ETV Bharat / entertainment

মানবিক অজুহাতে শব্দবাজি আটকান, পশুদের স্বার্থে কালীপুজোয় আর্জি তথাগতর

সোশাল মিডিয়ায় লাইভে এসে কুকুর-বিড়ালদের জন্য মানুষের কাছে কাতর মিনতি করলেন তথাগত মুখোপাধ্যায় । শব্দবাজি থেকে কী ক্ষতি হতে পারে সে কথাও জানালেন তিনি ৷

Tathagata Mukherjee
শব্দবাজি ফাটানো আটকানোর অনুরোধ তথাগত মুখোপাধ্যায়ের (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : 3 hours ago

কলকাতা, 27 অক্টোবর: শব্দবাজিতে কষ্ট হয় কুকুর থেকে বিড়ালদের ৷ তাদের কথা ভেবে তাই কালীপুজো ও দীপাবলিতে শব্দবাজি ফাটানো থেকে বিরত থাকতে আর্জি জানালেন অভিনেতা-পরিচালক তথাগত মুখোপাধ্যায় ৷ পশুপ্রেমী হিসাবেই পরিচিত তিনি ৷ পথকুকুরদের নিয়ে সম্প্রতি পারিয়া নামে একটি ছবিও তৈরি করেছেন এই পরিচালক ৷ এবার সোশাল মিডিয়ায় লাইভে এসে কুকুর-বিড়ালদের জন্য কাতর মিনতি করলেন তথাগত ।

তিনি বললেন, "কালীপুজো ও দীপাবলিকে কেন্দ্র করে যে পরিমাণ বাজি ফাটে তাতে মনে হয় না যে বাজি নিয়ে কোনও আইন আছে দেশে । আমাদের থেকে কুকুররা চারগুণ বেশি আওয়াজ শুনতে পায় । আর বিড়ালরা পাঁচগুণ বেশি । ফলে বেশি আওয়াজে ওদের খুব কষ্ট হয় । বাড়ির কুকুর বিড়ালরা সোফার তলায়, খাটের তলায় লুকিয়ে বাঁচে ৷ আর রাস্তার কুকুর বিড়ালগুলোর অবস্থা আরও চরম হয়ে যায় । ওদের কষ্ট দিয়ে মানুষ কী আনন্দ পায় বুঝতে পারি না ।"

Tathagata Mukherjee
পোষ্যের সঙ্গে অভিনেতা-পরিচালক তথাগত মুখোপাধ্যায় (নিজস্ব ছবি)

কালীপুজোর আর বাকি নেই বেশিদিন । কালীপুজো মানে যে শুধুই আলোর উৎসব তা নয়, তা বাজিরও উৎসব ৷ এই সময়ে নানা ধরনের বাজিতে বাড়ি ভরাতে ভালোবাসে মানুষ । তবে, 65 ডেসিবেলের উপরে শব্দবাজির উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে দেশে । কিন্তু তার মাত্রা মাঝে মাঝেই ছাড়িয়ে যেতে দেখা যায় । শব্দবাজির জেরে মানুষ তো বটেই জেরবার হয় পশুপাখিরাও । বরং মানুষের থেকে অনেক তুলনায় বেশি ক্ষতিগ্রস্ত হয় তারা । তাদের কথা বরাবরই ভেবে এসেছেন অভিনেতা-পরিচালক তথাগত মুখোপাধ্যায় । তাই তিনি এবারও কালীপুজোয় শব্দবাজি ফাটানো আটকাতে অনুরোধ করলেন ৷

তাঁর কথায়, "কেউ যাতে শব্দবাজি না ফাটাতে পারে সেদিকে আমাদের লক্ষ্য রাখা উচিত ৷ আগে কুকুরদের লেজে কালি পটকা বেঁধে মানুষ মজা পেতেন । এখন সেটা বন্ধ করিয়েছি । শুধু প্রাণী নয়, গাছপালারও ক্ষতি হয় এই সময়ে ।"

শব্দে শিশু থেকে বৃদ্ধরাও আক্রান্ত হয় । সেদিকেও আলোকপাত করেন তথাগত । তিনি বলেন, "অনেক বৃদ্ধ আছেন যাঁরা হৃদরোগে ভুগছেন, তাঁদের জন্যও শব্দবাজি ভালো নয় । অনেকে মারাও যান । শিশুরাও ভয় পেয়ে যায় । তাই শব্দবাজি শুনলে আটকান । আইনের অজুহাতে না পারলে মানবিক অজুহাতে আটকান । কিছু পুলিশ হয়তো আপনাকে সাহায্য করবে । সাহায্য পেলে ভালো । না পেলেও আটকান মানবিক অজুহাতে ।"

তথাগত আরও বলেন, "অনেকে গাছে আলো লাগান । সেটাও আটকাতে হবে । মানুষই পারে এই সব অন্যায় রুখতে । কোনও ঈশ্বরই প্রাণ বিরোধী নন । তাই এমন কিছু করা যাবে না যাতে প্রাণ সংশয়ের সম্ভাবনা থাকে ।"

