শ্রীনগর (জম্মু-কাশ্মীর), 9 অগস্ট: যশ রাশ ফিল্মসের স্পাই ইউনিভার্সে হৃতিক রোশন, সলমন খান ও শাহরুখ খান ইতিমধ্যেই জায়গা করে নিয়েছেন ৷ অভিনেত্রী হিসাবে জায়গা পাকা করেছেন ক্যাটরিনা কাইফও ৷ এবার সেই তালিকায় নতুন সংযোজন আলিয়া ভাট ৷ অ্যাকশন প্যাকড 'আলফা' ছবিতে মুখ্য ভূমিকায় আলিয়ার সঙ্গে দেখা যাবে শর্বরী ভায়াঘকে ৷ পরিচালক শিব রাওয়েল ৷ জানা গিয়েছে, অগস্টের শেষ সপ্তাহে ছবির টিম পাড়ি দিচ্ছে কাশ্মীরে ৷ সেপ্টেম্বরের শুরু পর্যন্ত সেখানেই হবে শুটিং ৷ 10 দিন ধরে সেখানে শুটিং হবে বলে জানিয়েছেন কাশ্মীরের স্থানীয় অভিনেতা তথা লাইন প্রডিউসার ৷
তিনি বলেন, "ইতিমধ্যেই ছবির শুটিংয়ের জন্য বিভিন্ন জায়গা থেকে অনুমতি নেওয়া হয়ে গিয়েছে ৷ পাশাপাশি ছবির কলাকুশলী কোথায় থাকবেন, সেই ব্যবস্থা করা হচ্ছে ৷ গ্রিক শব্দ থেকে অনুপ্রাণিত হয়ে ছবির নাম রাখা হয়েছে আলফা ৷ যার অর্থ দাঁড়ায় শক্তি ও আধিপত্য বিস্তার করা ৷ আমরা সত্যিই উত্তেজিত কাশ্মীরে শুটিং নিয়ে ৷ এখানে অনেক স্থানীয় অভিনেতারাও ছবিতে কাজের সুযোগ পাবেন ৷" তবে নির্দিষ্ট লোকেশন কী কী, তা নিয়ে মুখে কুলুপ আঁটেন লাইন প্রোডিউসার ৷
এই মুহূর্তে ছবির শুটিং চলছে মুম্বইয়ে ৷ সেখানকার শিডিউল শেষ হলেই আলিয়া উড়ে যাবে কাশ্মীরে ৷ ভূ-স্বর্গের প্রেক্ষাপটে অ্যাকশন দৃশ্য শুট করতেই আলিয়া-শর্বরী যাচ্ছেন বলে জানা গিয়েছে ৷ উল্লেখ্য, হলিউড ছবি 'হার্ট অফ স্টোন'-এ কেয়া ধাওয়ান চরিত্রে নজর কাড়েন আলিয়া ৷ নেতিবাচক চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে ৷ এবার তাঁকে স্পাই থ্রিলার ছবিতে দেখা যাবে একজন এজেন্টের চরিত্রে, যে কি না, দেশকে বাঁচাতে বদ্ধপরিকর ৷ যদিও 'রাজি' ছবিতে তাঁকে আন্ডারকভার গোয়েন্দা চরিত্রে দেখা গিয়েছিল ৷ এবার সেই প্রেক্ষাপট হতে চলেছে আরও বৃহৎ ৷
আলিয়ার কেরিয়ারগ্রাফে এই ছবি বড় মাইলস্টোন হতে চলেছে বলা যায় ৷ এর আগে তাঁর ঝুলিতে রয়েছে 'হাইওয়ে', 'উড়তা পাঞ্জাব', 'রাজি', 'গাল্লি বয়', 'গঙ্গুবাই কাথিয়াবাড়ি', 'আরআরআর' ও 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র মতো সুপারহিট ছবি ৷ অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় পুরস্কারও ৷
অন্যদিকে, শর্বরীকে দেখা যাবে 'ভেদা' ছবিতে ৷ পাশাপাশি 'বান্টি অউর বাবলি 2' ছবিতে দেখা গিয়েছে শর্বরীকে ৷ এছাড়া শর্বরী অ্যাসিট্যান্ট ডিরেক্টর হিসাবে কাজ করেছেন 'সনু কে টিটু কি সুইটি', 'বাজিরাও মস্তানি' ও 'প্যায়ার কা পঞ্চনামা 2' ছবিতে ৷ ঝুলিতে এসেছে একাধিক পুরস্কারও ৷
পরিচালক শিব রাওয়েল এই আগে পরিচালনা করেছেন 'ধুম 3' ও 'ফ্যান'-এর মতো ছবি ৷ 'দ্য রেলওয়ে ম্যান' ছবির জন্য তিনি বেশি জনপ্রিয় হন ৷ ভোপাল গ্যাস দুর্ঘটনা নিয়ে এই সিরিজ ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে ব্যাপক সাড়া ফেলে ৷ আপাতত তিনি ব্যস্ত রয়েছেন স্পাই-থ্রিলার 'আলফা' ছবির শুটিং নিয়ে ৷