ETV Bharat / entertainment

শেষ সময় পর্যন্ত, স্ত্রীর সঙ্গে ছবি দিয়ে কেন এমনটা লিখলেন আল্লু অর্জুন ? - বিবাহবার্ষিকী

Allu Arjun Instagram Post: বুধবারের সকালে স্ত্রী স্নেহার সঙ্গে মিষ্টি ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন ৷ সঙ্গে লিখলেন, শেষ সময় পর্যন্ত ৷ কিন্তু হঠাৎ কী এমন হল যে এই পোস্ট ?

Allu Arjun
আল্লু অর্জুন
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 6, 2024, 12:57 PM IST

হায়দরাবাদ, 6 মার্চ: দেখতে দেখতে 13 বছর একসঙ্গে কাটিয়ে ফেললেন দক্ষিণের 'পাওয়ার কাপল' আল্লু অর্জুন ও স্নেহা রেড্ডি ৷ 6 মার্চ তাঁদের বিবাহবার্ষিকী ৷ আজকের এই বিশেষ দিনে স্ত্রীকে তাঁর আন্তরিক শুভেচ্ছা জানাতে ভোলেলনি বানি ৷ সকাল সকাল তাই সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন ভালোবাসায় ভরা সুন্দর একটি ছবি ৷ সঙ্গে মিষ্টি একটা বার্তা ৷

Allu Arjun
বিবাব বার্ষিকীতে স্ত্রীকে শুভেচ্ছা আল্লু আর্জুনের

পুষ্পা খ্যাত এই অভিনেতা স্ত্রীর সঙ্গে 69তম জাতীয় পুরস্কার অনুষ্ঠানের একটি ছবি দিয়েছেন ৷ তাতে তিনি লেখেন, "শুভ বিবাহবার্ষিকী সুন্দরী ৷ 13 বছর হয়ে গেল । তোমার সঙ্গ আমাকে সমৃদ্ধ করেছে । আমি তোমার থেকে শক্তি পাই । জীবনের শেষ সময় পর্যন্ত আরও অনেক এরকম বিবাহবর্ষিকী পালন করব আমরা ।"

তেলেগু সিনেজগতের জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন ৷ তাঁর ঝুলিতে রয়েছে একাধিক পুরস্কার ৷ আর সম্প্রতি নয়া সংযোজন জাতীয় পুরস্কার ৷ পুষ্পা সিনেমার জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি ৷ তবে শুধু দক্ষিণ নয়, ভারত ছাড়িয়ে বিদেশেও আল্লু অর্জুনের সিনেমা প্রশংসিত হয়েছে ৷ তাঁর অনুরাগীর সংখ্যাও কম নয় ৷

আর এই অ্যাকশন হিরোর জীবনে তাঁর স্ত্রী স্নেহার ভূমিকা কতটা তা সকলেরই জানা ৷ কারণ আল্লু আর্জুন নিজেই বারবার তা বুঝিয়ে দিয়েছেন ৷ তাঁদের দেখা হয়েছিল এক বন্ধুর বিয়েতে ৷ সেখান থেকে প্রেম, যা গড়ায় বিয়েতে ৷ 2011 সালের 6 মার্চ একসঙ্গে পথচলা শুরু করে এই পাওয়ার কাপলের ৷ তাঁদের দুই সন্তান রয়েছে, মেয়ে আরহা ও ছেলে আয়ান ৷ তাদের সঙ্গে প্রায়শ্যই জীবনের নানা মুহূর্তের ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন আল্লু আর্জুন । মেয়ে আরহা ইতিমধ্যে ছবিতেও কাজ করে ফেলেছে ৷

বিগত কয়েকবছরে একাধিক হিট সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন আল্লু আর্জুন ৷ আগামিদিনে তাঁর হাতে রয়েছে পুষ্পা 2: দ্য রুলের মতো সিনেমা ৷ যেটি মুক্তি পাবে চলতি বছরের 15 অগস্ট ৷ পুষ্পার সফলতার পর এই ফিল্মটি নিয়ে মুখিয়ে রয়েছে দর্শক ৷ অ্যাকশন থ্রিলারটিতে বানির পাশাপাশি থাকছেন বিজয় সেতুপতি, রশ্মিকা মান্দান্না, ফাহাদ ফাসিল, প্রকাশ রাজ এবং জাপাথী বাবু-সহ ধুরন্ধর অভিনেতারা ।

আরও পড়ুন:

  1. 'ভারতের নতুন অধ্যায়ের সূচনা', রাম মন্দির উদ্বোধন নিয়ে আবেগঘন আল্লু অর্জুন
  2. পিছোচ্ছে না 'পুষ্পা 2', স্বাধীনতা দিবসে সিংঘমের সঙ্গে বক্স অফিসে জোর টক্কর আল্লুর ছবির
  3. জাতীয় পুরস্কার গ্রহণের আগে করমর্দন আল্লু-আলিয়ার, দেখুন ভিডিয়ো

হায়দরাবাদ, 6 মার্চ: দেখতে দেখতে 13 বছর একসঙ্গে কাটিয়ে ফেললেন দক্ষিণের 'পাওয়ার কাপল' আল্লু অর্জুন ও স্নেহা রেড্ডি ৷ 6 মার্চ তাঁদের বিবাহবার্ষিকী ৷ আজকের এই বিশেষ দিনে স্ত্রীকে তাঁর আন্তরিক শুভেচ্ছা জানাতে ভোলেলনি বানি ৷ সকাল সকাল তাই সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন ভালোবাসায় ভরা সুন্দর একটি ছবি ৷ সঙ্গে মিষ্টি একটা বার্তা ৷

Allu Arjun
বিবাব বার্ষিকীতে স্ত্রীকে শুভেচ্ছা আল্লু আর্জুনের

পুষ্পা খ্যাত এই অভিনেতা স্ত্রীর সঙ্গে 69তম জাতীয় পুরস্কার অনুষ্ঠানের একটি ছবি দিয়েছেন ৷ তাতে তিনি লেখেন, "শুভ বিবাহবার্ষিকী সুন্দরী ৷ 13 বছর হয়ে গেল । তোমার সঙ্গ আমাকে সমৃদ্ধ করেছে । আমি তোমার থেকে শক্তি পাই । জীবনের শেষ সময় পর্যন্ত আরও অনেক এরকম বিবাহবর্ষিকী পালন করব আমরা ।"

তেলেগু সিনেজগতের জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন ৷ তাঁর ঝুলিতে রয়েছে একাধিক পুরস্কার ৷ আর সম্প্রতি নয়া সংযোজন জাতীয় পুরস্কার ৷ পুষ্পা সিনেমার জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি ৷ তবে শুধু দক্ষিণ নয়, ভারত ছাড়িয়ে বিদেশেও আল্লু অর্জুনের সিনেমা প্রশংসিত হয়েছে ৷ তাঁর অনুরাগীর সংখ্যাও কম নয় ৷

আর এই অ্যাকশন হিরোর জীবনে তাঁর স্ত্রী স্নেহার ভূমিকা কতটা তা সকলেরই জানা ৷ কারণ আল্লু আর্জুন নিজেই বারবার তা বুঝিয়ে দিয়েছেন ৷ তাঁদের দেখা হয়েছিল এক বন্ধুর বিয়েতে ৷ সেখান থেকে প্রেম, যা গড়ায় বিয়েতে ৷ 2011 সালের 6 মার্চ একসঙ্গে পথচলা শুরু করে এই পাওয়ার কাপলের ৷ তাঁদের দুই সন্তান রয়েছে, মেয়ে আরহা ও ছেলে আয়ান ৷ তাদের সঙ্গে প্রায়শ্যই জীবনের নানা মুহূর্তের ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন আল্লু আর্জুন । মেয়ে আরহা ইতিমধ্যে ছবিতেও কাজ করে ফেলেছে ৷

বিগত কয়েকবছরে একাধিক হিট সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন আল্লু আর্জুন ৷ আগামিদিনে তাঁর হাতে রয়েছে পুষ্পা 2: দ্য রুলের মতো সিনেমা ৷ যেটি মুক্তি পাবে চলতি বছরের 15 অগস্ট ৷ পুষ্পার সফলতার পর এই ফিল্মটি নিয়ে মুখিয়ে রয়েছে দর্শক ৷ অ্যাকশন থ্রিলারটিতে বানির পাশাপাশি থাকছেন বিজয় সেতুপতি, রশ্মিকা মান্দান্না, ফাহাদ ফাসিল, প্রকাশ রাজ এবং জাপাথী বাবু-সহ ধুরন্ধর অভিনেতারা ।

আরও পড়ুন:

  1. 'ভারতের নতুন অধ্যায়ের সূচনা', রাম মন্দির উদ্বোধন নিয়ে আবেগঘন আল্লু অর্জুন
  2. পিছোচ্ছে না 'পুষ্পা 2', স্বাধীনতা দিবসে সিংঘমের সঙ্গে বক্স অফিসে জোর টক্কর আল্লুর ছবির
  3. জাতীয় পুরস্কার গ্রহণের আগে করমর্দন আল্লু-আলিয়ার, দেখুন ভিডিয়ো
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.