দিনকয়েক আগে বৈদ্যবাটির একটি দুর্গাপুজোর প্যান্ডেলে একটি উটকে বেঁধে রাখা হয়েছিল দর্শনার্থীদের আনন্দ দানের জন্য । যা নিয়েও সরব হন তথাগত মুখোপাধ্যায় । অবশেষে প্রতিবাদ ও তাঁর হস্তক্ষেপে উদ্ধার করা হয় উটটিকে ।

কলকাতা, 27 অক্টোবর: শব্দবাজিতে কষ্ট হয় কুকুর থেকে বিড়ালদের ৷ তাদের কথা ভেবে তাই কালীপুজো ও দীপাবলিতে শব্দবাজি ফাটানো থেকে বিরত থাকতে আর্জি জানালেন অভিনেতা-পরিচালক তথাগত মুখোপাধ্যায় ৷ পশুপ্রেমী হিসাবেই পরিচিত তিনি ৷ পথকুকুরদের নিয়ে সম্প্রতি পারিয়া নামে একটি ছবিও তৈরি করেছেন এই পরিচালক ৷ এবার সোশাল মিডিয়ায় লাইভে এসে কুকুর-বিড়ালদের জন্য কাতর মিনতি করলেন তথাগত ।

তিনি বললেন, "কালীপুজো ও দীপাবলিকে কেন্দ্র করে যে পরিমাণ বাজি ফাটে তাতে মনে হয় না যে বাজি নিয়ে কোনও আইন আছে দেশে । আমাদের থেকে কুকুররা চারগুণ বেশি আওয়াজ শুনতে পায় । আর বিড়ালরা পাঁচগুণ বেশি । ফলে বেশি আওয়াজে ওদের খুব কষ্ট হয় । বাড়ির কুকুর বিড়ালরা সোফার তলায়, খাটের তলায় লুকিয়ে বাঁচে ৷ আর রাস্তার কুকুর বিড়ালগুলোর অবস্থা আরও চরম হয়ে যায় । ওদের কষ্ট দিয়ে মানুষ কী আনন্দ পায় বুঝতে পারি না ।"

Tathagata Mukherjee
পোষ্যের সঙ্গে অভিনেতা-পরিচালক তথাগত মুখোপাধ্যায় (নিজস্ব ছবি)

কালীপুজোর আর বাকি নেই বেশিদিন । কালীপুজো মানে যে শুধুই আলোর উৎসব তা নয়, তা বাজিরও উৎসব ৷ এই সময়ে নানা ধরনের বাজিতে বাড়ি ভরাতে ভালোবাসে মানুষ । তবে, 65 ডেসিবেলের উপরে শব্দবাজির উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে দেশে । কিন্তু তার মাত্রা মাঝে মাঝেই ছাড়িয়ে যেতে দেখা যায় । শব্দবাজির জেরে মানুষ তো বটেই জেরবার হয় পশুপাখিরাও । বরং মানুষের থেকে অনেক তুলনায় বেশি ক্ষতিগ্রস্ত হয় তারা । তাদের কথা বরাবরই ভেবে এসেছেন অভিনেতা-পরিচালক তথাগত মুখোপাধ্যায় । তাই তিনি এবারও কালীপুজোয় শব্দবাজি ফাটানো আটকাতে অনুরোধ করলেন ৷

তাঁর কথায়, "কেউ যাতে শব্দবাজি না ফাটাতে পারে সেদিকে আমাদের লক্ষ্য রাখা উচিত ৷ আগে কুকুরদের লেজে কালি পটকা বেঁধে মানুষ মজা পেতেন । এখন সেটা বন্ধ করিয়েছি । শুধু প্রাণী নয়, গাছপালারও ক্ষতি হয় এই সময়ে ।"

শব্দে শিশু থেকে বৃদ্ধরাও আক্রান্ত হয় । সেদিকেও আলোকপাত করেন তথাগত । তিনি বলেন, "অনেক বৃদ্ধ আছেন যাঁরা হৃদরোগে ভুগছেন, তাঁদের জন্যও শব্দবাজি ভালো নয় । অনেকে মারাও যান । শিশুরাও ভয় পেয়ে যায় । তাই শব্দবাজি শুনলে আটকান । আইনের অজুহাতে না পারলে মানবিক অজুহাতে আটকান । কিছু পুলিশ হয়তো আপনাকে সাহায্য করবে । সাহায্য পেলে ভালো । না পেলেও আটকান মানবিক অজুহাতে ।"

তথাগত আরও বলেন, "অনেকে গাছে আলো লাগান । সেটাও আটকাতে হবে । মানুষই পারে এই সব অন্যায় রুখতে । কোনও ঈশ্বরই প্রাণ বিরোধী নন । তাই এমন কিছু করা যাবে না যাতে প্রাণ সংশয়ের সম্ভাবনা থাকে ।"

দিনকয়েক আগে বৈদ্যবাটির একটি দুর্গাপুজোর প্যান্ডেলে একটি উটকে বেঁধে রাখা হয়েছিল দর্শনার্থীদের আনন্দ দানের জন্য । যা নিয়েও সরব হন তথাগত মুখোপাধ্যায় । অবশেষে প্রতিবাদ ও তাঁর হস্তক্ষেপে উদ্ধার করা হয় উটটিকে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.