ধরনের সাইন্স ফিকশন ছবি আগে কখনও তৈরি হয়নি ৷ এরপর সেই অনুষ্ঠানে বিগ বি বলেন, "আমার কাছে যখন পরিচালক নাগ অশ্বিন ছবির চিত্রনাট্য শোনায় আমি হতবাক হয়ে গিয়েছিলাম ৷ সময়ের থেকে এত এগিয়ে একটা প্রোজেক্ট নিয়ে চিন্তাভাবনা করা সত্যিই অবিশ্বাস্য৷ "অমর যোদ্ধা অশ্বত্থামার চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চনকে ৷ মিস্টার বচ্চন বলেন, "অশ্বিন প্রত্যেক পদক্ষেপে সকলকে চমকে দিয়েছেন ৷ এই ধরনের শুটিং সেটে কাজের অভিজ্ঞতা অসাধারণ ৷ আমি এই ছবির একটা অংশ হতে পেরে মুগ্ধ ৷ আমি নাগ অশ্বিন ও টিমকে ধন্যবাদ জানাতে চাই ৷"

অন্যদিকে, অভিনেতা কমল হাসান জানান, তিনি প্রথম থেকেই এই ছবিতে খলনায়কের অভিনয় করতে চেয়েছেন ৷ তিনি বলেন, "আমি অমিতজিকে (অমিতাভ বচ্চন) বারবার জানিয়েছি, কল্কি ছবিতে আমি নেতিবাচক চরিত্র চাই ৷ আসলে শুধুি এই ছবিতে নয় ৷ নেতিবাচক চরিত্রের প্রতি আমার একটা আলাদা টান রয়েছে ৷ কারণ সে চাইলে সবকিছু করতে পারে ৷ তাই অশ্বিন যখন আমাকে চিত্রনাট্য শোনায় ভেবেছিলাম নেতিবাচক চরিত্র পাব ৷ কিন্তু তারপর যে ভূমিকায় আমাকে অশ্বিন নিয়ে আসেন আমি চমকে যাই ৷ অনেকদিন পর পর্দায় এই চরিত্র ফুটিয়ে তুলতে অনেক রিসার্চ ও পরিশ্রম করতে হয়েছে ৷"

অন্যদিকে, ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে প্রভাস অভিজ্ঞতার কথা বলতে গিয়ে ভাবুক হয়ে যান ৷ তিনি জানান, বিগ বি-র সঙ্গে কাজ করা স্বপ্নের মতো ৷ প্রভাস বলেন, "আমি যখন প্রথম অমিতাভ বচ্চনকে দেখি, তখন ওনার পা ছুঁয়ে প্রণাম করতে যাই ৷ তখন তিনিও বলেন, আমার পা ছুঁয়ে প্রণাম করবেন ৷ এমন মনোভাব ভাবা যায় না ৷"

এরপর তিনি জানান, অমিতাভ বচ্চনের ছবি দেখে বড় হয়েছেন তিনি ৷ তাঁর এক কাকার বিগ বি-র মতো চুলের স্টাইল ছিল ৷ এরপর কমল হাসান প্রসঙ্গে জানান, তাঁর একটা ছবি সাগারা সঙ্গামাম দেখে ওঁর মতো স্টাইলের পোশাক কিনেছিলেন ৷ আর সেই অভিনেতার সঙ্গেই তিনি কাজ করেছেন ৷ সবমিলিয়ে তাঁর অভিজ্ঞতাও অসাধারণ ৷ 27 জুন মুক্তি পেতে চলেছে 'কল্কি 2898 এডি'৷ বক্সঅফিসে এই ছবি পাশ করবে, না ফেল তা সময় বলবে ৷

মুম্বই, 20 জুন: বিশ্বকে বাঁচাতে ধরাধামে আসছে কল্কি অবতার ? মাইথোলজির প্রেক্ষাপটে পরিচালক নাগ অশ্বিন এমন এক গল্প নিয়ে দর্শকদের উপহার দিতে চলেছেন তা কল্পনার অতীত ৷ যাঁর ঝলক পাওয়া গিয়েছে 'কল্কি 2898 এডি' ট্রেলারেই ৷ এমন একটি ছবিতে কাজ করার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছেন অমিতাভ বচ্চন ৷ প্রশংসায় পঞ্চমুখ কমল হাসান ও প্রভাসের অভিনয়ের ৷

