কলকাতা, 19 এপ্রিল: দীর্ঘ প্রেম, আইবুড়ো ভাত সবের পর্ব মিটিয়ে কথামতোই শুক্রবারের সন্ধ্যায় বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র, পাত্র রাতুল মুখোপাধ্যায়। নিউটাউনের এক পাঁচতারা হোটেলে বিয়ে সারবেন পরিচালক রাতুল ও অভিনেত্রী রূপাঞ্জনা। হিন্দু রীতি মেনেই বিয়ে সম্পন্ন হবে। সন্ধ্যায় থাকছে রিসেপশনের আয়োজন। "প্রেম মানে না বয়স, মানে না উনিশ কুড়ি"... এই সত্য আরও একবার প্রমাণ করতে চলেছেন তাঁরা।
বিয়ের সকালে রূপাঞ্জনার পরনে প্যাস্টেল গ্রিন শাড়ি, হলুদের উপর ফ্লোরাল প্রিন্টের ব্লাউজ। আর রাতুলের পরনে জামদানি পাঞ্জাবি। বিয়ের আগের দিন কালীঘাটে মায়ের মন্দিরে গিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে শাঁখাপলা পরেন অভিনেত্রী। সাড়ে ছয় বছরের প্রেম আজ পরিণতি পেতে চলেছে। গাঁটছড়া বাঁধতে চলেছেন দু'জনে। বন্ধুত্বের পরে প্রেম, এরপর একসঙ্গে থাকা আর সবশেষে জীবনের নতুন সফর শুরু করতে চলেছেন তাঁরা। বিয়ের অনুষ্ঠানের আগে একটি ভিডিয়ো রেকর্ড করছেন অভিনেত্রী। ভিডিয়োয় লেখা, "ভেন্যু যাওয়ার পথে ৷" ক্যাপশনে লিখেছেন, "সফর এভাবেই পুনরায় শুরু হল।"
গত সাড়ে 6 বছর ধরে রূপাঞ্জনা রাতুলের সঙ্গে লিভ-ইন সম্পর্কে রয়েছেন। তাঁদের প্রেম নিয়ে টলিপাড়ায় কম চর্চা হয়নি। প্রসঙ্গত, রূপাঞ্জনার প্রথম বিয়ে হয় অন্য ধর্মে। সেই সংসার টেকেনি অভিনেত্রীর। এরপর ছেলে রিয়ানকে নিয়ে আলাদা হয়ে যান রূপাঞ্জনা। এরপরই রাতুলের সঙ্গে সম্পর্ক। রাতুল বয়সে 6 বছরের ছোট রূপাঞ্জনার থেকে। এই নিয়েও কম চর্চা হয়নি সোশাল মিডিয়ায়। তবে, তাঁদের মধ্যে সেই সব চর্চা প্রভাব ফেলেনি মোটেও।
রাতুল ছিলেন অভিনেতা। একাধিক বাংলা ধারাবাহিকে অভিনয় করেছেন রাতুল। রূপাঞ্জনার সঙ্গে সেই সূত্রেই আলাপ। অভিনেতা পরিচালকে পরিণত হয়েছেন প্রেমিকা অভিনেত্রীর অনুপ্রেরণাতেই। তিনি বানিয়েছেন 'পালক', 'ইকিরমিকির'-এর মতো সিনেমা। গত বছর 23 ফেব্রুয়ারি মিরিকের ডন বস্কো চার্চে আংটি বদল সেরে রেখেছিলেন রাতুল এবং রূপাঞ্জনা। রূপাঞ্জনা-পুত্র রিয়ানের সঙ্গে রাতুলের বেজায় 'দোস্তি'। একসঙ্গেই থেকেছেন এতদিন।
আরও পড়ুন: