হায়দরাবাদ, 5 ডিসেম্বর: এ যে একেবারে সামনে থেকে ভগবানের দর্শন ! যাঁর ছবি ফার্স্ট ডে-ফার্স্ট শো দেখার জন্য টিকিটের অতিরিক্ত মূল্য দিয়েছেন অনুরাগীরা, তাঁদের স্বপ্ন যেন সফল হল ৷ আল্লু অর্জুনের বহু প্রতীক্ষিত ছবি 'পুষ্পা 2: দ্য রুল' আজ অর্থাৎ 5 ডিসেম্বর মুক্তি পেয়েছে। মুক্তির কয়েক ঘণ্টা আগে হায়দরাবাদে ছবিটির প্রিমিয়ার শো ছিল।
আল্লু অর্জুন, রশ্মিকা মন্দানা এবং 'পুষ্পা 2' টিম অনুরাগীদের চমকে দেন ৷ ভক্তদের কেমন লাগছে সিনেমা, তা দেখার জন্য রাতেই প্রেক্ষাগৃহে পৌঁছে যান তারকারা ৷ পর্দায় পুষ্পারাজকে দেখার পর তিনি যখন সশরীরে সামনে হাজির হন, তখন অনুরাগীদের উচ্ছ্বাস বাঁধ মানে না ৷ বিশেষ মুহূর্তের ভিডিয়ো ভাইরাল সোশাল মিডিয়ায়।
#WATCH | Telangana: Actor Allu Arjun arrives at Sandhya theatre in Hyderabad for the premiere show of his film 'Pushpa 2: The Rule'. pic.twitter.com/Pkzra7Y1ja
— ANI (@ANI) December 4, 2024
ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, আল্লু অর্জুন রাতে পৌঁছে যান সন্ধ্যা থিয়েটারে ৷ কালো শার্ট, ম্যাচিং প্যান্ট এবং ধূসর জ্যাকেট পরা আল্লুকে দেখে ঘায়েল উপস্থিত অনুরাগীরা ৷ মিডিয়া রিপোর্ট অনুসারে, আল্লু অর্জুনের পরা এই পোশাকটি নাকি অভিনেতা বিজয় দেবেরকোন্ডা উপহার দিয়েছিলেন। সাউথ সুপার ভেন্যুতে আল্লুর প্রবেশের সঙ্গে সঙ্গে অনুরাগীরাও চিৎকার করতে থাকেন ৷ সিনেপর্দার ঈশ্বরকে এইভাবেই অভ্যর্থনা জানায় অনুরাগীরা।
#WATCH | Telangana: Actor Allu Arjun at Sandhya theatre in Hyderabad for the premiere show of his film 'Pushpa 2: The Rule'. pic.twitter.com/xFgbqFL9n8
— ANI (@ANI) December 4, 2024
এদিন থিয়েটারের ভিতরের বেশ কিছু ভিডিও সোশাল মিডিয়ায় দেখা গিয়েছে ৷ ভিডিয়োতে রশ্মিকা মন্দানা এবং আল্লু অর্জুনকে এক মহিলার সঙ্গে কথা বলতেও দেখা যায়। একই সঙ্গে ছবিটি দেখার পর প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে আসতেও দেখা যায় সুপারস্টারকে।
অন্যদিকে, আল্লু অর্জুনের আসার খবর পেয়ে অনুরাগী ও দর্শকদের মধ্যে হৈচৈ পড়ে যায়। আল্লুকে চোখের দেখা দেখার জন্য শুরু হয় হুড়োহুড়ি ৷ ফলে তৈরি হয় বিশঙ্খলা ৷ সেখানে এক মহিলা অনুরাগী পদপৃষ্ঠ হয়ে মারা যান ৷ বেশ কয়েকজনের আহত হওয়ার খবর সামনে এসেছে ৷