বুধবার ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের নির্মাতারা দাবি করেছেন, ভারতীয় সিনেমায় এই ধরনের সাইন্স ফিকশন ছবি আগে কখনও তৈরি হয়নি ৷ এরপর সেই অনুষ্ঠানে বিগ বি বলেন, "আমার কাছে যখন পরিচালক নাগ অশ্বিন ছবির চিত্রনাট্য শোনায় আমি হতবাক হয়ে গিয়েছিলাম ৷ সময়ের থেকে এত এগিয়ে একটা প্রোজেক্ট নিয়ে চিন্তাভাবনা করা সত্যিই অবিশ্বাস্য৷ "অমর যোদ্ধা অশ্বত্থামার চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চনকে ৷ মিস্টার বচ্চন বলেন, "অশ্বিন প্রত্যেক পদক্ষেপে সকলকে চমকে দিয়েছেন ৷ এই ধরনের শুটিং সেটে কাজের অভিজ্ঞতা অসাধারণ ৷ আমি এই ছবির একটা অংশ হতে পেরে মুগ্ধ ৷ আমি নাগ অশ্বিন ও টিমকে ধন্যবাদ জানাতে চাই ৷"

অন্যদিকে, অভিনেতা কমল হাসান জানান, তিনি প্রথম থেকেই এই ছবিতে খলনায়কের অভিনয় করতে চেয়েছেন ৷ তিনি বলেন, "আমি অমিতজিকে (অমিতাভ বচ্চন) বারবার জানিয়েছি, কল্কি ছবিতে আমি নেতিবাচক চরিত্র চাই ৷ আসলে শুধুি এই ছবিতে নয় ৷ নেতিবাচক চরিত্রের প্রতি আমার একটা আলাদা টান রয়েছে ৷ কারণ সে চাইলে সবকিছু করতে পারে ৷ তাই অশ্বিন যখন আমাকে চিত্রনাট্য শোনায় ভেবেছিলাম নেতিবাচক চরিত্র পাব ৷ কিন্তু তারপর যে ভূমিকায় আমাকে অশ্বিন নিয়ে আসেন আমি চমকে যাই ৷ অনেকদিন পর পর্দায় এই চরিত্র ফুটিয়ে তুলতে অনেক রিসার্চ ও পরিশ্রম করতে হয়েছে ৷"

অন্যদিকে, ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে প্রভাস অভিজ্ঞতার কথা বলতে গিয়ে ভাবুক হয়ে যান ৷ তিনি জানান, বিগ বি-র সঙ্গে কাজ করা স্বপ্নের মতো ৷ প্রভাস বলেন, "আমি যখন প্রথম অমিতাভ বচ্চনকে দেখি, তখন ওনার পা ছুঁয়ে প্রণাম করতে যাই ৷ তখন তিনিও বলেন, আমার পা ছুঁয়ে প্রণাম করবেন ৷ এমন মনোভাব ভাবা যায় না ৷"

এরপর তিনি জানান, অমিতাভ বচ্চনের ছবি দেখে বড় হয়েছেন তিনি ৷ তাঁর এক কাকার বিগ বি-র মতো চুলের স্টাইল ছিল ৷ এরপর কমল হাসান প্রসঙ্গে জানান, তাঁর একটা ছবি সাগারা সঙ্গামাম দেখে ওঁর মতো স্টাইলের পোশাক কিনেছিলেন ৷ আর সেই অভিনেতার সঙ্গেই তিনি কাজ করেছেন ৷ সবমিলিয়ে তাঁর অভিজ্ঞতাও অসাধারণ ৷ 27 জুন মুক্তি পেতে চলেছে 'কল্কি 2898 এডি'৷ বক্সঅফিসে এই ছবি পাশ করবে, না ফেল তা সময় বলবে ৷

Last Updated : Jun 20, 2024, 5:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.