ETV Bharat / entertainment

কবে থেকে শুরু 'মেট্রো ইন দিনো'র শুটিং ? সামনে এল বড় খবর - Aditya Roy Kapur

Aditya Roy Kapur: 'লাইফ ইন আ মেট্রো'র পর শুরু হতে চলেছে তার সিক্যুয়েল 'মেট্রো ইন দিনো' ৷ অনুরাগ বসু পরিচালিত এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা সেপ্টেম্বরে ৷ আদিত্য রয় কাপুর শুরু করতে চলেছেন সেই ছবির শুটিং ৷

Etv Bharat
'মেট্রো ইন দিনো' ছবির শুটিংয়ে আদিত্য রয় কাপুর
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 11, 2024, 4:41 PM IST

হায়দরাবাদ, 11 ফেব্রুয়ারি: 'মেট্রো ইন দিনো' ছবির ঘোষণার পর থেকেই খবরের শিরোনামে উঠে এসেছে অনুরাগ বসু পরিচালিত এই ছবি ৷ ফলে ছবি কবে মুক্তি পাবে এবং সেখানে কাদের কাদের দেখা যাবে মুখ্য চরিত্রে, তাই নিয়ে ছিল আগ্রহ ৷ শুরু থেকেই শোনা যাচ্ছিল, গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে আদিত্য রয় কাপুরকে ৷ জল্পনা সত্যি করে আগামী সপ্তাহেই শুটিং ফ্লোরে ফিরছেন আদিত্য ৷ সম্প্রতি 'গুমরাহ' ও 'দ্য নাইট ম্যানেজার'-এ নজর কাড়েন অভিনেতা ৷ ওটিটি থেকে এবার তিনি শুরু করতে চলেছেন অনুরাগ বাসুর 'মেট্রো ইন দিনো' ছবির শুটিং ৷

বিটাউনে কান পাতলে শোনা যায়, আগামী সপ্তাহে আদিত্য শুরু করছেন ছবির শুটিং ৷ লোকেশন হিসাবে বেছে নেওয়া হয়েছে দিল্লি ও মুম্বই ৷ 2007 সালের সিক্যুয়েল এই ছবিতে অনান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সারা আলি খান, অনুপম খের, নীনা গুপ্তা, পঙ্কজ ত্রিপাঠী, কঙ্কনা সেনশর্মা, আলি ফজল ও ফতিমা সানা শেখকে ৷ সমসাময়িক দম্পতিদের মন ছুঁয়ে যাওয়ার গল্প নিয়ে এগোবে চিত্রনাট্য ৷ প্রথমে 'মেট্রো ইন দিনো' মুক্তি পাওয়ার কথা ছিল গুড ফ্রাইডে-তে অর্থাৎ 29 মার্চ ৷ কিন্তু পরবর্তী সময়ে ছবি মুক্তির তারিখ পিছিয়ে 2024 সালের 13 সেপ্টেম্বর করা হয়েছে ৷

ছবি প্রযোজনা করছে পরিচালকের প্রযোজনা সংস্থা অর্থাৎ অনুরাগ বসু প্রোডাকশনস প্রাইভেট লিমিটেড ও ভুষণ কুমারের টি-সিরিজ ৷ মিউজিকের দায়িত্বে প্রীতম ৷ এর আগে অনুরাগ বসুর সঙ্গে জুটি বেঁধে প্রীতম উপহার দিয়েছেন গ্যাংস্টার, 'লাইফ ইন আ মেট্রো', 'বরফি', 'জগ্গা জাসুস' ও 'লুডো'র গান ৷ আশা করা যায়, এবারও এই জুটিতে দারুণ গান উপহার হিসাবে পাবেন দর্শকরা ৷

উল্লেখ্য, অনুরাগ বসুর সঙ্গে আদিত্য রয় কাপুরের এটি দ্বিতীয় কাজ ৷ এর আগে অভিনেতা কাজ করেছেন 'লুডো' ছবিতে ৷ অন্যদিকে, সন্দীপ মোদির ক্রাইম থ্রিলার সিরিজ 'দ্য নাইট ম্যানেজার' আদিত্যর কেরিয়ার গ্রাফকে এক ধাক্কায় অনেকটা উপরে তুলে দিয়েছে তা বলাই বাহুল্য ৷ এবার নতুন এই প্রেমের গল্প কেমন হয়, তা জানার অপেক্ষায় সকলেই ৷

আরও পড়ুন:

1. উইকএন্ডে শাহিদ-কৃতির রম-কম 'তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া' হট চয়েস, ম্যাজিক বক্সঅফিসেও

2. শহরের বুকে রেট্রো ফেস্ট, উপার্জিত অর্থ ব্যয় হবে সমাজকল্যাণে

3. 'বাওয়ারচি'র রিমেক! পাঁচ দশক পর ফের পর্দায় হৃষিকেশের কালজয়ী ছবি

হায়দরাবাদ, 11 ফেব্রুয়ারি: 'মেট্রো ইন দিনো' ছবির ঘোষণার পর থেকেই খবরের শিরোনামে উঠে এসেছে অনুরাগ বসু পরিচালিত এই ছবি ৷ ফলে ছবি কবে মুক্তি পাবে এবং সেখানে কাদের কাদের দেখা যাবে মুখ্য চরিত্রে, তাই নিয়ে ছিল আগ্রহ ৷ শুরু থেকেই শোনা যাচ্ছিল, গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে আদিত্য রয় কাপুরকে ৷ জল্পনা সত্যি করে আগামী সপ্তাহেই শুটিং ফ্লোরে ফিরছেন আদিত্য ৷ সম্প্রতি 'গুমরাহ' ও 'দ্য নাইট ম্যানেজার'-এ নজর কাড়েন অভিনেতা ৷ ওটিটি থেকে এবার তিনি শুরু করতে চলেছেন অনুরাগ বাসুর 'মেট্রো ইন দিনো' ছবির শুটিং ৷

বিটাউনে কান পাতলে শোনা যায়, আগামী সপ্তাহে আদিত্য শুরু করছেন ছবির শুটিং ৷ লোকেশন হিসাবে বেছে নেওয়া হয়েছে দিল্লি ও মুম্বই ৷ 2007 সালের সিক্যুয়েল এই ছবিতে অনান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সারা আলি খান, অনুপম খের, নীনা গুপ্তা, পঙ্কজ ত্রিপাঠী, কঙ্কনা সেনশর্মা, আলি ফজল ও ফতিমা সানা শেখকে ৷ সমসাময়িক দম্পতিদের মন ছুঁয়ে যাওয়ার গল্প নিয়ে এগোবে চিত্রনাট্য ৷ প্রথমে 'মেট্রো ইন দিনো' মুক্তি পাওয়ার কথা ছিল গুড ফ্রাইডে-তে অর্থাৎ 29 মার্চ ৷ কিন্তু পরবর্তী সময়ে ছবি মুক্তির তারিখ পিছিয়ে 2024 সালের 13 সেপ্টেম্বর করা হয়েছে ৷

ছবি প্রযোজনা করছে পরিচালকের প্রযোজনা সংস্থা অর্থাৎ অনুরাগ বসু প্রোডাকশনস প্রাইভেট লিমিটেড ও ভুষণ কুমারের টি-সিরিজ ৷ মিউজিকের দায়িত্বে প্রীতম ৷ এর আগে অনুরাগ বসুর সঙ্গে জুটি বেঁধে প্রীতম উপহার দিয়েছেন গ্যাংস্টার, 'লাইফ ইন আ মেট্রো', 'বরফি', 'জগ্গা জাসুস' ও 'লুডো'র গান ৷ আশা করা যায়, এবারও এই জুটিতে দারুণ গান উপহার হিসাবে পাবেন দর্শকরা ৷

উল্লেখ্য, অনুরাগ বসুর সঙ্গে আদিত্য রয় কাপুরের এটি দ্বিতীয় কাজ ৷ এর আগে অভিনেতা কাজ করেছেন 'লুডো' ছবিতে ৷ অন্যদিকে, সন্দীপ মোদির ক্রাইম থ্রিলার সিরিজ 'দ্য নাইট ম্যানেজার' আদিত্যর কেরিয়ার গ্রাফকে এক ধাক্কায় অনেকটা উপরে তুলে দিয়েছে তা বলাই বাহুল্য ৷ এবার নতুন এই প্রেমের গল্প কেমন হয়, তা জানার অপেক্ষায় সকলেই ৷

আরও পড়ুন:

1. উইকএন্ডে শাহিদ-কৃতির রম-কম 'তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া' হট চয়েস, ম্যাজিক বক্সঅফিসেও

2. শহরের বুকে রেট্রো ফেস্ট, উপার্জিত অর্থ ব্যয় হবে সমাজকল্যাণে

3. 'বাওয়ারচি'র রিমেক! পাঁচ দশক পর ফের পর্দায় হৃষিকেশের কালজয়ী ছবি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.