নিউইয়র্ক, 7 মে: বিদেশের মাটিতে বারবারই প্রশংসা কুড়িয়েছেন বলিউড সেলেবরা ৷ বিশ্বের অন্যতম প্রসিদ্ধ ফ্য়াশন ইভেন্ট মেট গালা'য় পরীর সাজে ধরা দিলেন আলিয়া ভাট ৷ তাঁর নানা ছবি ইতিমধ্য়েই ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। বঙ্গতনয় সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা 23 ফুটের শাড়ি পরে রেড কার্পেটে আগুন ঝরালেন বলি-ডিভা ৷ আর রণবীরপত্নী আলিয়ার এই লুক সকলের মাঝে আলাদাভাবে দৃষ্টি আকর্ষণ করেছে ৷ নেটাগরিকরা তাঁকে 'ঐশ্বরিক' আখ্যা দিয়েছেন ৷
'মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট' এই ফ্যাশন ইভেন্ট আয়োজন করে, যা আসলে তহবিল সংগ্রহের উদ্দেশ্যে। ঝাঁ-চকচকে রেড কার্পেট, দেশবিদেশ থেকে আমন্ত্রিত তারকাদের উপস্থিতি, পোশাক-আশাক, গান ও ছবি এই অনুষ্ঠানের আকর্ষণীয় বিষয় ৷ মেট গালায় এবারের থিম 'দ্য গার্ডেন অফ টাইম'। আর সেই ভাবনাকেই মাথায় রেখে দুর্দান্ত কিছু লুক ক্রিয়েট করেছেন তারকারা। যার শীর্ষে রয়েছেন মহেশ ভাট-কন্যা আলিয়া ভাট।
চলতি বছরে দ্বিতীয়বার মেট গালায় উপস্থিতি আলিয়া ভাটের। গতবছরে প্রবাল গুরুংয়ের ডিজাইন করা শাড়ি পরলেও এবার সব্যসাচী মুখোপাধ্যায়ের শাড়িতে মন জয় করলেন কাপুর পরিবারের পূত্রবধূ ৷ আলিয়ার পরনে শাড়িতে ছিল ভারতীয় সংস্কৃতির ছোঁয়া। মেট গালার রেড কার্পেটে সব্যসাচীর হাত ধরে হেঁটে মুকুটে যোগ করলেন আরও এক নয়া পালক।
শাড়ির বিশেষত্ব-আনাইতা শ্রফ আদজানিয়া স্টাইল করা সব্যসাচীর তৈরি করা এই শাড়ি 23 ফুট লম্বা ৷ আঁচল এমব্রয়ডারিতে ঢাকা। যা তৈরি করতে সময় লেগেছে 1965 ঘণ্টা। সিল্ক ফ্লস, গ্লাস বিডিং এবং রত্নপাথর দিয়ে কারুকার্য করা শাড়িটি সম্পূর্ণ হাতে তৈরি। গোলাপী রঙের ছটায় সবুজ কালারের ফুল দেওয়া পুঁতির ট্যাসেল। এই শাড়ির অন্যতম আকর্ষণ সামনের দিকে থাকা রাফলড প্লিট।
আলিয়া শাড়িটি পরেছিলেন একটি স্টাইলিশ ব্লাউজের সঙ্গে। যাতে রয়েছে নেকলাইন, রাফলড হাতা। সূক্ষ্ম হাতের কাজে ভরা ব্লাউজটিও। গয়না হিসেবে মাথায় ছিল টিকলিযুক্ত একটি ব্যান্ড ৷ কানের দুল, আংটি ৷
আরও পড়ুন: