হায়দরাবাদ, 13 ডিসেম্বর: গ্রেফতার দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন ৷ সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে মহিলা মৃত্যুর ঘটনায় শুক্রবার সকালে চিক্করপল্লি পুলিশ আটক করে অভিনেতাকে ৷ নিয়ে যাওয়া হয় থানায় ৷ সেখান থেকে মামলা ওঠে আদালতে ৷ জানা গিয়েছে, পুলিশ গ্রেফতার করেছে অভিনেতাকে ৷
ইতিমধ্যেই আল্লু অর্জুনকে চিক্করপল্লী পুলিশ স্টেশন থেকে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে গান্ধি হাসপাতালে ৷ সুপারইন্টেনডেন্টের তত্ত্বাবধানে অভিনেতার শারীরিক পরীক্ষা করা হবে ৷ সূত্রের খবর, এরপর অভিনেতাকে নিয়ে যাওয়া হবে নামপল্লি আদালতে ৷ বিকেল চারটের সময় ফের এই মামলার শুনানি হবে ৷
এদিন, আল্লু অর্জুনের আইনজীবী এস নিরঞ্জন রেড্ডি হাইকোর্টে মামলা দ্রুত শোনার অনুরোধ জানিয়েছেন ৷ আল্লুর আইনজীবী আদালতে জানিয়েছেন, ঘটনাটি বুধবার অর্থাৎ 4 তারিখ ঘটেছে ৷ পিটিশন খারিজ করার জন্য পুলিশের কাছে আগেই দরখাস্ত করা হয়েছে ৷ এরপরেই আদালতের তরফে জানানো হয়, মামলার শুনানি হবে সোমবার ৷ আল্লু অর্জুনের আইনজীবী নিরঞ্জন আদালতে আর্জি করেন, পরিস্থিতি বিচার করে শুক্রবার অর্থাৎ আজ মধ্যাহ্নভোজনের পর এই মামলার শুনানি হোক ৷
#WATCH | Telangana: Actor Allu Arjun's father-in-law Kancharla Chandrasekhar Reddy arrives at the Chikkadpally police station in Hyderabad.
— ANI (@ANI) December 13, 2024
Allu Arjun has been brought here for questioning in connection with the case of death of a woman at Sandhya theatre on December 4. pic.twitter.com/ojUDX4WO3y
অন্যদিকে, সরকারি কৌঁসুলি এর বিরোধিতা করেন ৷ পাশাপাশি সরকারি তরফের আইনজীবী জানান, সন্ধ্যা থিয়েটারের ঘটনায় তিনজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ৷ হলের মালিক সন্দীপ, সিনিয়র ম্যানেজার নাগারাজু ও লোয়ার-আপার ব্যালকনি ইনচার্জ বিজয় চান্দরকে গ্রেফতার করা হয়েছে ৷ এরপরেই আল্লু অর্জুনের আইনজীবী, আদালতকে জানান, যে সোমবার হাইকোর্টে মামলার শুনানির আগে পুলিশকে কোনও রকম পদক্ষেপ করতে বিরত করা হোক ৷
#WATCH | Telangana: Actor Allu Arjun being taken for medical examination from Chikkadpally police station in Hyderabad
— ANI (@ANI) December 13, 2024
As per L Ramesh Kumar, ACP Chikkadpally, Allu Arjun has been arrested in connection with the case of death of a woman at Sandhya theatre on December 4. pic.twitter.com/uKhCxYYcew
ঘটনার সূত্রপাত গত বুধবার অর্থাৎ 4 তারিখ ৷ এদিন হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পুষ্পা 2 ছবির প্রিমিয়ার ছিল ৷ ছবির প্রথম শো দেখার জন্য অনুরাগীদের ভিড় ছিল মারাত্মক ৷ সেই সময় দর্শকদের প্রতিক্রিয়া দেখতে প্রেক্ষাগৃহে আচমকাই পৌঁছে যান আল্লু অর্জুন ও রশ্মিকা মন্দানা ৷ আল্লু অর্জুনকে এক ঝলক দেখতে বাঁধভাঙা উত্তেজনায় ভক্তদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় ৷ দেখতে দেখতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ৷
Arrest of National Award winning star Allu Arjun is the pinnacle of insecurity of the rulers!
— KTR (@KTRBRS) December 13, 2024
I totally sympathize with the victims of the stampede but who failed really?
Treating @alluarjun Garu as a common criminal is uncalled for especially for something he isn’t directly… pic.twitter.com/S1da96atYa
এই হুড়োহুড়ির মধ্যে ওই থিয়েটারে রেবথী নামে এক মহিলা পদপিষ্ট হন ৷ গুরুতর আহত অবস্থায় দিলসুখ নগরের বাসিন্দা রেবথীকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ অন্যদিকে, ঘটনায় গুরুতর আহত হন রেবথীর দুই সন্তানও ৷ যার মধ্যে 8 বছরের সন্তান শ্রী তেজার অবস্থা আশঙ্কাজনক ছিল ৷ তাকে প্রথমে দুর্গাবাই দেশমুখ হাসপাতালে ভর্তি করা হয় ৷ সেখান থেকে চিকিৎসকরা অন্য হাসপাতালে স্থানান্তরিত করেন ৷
এই ঘটনায় পুলিশের তরফে অভিযোগ করা হয়, প্রেক্ষাগৃহে অভিনেতা যাবেন তা আগে থেকে জানানো হয়নি ৷ এমনকী, হল মালিকের তরফেও কোনও অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়নি ৷ এরপরে নিহত পরিবারের তরফে পুলিশি অভিযোগ দায়ের করা হয় ৷ সেই ঘটনার ভিত্তিতেই পুলিশ আটক করেছে দক্ষিণের সুপারস্টারকে ৷
পাশাপাশি, রেবথীর মৃত্যুতে আগেই ছবি নির্মাতা মাইথিরির মুভি মেকার্স ও আল্লু অর্জুনের টিম শোকপ্রকাশ করেছে ৷ এক্স হ্যান্ডেলে টুইট করে জানানো হয়েছিল, নিহত মহিলার পরিবারের পাশে দাঁড়াবে টিম পুষ্পা ৷ এরপরেই নিহতরের পরিবারকে 25 লাখ টাকা ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয় ৷