ETV Bharat / entertainment

আরাধ্যার সঙ্গে বিশেষ দিন উদযাপনে ঐশ্বর্য, দেখা মিলল না অভিষেকের - AISHWARYA ABHISHEK AARADHYA BDAY

মেয়ে ও বাবার জন্মদিন একই দিনে ৷ বাবার ছবির সামনে মেয়ে আরাধ্যার জন্মদিন পালন ঐশ্বর্যর ৷ দেখা মিলল না বাবা অভিষেক বচ্চনের ৷

Aishwarya Rai
আরাধ্যার সঙ্গে বিশেষ দিন উদযাপনে ঐশ্বর্য (এএনআই)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Nov 21, 2024, 2:07 PM IST

হায়দরাবাদ, 21 নভেম্বর: পরিবারের বিশেষ দিনে অভিষেক বচ্চনকে পাশে পেলেন না ঐশ্বর্য রাই ৷ মেয়ে আরাধ্যা ও প্রয়াত বাবা কৃষ্ণরাজের জন্মদিন উদযাপন করলেন অ্যাশ ৷ একাধিক ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি ৷ কিন্তু ছবিতে দেখা মিলল না অভিষেকের ৷

প্রয়াত বাবা কৃষ্ণরাজ রাইয়েরও জন্মবার্ষিকী উপলক্ষে, মা বৃন্দা রাই ও মেয়ে আরাধ্যার সঙ্গে সুন্দর মুহূর্ত কাটিয়েছেন ঐশ্বর্য৷ এরই মধ্যে অভিষেকের সঙ্গে ঐশ্বর্যর বিবাহবিচ্ছেদের গুঞ্জন নতুন নয় ৷ এই দিনে অভিষেককে দেখা গিয়েছে সুজিত সরকারের আসন্ন ছবি 'আই ওয়ান্ট টু টক'-এর প্রচারে জুহু মুভি থিয়েটারে ৷

বুধবার রাতে (20 নভেম্বর), ঐশ্বর্য ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি শেয়ার করেন। পোস্টের মাধ্যমে, 1994-এর মিস ওয়ার্ল্ড প্রয়াত বাবা কৃষ্ণরাজ রাই এবং কন্যা আরাধ্যকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। যদিও, ঐশ্বর্য 16 নভেম্বর তাঁর মেয়ের জন্মদিন উদযাপন করেছিলেন। প্রায় ৫ দিন পর মেয়েকে জন্মদিনে শুভেচ্ছা জানালেন অভিনেত্রী। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, "আমার জীবনের অভ্যন্তরীণ ভালোবাসা, বাবা এবং আমার প্রিয় আরাধ্যকে শুভ জন্মদিন। আমার হৃদয়… আমার আত্মা… চিরকাল তোমরাই থাকবে।"

পোস্টে প্রথম ছবিতে অ্যাশ মেয়ে ও বাবার একটি সুন্দর মুহূর্ত বেছে নিয়েছেন। এই ছবিতে আরাধ্যাকে তার মায়ের সামনে মাথা নত করতে দেখা যাচ্ছে। অন্যদিকে, দ্বিতীয় ছবিতে ঐশ্বর্যকে বাবার ছবির সামনে চোখ বন্ধ করে তাঁকে স্মরণ করতে দেখা গিয়েছে। তৃতীয় ছবিতে আরাধ্যা এবং বাবার সঙ্গে ঐশ্বর্যর পুরনো সেলফি নজরে এসেছে ৷ চতুর্থ ছবিতে অ্যাশের সঙ্গে দেখা গিয়েছে মেয়ে ও মা নন্দাকে ৷ যদিও গত বছর এইদিনে পরিবারের সঙ্গেই দেখা গিয়েছিল জুনিয়র বচ্চনকে ৷ তবে এবারের ছবিটা অন্যরকম ৷

