ETV Bharat / entertainment

রিয়াধে আলিয়ার 'জয়' যাত্রা, সিনেমার ম্যাজিক ছড়িয়ে পড়ল সুদূর আরবে - আলিয়া ভাট

Alia Bhatt: রিয়াধে আয়োজিত জয় অ্যাওয়ার্ড অনুষ্ঠান আলোকিত করলেন আলিয়া ভাট, সলমন খান ৷ আলিয়া পেলেন বিশেষ সম্মানও ৷

Alia Bhatt
রিয়াধে আলিয়ার 'জয়' যাত্রা
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 22, 2024, 7:36 AM IST

মুম্বই, 21 জানুয়ারি: সৌদি আরবের রিয়াধে সিনেমার ম্যাজিক ছড়ালেন অভিনেত্রী আলিয়া ভাট ৷ জয় অ্যাওয়ার্ড সম্মানে সম্মানিত হলেন 'রকি অউর রানি কি প্রেম কাহানি' অভিনেত্রী ৷ নজর কাড়লেন স্টাইল স্টেটমেন্ট দিয়েও ৷

শনিবার রিয়াধে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৷ সেখানে জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী আলিয়া ভাটও পেলেন বিশেষ সম্মান ৷ রবিবার সোশাল মিডিয়ায় সেই ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী ৷ পুরস্কার পাওয়ার পর তিনি যে ধন্যবাদ স্পিচ দিয়েছিলেন, তাও অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন আলিয়া ৷

ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, "আজকের রাত সংস্কৃতি, সম্মান ও সিনেমার জন্য ৷" অন্যদিকে ভিডিয়োতে উঠে এসেছে তাঁর বার্তা ৷ তিনি বলেন, "আমাদের জীবনে সবচেয়ে বড় জিনিস হল ভালোবাসা ৷ আজকে রাতে যখন আমি বাড়ি ফিরে যাব, তখন আমার সঙ্গে নিয়ে যাব ভালোবাসার সিনেমাকে ৷ আর সেই ভালোবাসা নিয়ে যাব যা আমি রিয়াধে এসে পেয়েছি ৷ ধন্যবাদ ৷ সিনেমার ম্যাজিক এইভাবেই হতে থাক ৷" আলিয়ার পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা অনিল কাপুর, মা সোনি রাজদান, রিয়া কাপুর, সাবা পাতৌদি-সহ আরও অনেকেই ৷ সাবা পতৌদি অভিনন্দন জানিয়েছেন ৷ মা সোনি রাজদান লিখেছেন, "সো লাভলি ৷"

অন্য়দিকে, বলিউড 'টাইগার' তথা সলমন খানকে বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছিল ৷ তাঁকে আমন্ত্রণ জানান সৌদি অ্যাডভাইজার তুর্কি আলালশিখ ৷ সলমন খানের হাত দিয়ে ইজিপ্টিয়ান অভিনেতা ইশাদ ইউনিসকে লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে সম্মানিত করা হয় ৷ অনুষ্ঠানের পর আলিয়া ভাট ও সলমন খান পাপারাৎজিদের সামনে ফ্রেমবন্দি হন ৷ পাশাপাশি অনুষ্ঠানে দেখা যায় হলিউড অভিনেতা অ্যান্টনি হপকিন্স, জন সেনা, সলমা হায়েক-সহ আরও অনেককেই ৷

আরও পড়ুন:

1. স্মরণে সত্যজিতের গুরু, বিনোদ বিহারী মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে শুরু 'শীতের আমেজ' মেলা

2. অ্যাকশন থেকে একেবারে ভৌতিক, প্রভাসের 'দ্য রাজা সাব' ঘিরে উচ্ছ্বাস অনুরাগীদের

3. কিং খানের পর অ্যাটলির ছবিতে 'বাওয়াল' অভিনেতা, শীঘ্রই শুরু হবে শুটিং

মুম্বই, 21 জানুয়ারি: সৌদি আরবের রিয়াধে সিনেমার ম্যাজিক ছড়ালেন অভিনেত্রী আলিয়া ভাট ৷ জয় অ্যাওয়ার্ড সম্মানে সম্মানিত হলেন 'রকি অউর রানি কি প্রেম কাহানি' অভিনেত্রী ৷ নজর কাড়লেন স্টাইল স্টেটমেন্ট দিয়েও ৷

শনিবার রিয়াধে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৷ সেখানে জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী আলিয়া ভাটও পেলেন বিশেষ সম্মান ৷ রবিবার সোশাল মিডিয়ায় সেই ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী ৷ পুরস্কার পাওয়ার পর তিনি যে ধন্যবাদ স্পিচ দিয়েছিলেন, তাও অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন আলিয়া ৷

ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, "আজকের রাত সংস্কৃতি, সম্মান ও সিনেমার জন্য ৷" অন্যদিকে ভিডিয়োতে উঠে এসেছে তাঁর বার্তা ৷ তিনি বলেন, "আমাদের জীবনে সবচেয়ে বড় জিনিস হল ভালোবাসা ৷ আজকে রাতে যখন আমি বাড়ি ফিরে যাব, তখন আমার সঙ্গে নিয়ে যাব ভালোবাসার সিনেমাকে ৷ আর সেই ভালোবাসা নিয়ে যাব যা আমি রিয়াধে এসে পেয়েছি ৷ ধন্যবাদ ৷ সিনেমার ম্যাজিক এইভাবেই হতে থাক ৷" আলিয়ার পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা অনিল কাপুর, মা সোনি রাজদান, রিয়া কাপুর, সাবা পাতৌদি-সহ আরও অনেকেই ৷ সাবা পতৌদি অভিনন্দন জানিয়েছেন ৷ মা সোনি রাজদান লিখেছেন, "সো লাভলি ৷"

অন্য়দিকে, বলিউড 'টাইগার' তথা সলমন খানকে বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছিল ৷ তাঁকে আমন্ত্রণ জানান সৌদি অ্যাডভাইজার তুর্কি আলালশিখ ৷ সলমন খানের হাত দিয়ে ইজিপ্টিয়ান অভিনেতা ইশাদ ইউনিসকে লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে সম্মানিত করা হয় ৷ অনুষ্ঠানের পর আলিয়া ভাট ও সলমন খান পাপারাৎজিদের সামনে ফ্রেমবন্দি হন ৷ পাশাপাশি অনুষ্ঠানে দেখা যায় হলিউড অভিনেতা অ্যান্টনি হপকিন্স, জন সেনা, সলমা হায়েক-সহ আরও অনেককেই ৷

আরও পড়ুন:

1. স্মরণে সত্যজিতের গুরু, বিনোদ বিহারী মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে শুরু 'শীতের আমেজ' মেলা

2. অ্যাকশন থেকে একেবারে ভৌতিক, প্রভাসের 'দ্য রাজা সাব' ঘিরে উচ্ছ্বাস অনুরাগীদের

3. কিং খানের পর অ্যাটলির ছবিতে 'বাওয়াল' অভিনেতা, শীঘ্রই শুরু হবে শুটিং

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.