ETV Bharat / entertainment

পর্দায় ফিরছেন 'বাজিরাও সিংঘম', এই তারিখে মুক্তি পাচ্ছে ট্রেলার - Ajay Devgn Singham Again trailer - AJAY DEVGN SINGHAM AGAIN TRAILER

Singham Again Trailer: রোহিত শেঠ্ঠীর কপ ইউনিভার্সের পরের ছবি 'সিংঘম এগেইন' দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা ৷ তার আগে গ্র্যান্ড সেলিব্রেশনের মাধ্যমে সামনে আনা হবে ছবির ট্রেলার ৷ নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে বসছে তারকাদের আসর ৷

Singham Again Trailer
পুজোর আবহেই মুক্তি পাচ্ছে ট্রেলার (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Oct 3, 2024, 7:09 PM IST

হায়দরাবাদ, 3 অক্টোবর: অবশেষে প্রতীক্ষার অবসান ৷ আসতে চলেছে 'সিংঘম এগেইন' ছবির ট্রেলার ৷ পর্দায় ফের একবার পুলিশ অফিসারের ভূমিকায় ফিরছেন অজয় দেবগণ ৷ এবার তাঁর যুদ্ধে সঙ্গীর সংখ্যা আরও বেশি ৷ জানা গিয়েছে, 7 অক্টোবর নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে একঝাঁক তারকাদের উপস্থিতিতে সামনে আনা হবে 'মোস্ট ওয়ান্টেড' ট্রেলার ৷

পাওয়ার প্যাকড ছবিতে রয়েছেন দীপিকা পাড়ুকোন, করীনা কাপুর খান, টাইগার শ্রফ, অর্জুন কাপুর, জ্যাকি শ্রফ, রণবীর সিং ও অক্ষয় কুমার ৷ ফলে অ্যাকশনে ভরপুর ছবির ট্রেলার দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা ৷ তবে এর সঙ্গে আরও একটা কৌতুহল দেখা দিয়েছে দর্শকদের মনে ৷

ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে কি উপস্থিত থাকবেন সদ্য কন্যা সন্তানের মা হওয়া দীপিকা পাড়ুকোন? কারণ রণবীর সিং উপস্থিত থাকবেন, সেটা নিশ্চিত করে বলা যায় ৷ যেহেতু, কিছুদিন আগেই তিনি এক অনুষ্ঠানে যোগদান করেছিলেন ৷ কিন্তু হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর এখনও পর্যন্ত মিডিয়ার সামনে দেখা যায়নি দীপিকাকে ৷ ফলে রোহিত শেঠ্ঠীর এই অনুষ্ঠানে দীপিকার ঝলক দেখা যাবে কি না, তা নিয়ে অনুরাগীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে ৷

চলতি বছর দিওয়ালিতে মুক্তি পাবে 'সিংঘম এগেইন' ৷ শেঠ্ঠীর কপ ইউনিভার্সের একের পর এক ছবি ব্লকব্লাস্টার হিট করার পর আশা করা যায়, পর্দায় এই ছবি ঝড় তুলবে ৷ এর আগে 2021 সালে মুক্তি পেয়েছে রোহিত শেঠ্ঠীর 'সূর্যবংশী' ৷ মুখ্যচরিত্রে দেখা যায় অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফকে ৷

হায়দরাবাদ, 3 অক্টোবর: অবশেষে প্রতীক্ষার অবসান ৷ আসতে চলেছে 'সিংঘম এগেইন' ছবির ট্রেলার ৷ পর্দায় ফের একবার পুলিশ অফিসারের ভূমিকায় ফিরছেন অজয় দেবগণ ৷ এবার তাঁর যুদ্ধে সঙ্গীর সংখ্যা আরও বেশি ৷ জানা গিয়েছে, 7 অক্টোবর নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে একঝাঁক তারকাদের উপস্থিতিতে সামনে আনা হবে 'মোস্ট ওয়ান্টেড' ট্রেলার ৷

পাওয়ার প্যাকড ছবিতে রয়েছেন দীপিকা পাড়ুকোন, করীনা কাপুর খান, টাইগার শ্রফ, অর্জুন কাপুর, জ্যাকি শ্রফ, রণবীর সিং ও অক্ষয় কুমার ৷ ফলে অ্যাকশনে ভরপুর ছবির ট্রেলার দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা ৷ তবে এর সঙ্গে আরও একটা কৌতুহল দেখা দিয়েছে দর্শকদের মনে ৷

ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে কি উপস্থিত থাকবেন সদ্য কন্যা সন্তানের মা হওয়া দীপিকা পাড়ুকোন? কারণ রণবীর সিং উপস্থিত থাকবেন, সেটা নিশ্চিত করে বলা যায় ৷ যেহেতু, কিছুদিন আগেই তিনি এক অনুষ্ঠানে যোগদান করেছিলেন ৷ কিন্তু হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর এখনও পর্যন্ত মিডিয়ার সামনে দেখা যায়নি দীপিকাকে ৷ ফলে রোহিত শেঠ্ঠীর এই অনুষ্ঠানে দীপিকার ঝলক দেখা যাবে কি না, তা নিয়ে অনুরাগীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে ৷

চলতি বছর দিওয়ালিতে মুক্তি পাবে 'সিংঘম এগেইন' ৷ শেঠ্ঠীর কপ ইউনিভার্সের একের পর এক ছবি ব্লকব্লাস্টার হিট করার পর আশা করা যায়, পর্দায় এই ছবি ঝড় তুলবে ৷ এর আগে 2021 সালে মুক্তি পেয়েছে রোহিত শেঠ্ঠীর 'সূর্যবংশী' ৷ মুখ্যচরিত্রে দেখা যায় অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.