ঐশ্বর্য আরও কিছু ছবি শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় যেখানে মেয়ের সঙ্গে কিছু মুহূর্ত সামনে এসেছে ৷ কোথাও দেখা গিয়েছে ছোট্ট আরাধ্যাক হাত আবার কোথাও দেখা গিয়েছে বেলুন হাতে আরাধ্যা ৷ অন্যদিকে অভিষেক বচ্চন ব্যস্ত রয়েছেন তাঁর পরবর্তী ছবির প্রচার নিয়ে ৷ গতকাল রাতে অভিনেতাকে মুম্বই শহরের একটি থিয়েটার থেকে বের হতে দেখা গিয়েছে ৷

হায়দরাবাদ, 21 নভেম্বর: পরিবারের বিশেষ দিনে অভিষেক বচ্চনকে পাশে পেলেন না ঐশ্বর্য রাই ৷ মেয়ে আরাধ্যা ও প্রয়াত বাবা কৃষ্ণরাজের জন্মদিন উদযাপন করলেন অ্যাশ ৷ একাধিক ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি ৷ কিন্তু ছবিতে দেখা মিলল না অভিষেকের ৷

প্রয়াত বাবা কৃষ্ণরাজ রাইয়েরও জন্মবার্ষিকী উপলক্ষে, মা বৃন্দা রাই ও মেয়ে আরাধ্যার সঙ্গে সুন্দর মুহূর্ত কাটিয়েছেন ঐশ্বর্য৷ এরই মধ্যে অভিষেকের সঙ্গে ঐশ্বর্যর বিবাহবিচ্ছেদের গুঞ্জন নতুন নয় ৷ এই দিনে অভিষেককে দেখা গিয়েছে সুজিত সরকারের আসন্ন ছবি 'আই ওয়ান্ট টু টক'-এর প্রচারে জুহু মুভি থিয়েটারে ৷

বুধবার রাতে (20 নভেম্বর), ঐশ্বর্য ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি শেয়ার করেন। পোস্টের মাধ্যমে, 1994-এর মিস ওয়ার্ল্ড প্রয়াত বাবা কৃষ্ণরাজ রাই এবং কন্যা আরাধ্যকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। যদিও, ঐশ্বর্য 16 নভেম্বর তাঁর মেয়ের জন্মদিন উদযাপন করেছিলেন। প্রায় ৫ দিন পর মেয়েকে জন্মদিনে শুভেচ্ছা জানালেন অভিনেত্রী। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, "আমার জীবনের অভ্যন্তরীণ ভালোবাসা, বাবা এবং আমার প্রিয় আরাধ্যকে শুভ জন্মদিন। আমার হৃদয়… আমার আত্মা… চিরকাল তোমরাই থাকবে।"

পোস্টে প্রথম ছবিতে অ্যাশ মেয়ে ও বাবার একটি সুন্দর মুহূর্ত বেছে নিয়েছেন। এই ছবিতে আরাধ্যাকে তার মায়ের সামনে মাথা নত করতে দেখা যাচ্ছে। অন্যদিকে, দ্বিতীয় ছবিতে ঐশ্বর্যকে বাবার ছবির সামনে চোখ বন্ধ করে তাঁকে স্মরণ করতে দেখা গিয়েছে। তৃতীয় ছবিতে আরাধ্যা এবং বাবার সঙ্গে ঐশ্বর্যর পুরনো সেলফি নজরে এসেছে ৷ চতুর্থ ছবিতে অ্যাশের সঙ্গে দেখা গিয়েছে মেয়ে ও মা নন্দাকে ৷ যদিও গত বছর এইদিনে পরিবারের সঙ্গেই দেখা গিয়েছিল জুনিয়র বচ্চনকে ৷ তবে এবারের ছবিটা অন্যরকম ৷

ঐশ্বর্য আরও কিছু ছবি শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় যেখানে মেয়ের সঙ্গে কিছু মুহূর্ত সামনে এসেছে ৷ কোথাও দেখা গিয়েছে ছোট্ট আরাধ্যাক হাত আবার কোথাও দেখা গিয়েছে বেলুন হাতে আরাধ্যা ৷ অন্যদিকে অভিষেক বচ্চন ব্যস্ত রয়েছেন তাঁর পরবর্তী ছবির প্রচার নিয়ে ৷ গতকাল রাতে অভিনেতাকে মুম্বই শহরের একটি থিয়েটার থেকে বের হতে দেখা গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.