ETV Bharat / entertainment

দিওয়ালিতে দুর্ঘটনার কবলে বিগ বি, ক্ষত নিয়েই পৌঁছতে হয় শুটিং সেটে - AMITABH BACHCHAN DIWALI MISHAP

আতসবাজির আগুনে হাত পুড়ে অবস্থা খারাপ ৷ তারপরেও যন্ত্রণা ভুলে দু'টি ছবির শুটিং সামলাতে হয় অমিতাভ বচ্চন ৷

Etv Bharat
দিওয়ালিতে দুর্ঘটনার কবলে বিগ বি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Nov 1, 2024, 1:15 PM IST

হায়দরাবাদ, 1 নভেম্বর: দিওয়ালি মানেই আলোর উৎসব ৷ আতসবাজির শব্দে গমগম করে চারিদিক ৷ আর এই আতসবাজির কারণে অনেকে দুর্ঘটনারও সম্মুখীন হন ৷ এমন ঘটনার সম্মুখীন হয়েছেন খোদ অমিতাভ বচ্চন ৷ দিওয়ালিতে বড় দুর্ঘটনার কবলে পড়েন তিনি ৷ যে ঘটনা আরও একবার মনে করায় আনন্দের উৎসবে সাবধানতা অবলম্বন করা কতটা জরুরী ৷

আসলে দিওয়ালি উদযাপন করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন শাহেনশাহ ৷ জানা যায়, অনেক বছর আগে আতসবাজি ফাটাতে গিয়ে হাত পুড়ে যায় অভিনেতার ৷ একটু এদিক ওদিক হলেই বড় কিছু ঘটে যেতে পারত ৷ আর সেই সময়ে সিনেমার শুটিংয়ের জন্য ডেট দেওয়া ছিল বিগবির ৷ ফলে ক্ষত-যন্ত্রণাকে সঙ্গে নিয়েই কাজে ফেরেন অভিনেতা ৷ জানা যায়, যখন মিস্টার বচ্চনের সঙ্গে এমন দুর্ঘটনা ঘটেছে তখন তিনি 'শরাবি' ও 'ইনকিলাব' ছবির শুটিং করছিলেন ৷ যাঁরা এই ছবি দেখেছেন তাঁদের নিশ্চই মনে রয়েছে ছবিতে বেশ কিছু দৃশ্যে পকেটে হাত রেখে বা রুমাল বেঁধে সংলাপ বলেছেন বিগ বি ৷ নেপথ্যে কারণ ছিল এই দুর্ঘটনা ৷

সেটে হাতের পোড়াভাব কিভাবে লুকাবেন তা নিয়ে চিন্তিত ছিলেন মেকআপ আর্টিস্ট ৷ এরপরেই বুদ্ধি বার করেন শাহেনশা৷ তিনি চতুরতার সঙ্গে হাতের পোড়া জায়গায় বেঁধে নেন একটা রুমাল ৷ আর হাত ঢুকিয়ে নেন পকেটে ৷ সেই সময়কার ঘটনা অমিতাভ নিজের ব্লগে তুলে ধরেন ৷ তিনি লেখেন, "কাজ চলতেই থাকবে ৷ স্টাইলের সঙ্গে হাতে রুমাল বাঁধা ৷ আবার অ্যাটিটিউডের সঙ্গে পকেটে হাত ৷ কিন্তু কাজ চলবেই ৷"

2020 সালে এক্স হ্যান্ডেলে অমিতাভ দুর্ঘটনা থেকে সামলে ওঠার জার্নি শেয়ার করেছিলেন ৷ আঙুলের ছবি শেয়ার করে তিনি লেখেন, "আঙুল, শরীরে অঙ্গ-প্রত্যঙ্গের মধ্যে সবচেয়ে গুরুতবপূর্ণ ৷ দিওয়ালি উদযাপনে আতসবাজি ফেটে হাত উড়ে যেতে পারত ৷ দুর্ঘটনায় বুড়ো আঙুলের থেকে তজর্নীকে আলাদা করতে 2 মাস সময় লেগেছিল ৷" এই ঘটনা বুঝিয়ে দেয়, কতটা যন্ত্রণার মধ্য দিয়ে গিয়েছেন বিগবি ৷ দুর্ঘটনার কারণে 2টো মাস তাঁর হাত একপ্রকাস অকেজো হয়ে পড়েছিল ৷

এতকিছুর পরেও হার মানেননি অমিতাভ ৷ কাজের মধ্যে থেকে নিজের ডেডিকেশনের প্রমাণ দিয়েছেন বারবার ৷ মূলত, মুম্বইয়ের বাড়িতে বরাবরই দিওয়ালি পার্টির আয়োজন করেন অভিনেতা ৷ মাঝখানে 2 বছর দিওয়ালি পার্টি বন্ধ ছিল ৷ এরপর 2022 সালে ধুমধামের সঙ্গে ফের দিওয়ালির উৎসবের আয়োজন করা হয় ৷ জলসায় অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাইয়ের সঙ্গে জমে উঠেছিল আলোর উৎসব ৷ তবে এই বছর বচ্চন পরিবারে ফিকে দিওয়ালির আয়োজন ৷

হায়দরাবাদ, 1 নভেম্বর: দিওয়ালি মানেই আলোর উৎসব ৷ আতসবাজির শব্দে গমগম করে চারিদিক ৷ আর এই আতসবাজির কারণে অনেকে দুর্ঘটনারও সম্মুখীন হন ৷ এমন ঘটনার সম্মুখীন হয়েছেন খোদ অমিতাভ বচ্চন ৷ দিওয়ালিতে বড় দুর্ঘটনার কবলে পড়েন তিনি ৷ যে ঘটনা আরও একবার মনে করায় আনন্দের উৎসবে সাবধানতা অবলম্বন করা কতটা জরুরী ৷

আসলে দিওয়ালি উদযাপন করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন শাহেনশাহ ৷ জানা যায়, অনেক বছর আগে আতসবাজি ফাটাতে গিয়ে হাত পুড়ে যায় অভিনেতার ৷ একটু এদিক ওদিক হলেই বড় কিছু ঘটে যেতে পারত ৷ আর সেই সময়ে সিনেমার শুটিংয়ের জন্য ডেট দেওয়া ছিল বিগবির ৷ ফলে ক্ষত-যন্ত্রণাকে সঙ্গে নিয়েই কাজে ফেরেন অভিনেতা ৷ জানা যায়, যখন মিস্টার বচ্চনের সঙ্গে এমন দুর্ঘটনা ঘটেছে তখন তিনি 'শরাবি' ও 'ইনকিলাব' ছবির শুটিং করছিলেন ৷ যাঁরা এই ছবি দেখেছেন তাঁদের নিশ্চই মনে রয়েছে ছবিতে বেশ কিছু দৃশ্যে পকেটে হাত রেখে বা রুমাল বেঁধে সংলাপ বলেছেন বিগ বি ৷ নেপথ্যে কারণ ছিল এই দুর্ঘটনা ৷

সেটে হাতের পোড়াভাব কিভাবে লুকাবেন তা নিয়ে চিন্তিত ছিলেন মেকআপ আর্টিস্ট ৷ এরপরেই বুদ্ধি বার করেন শাহেনশা৷ তিনি চতুরতার সঙ্গে হাতের পোড়া জায়গায় বেঁধে নেন একটা রুমাল ৷ আর হাত ঢুকিয়ে নেন পকেটে ৷ সেই সময়কার ঘটনা অমিতাভ নিজের ব্লগে তুলে ধরেন ৷ তিনি লেখেন, "কাজ চলতেই থাকবে ৷ স্টাইলের সঙ্গে হাতে রুমাল বাঁধা ৷ আবার অ্যাটিটিউডের সঙ্গে পকেটে হাত ৷ কিন্তু কাজ চলবেই ৷"

2020 সালে এক্স হ্যান্ডেলে অমিতাভ দুর্ঘটনা থেকে সামলে ওঠার জার্নি শেয়ার করেছিলেন ৷ আঙুলের ছবি শেয়ার করে তিনি লেখেন, "আঙুল, শরীরে অঙ্গ-প্রত্যঙ্গের মধ্যে সবচেয়ে গুরুতবপূর্ণ ৷ দিওয়ালি উদযাপনে আতসবাজি ফেটে হাত উড়ে যেতে পারত ৷ দুর্ঘটনায় বুড়ো আঙুলের থেকে তজর্নীকে আলাদা করতে 2 মাস সময় লেগেছিল ৷" এই ঘটনা বুঝিয়ে দেয়, কতটা যন্ত্রণার মধ্য দিয়ে গিয়েছেন বিগবি ৷ দুর্ঘটনার কারণে 2টো মাস তাঁর হাত একপ্রকাস অকেজো হয়ে পড়েছিল ৷

এতকিছুর পরেও হার মানেননি অমিতাভ ৷ কাজের মধ্যে থেকে নিজের ডেডিকেশনের প্রমাণ দিয়েছেন বারবার ৷ মূলত, মুম্বইয়ের বাড়িতে বরাবরই দিওয়ালি পার্টির আয়োজন করেন অভিনেতা ৷ মাঝখানে 2 বছর দিওয়ালি পার্টি বন্ধ ছিল ৷ এরপর 2022 সালে ধুমধামের সঙ্গে ফের দিওয়ালির উৎসবের আয়োজন করা হয় ৷ জলসায় অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাইয়ের সঙ্গে জমে উঠেছিল আলোর উৎসব ৷ তবে এই বছর বচ্চন পরিবারে ফিকে দিওয়ালির আয়োজন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.