ETV Bharat / entertainment

অমিতাভ-জয়ার সঙ্গে অনন্ত-রাধিকার বিয়েতে অভিষেক, দূরত্ব বাড়ছে ঐশ্বর্যর সঙ্গে? - Anant Radhika Wedding - ANANT RADHIKA WEDDING

Aishwarya Rai-Abhishek Bachchan Speculations: বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বর্য রাই বচ্চনের মনোমালিন্য নিয়ে অনেক দিন ধরেই নানা কথাই রটছে ৷ তবে শনিবার অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে অভিষেক বচ্চন ও পরিবারের অন্য সদস্যেদের সঙ্গে দেখা গেল না ঐশ্বর্যকে ৷ সমস্যা যে অনেক দূর গড়িয়েছে, ধারণা নেটিজেনদের ৷

Aishwarya Rai-Abhishek Bachchan Speculations
ঐশ্বর্য রাই বচ্চন-অভিষেক বচ্চন (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 13, 2024, 8:57 PM IST

হায়দরাবাদ, 13 জুলাই: 17 বছরের দাম্পত্য জীবনে বইছে ঝড় ৷ আর তাই তো একসঙ্গে দেখা যাচ্ছে না অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনকে ৷ এই দূরত্বের গুঞ্জন আর তার আগুনে ঘি পড়েছে শুক্রবার ৷ অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের রাজকীয় বিয়েতেও বচ্চন পরিবারের থেকে নিজেকে ও মেয়েকে আলাদাই রাখলেন ঐশ্বর্যা ৷

এদিন সন্ধ্যায় বিগ-বি অমিতাভ ও জয়া বচ্চন ছেলে অভিষেক ও মেয়ে শ্বেতা এবং নভ্যা নভেলির নন্দার সঙ্গে ছবি তুলছিলেন ৷ সেখানে দেখা যায়নি ঐশ্বর্যা, ছিল না তাঁর মেয়ে আরাধ্যাও ৷ আর তা নিয়েই নতুন করে শুরু হয়েছে বিচ্ছেদের জল্পনা ৷ সেই ভিডিয়োই এখন ঘুরে বেড়াচ্ছে নেটপাড়ায় ৷

এদিন বচ্চন পরিবারের এন্ট্রি ছিল নজর কাড়া ৷ ঘি রঙের শেরওয়ানি ও চোখে কালো ফ্রেমের চশমাতে বিগ বির লুক ছিল স্টানিং ৷ লাল-কালো শাড়ি, গলায় চওড়া-লম্বা হারে জয়াও কম যান না ৷ গোলাপি-ঘিয়ে রঙের লেহেঙ্গার সঙ্গে গলা ভরাট হারে নজর কাড়েন শ্বেতাও ৷

একইভাবে ঘিয়ে রঙের লেহেঙ্গায় মিষ্টি লাগছিল নভ্যাকেও ৷ কালো রঙের শেরওয়ানিতে দেখা যায় অগস্ত্যা নন্দাকেও ৷ এদের সঙ্গেই ম্যাচিং রঙের শেরওয়ানিতে দেখা যায় অভিষেক বচ্চনকে ৷ পাপারাৎজিদের সামনে বচ্চন পরিবারের সদস্যরা মিষ্টি হেসে পোজ দেন ৷ এমন ভিডিয়ো এদিন সন্ধ্যায় সামনে আসতেই খোঁজ পড়ে বচ্চন বধূর ৷

তার বেশ কিছু পরেই শাহি বিয়েতে এন্ট্রি নেন প্রাক্তন মিস ওয়ার্ল্ড ঐশ্বর্য রাই বচ্চন ৷ সঙ্গে মেয়ে আরাধ্যা বচ্চন ৷ লাল রঙের আনরকলি চুরিদার, গলায় সবুজ পান্না দেওয়া চওড়া হার, মাথায় টিকা, ঠোঁটে লাল গাঢ় লিপস্টিক ৷ 'অরা'র বিয়েতে নজর কাড়েন অ্যাশ ৷ সঙ্গে ছিমছাম সাজে নজর কেড়েছে আরাধ্যাও ৷ আলাদা করে মা-মেয়ে পোজ দেন ক্যামেরার সামনে ৷ তবে, অভি-অ্যাশকে পরবর্তী সময়েও আলাদা করেও পাপারাৎজিদের সামনে দেখা যায়নি ৷ এরপরেই নানা কথা বলতে থাকেন নেটিজেনরা ৷

অভি-অ্যাশের সম্পর্কে কি সত্যিই চিড় ধরেছে নাকি পুরোটাই গুজব, তা নিয়েই এখন জোর চর্চা চলছে নেটপাড়ায় ৷ ব্যক্তিগত জীবন নিয়ে প্রথম থেকেই মুখে কুলুপ এঁটেছেন অভি-অ্যাশ ৷ তবে দাম্পত্যে যে সমস্যা কিছুটা রয়েছে, তা আঁচ করছেন অনুরাগীরাও ৷ উল্লেখ্য, 2007 সালের 20 এপ্রিল সাত পাকে বাঁধা পড়েন অভিষেক ও ঐশ্বর্য ৷ 2011 সালের 16 নভেম্বর তাঁদের জীবনে মেয়ে আরাধ্যা আসেন ৷

হায়দরাবাদ, 13 জুলাই: 17 বছরের দাম্পত্য জীবনে বইছে ঝড় ৷ আর তাই তো একসঙ্গে দেখা যাচ্ছে না অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনকে ৷ এই দূরত্বের গুঞ্জন আর তার আগুনে ঘি পড়েছে শুক্রবার ৷ অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের রাজকীয় বিয়েতেও বচ্চন পরিবারের থেকে নিজেকে ও মেয়েকে আলাদাই রাখলেন ঐশ্বর্যা ৷

এদিন সন্ধ্যায় বিগ-বি অমিতাভ ও জয়া বচ্চন ছেলে অভিষেক ও মেয়ে শ্বেতা এবং নভ্যা নভেলির নন্দার সঙ্গে ছবি তুলছিলেন ৷ সেখানে দেখা যায়নি ঐশ্বর্যা, ছিল না তাঁর মেয়ে আরাধ্যাও ৷ আর তা নিয়েই নতুন করে শুরু হয়েছে বিচ্ছেদের জল্পনা ৷ সেই ভিডিয়োই এখন ঘুরে বেড়াচ্ছে নেটপাড়ায় ৷

এদিন বচ্চন পরিবারের এন্ট্রি ছিল নজর কাড়া ৷ ঘি রঙের শেরওয়ানি ও চোখে কালো ফ্রেমের চশমাতে বিগ বির লুক ছিল স্টানিং ৷ লাল-কালো শাড়ি, গলায় চওড়া-লম্বা হারে জয়াও কম যান না ৷ গোলাপি-ঘিয়ে রঙের লেহেঙ্গার সঙ্গে গলা ভরাট হারে নজর কাড়েন শ্বেতাও ৷

একইভাবে ঘিয়ে রঙের লেহেঙ্গায় মিষ্টি লাগছিল নভ্যাকেও ৷ কালো রঙের শেরওয়ানিতে দেখা যায় অগস্ত্যা নন্দাকেও ৷ এদের সঙ্গেই ম্যাচিং রঙের শেরওয়ানিতে দেখা যায় অভিষেক বচ্চনকে ৷ পাপারাৎজিদের সামনে বচ্চন পরিবারের সদস্যরা মিষ্টি হেসে পোজ দেন ৷ এমন ভিডিয়ো এদিন সন্ধ্যায় সামনে আসতেই খোঁজ পড়ে বচ্চন বধূর ৷

তার বেশ কিছু পরেই শাহি বিয়েতে এন্ট্রি নেন প্রাক্তন মিস ওয়ার্ল্ড ঐশ্বর্য রাই বচ্চন ৷ সঙ্গে মেয়ে আরাধ্যা বচ্চন ৷ লাল রঙের আনরকলি চুরিদার, গলায় সবুজ পান্না দেওয়া চওড়া হার, মাথায় টিকা, ঠোঁটে লাল গাঢ় লিপস্টিক ৷ 'অরা'র বিয়েতে নজর কাড়েন অ্যাশ ৷ সঙ্গে ছিমছাম সাজে নজর কেড়েছে আরাধ্যাও ৷ আলাদা করে মা-মেয়ে পোজ দেন ক্যামেরার সামনে ৷ তবে, অভি-অ্যাশকে পরবর্তী সময়েও আলাদা করেও পাপারাৎজিদের সামনে দেখা যায়নি ৷ এরপরেই নানা কথা বলতে থাকেন নেটিজেনরা ৷

অভি-অ্যাশের সম্পর্কে কি সত্যিই চিড় ধরেছে নাকি পুরোটাই গুজব, তা নিয়েই এখন জোর চর্চা চলছে নেটপাড়ায় ৷ ব্যক্তিগত জীবন নিয়ে প্রথম থেকেই মুখে কুলুপ এঁটেছেন অভি-অ্যাশ ৷ তবে দাম্পত্যে যে সমস্যা কিছুটা রয়েছে, তা আঁচ করছেন অনুরাগীরাও ৷ উল্লেখ্য, 2007 সালের 20 এপ্রিল সাত পাকে বাঁধা পড়েন অভিষেক ও ঐশ্বর্য ৷ 2011 সালের 16 নভেম্বর তাঁদের জীবনে মেয়ে আরাধ্যা আসেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.