ETV Bharat / entertainment

কলকাতায় আসার আগেই গুলিবিদ্ধ গোবিন্দা, আইসিইউ’তে অভিনেতা - Govinda Accidentally Shoots Himself - GOVINDA ACCIDENTALLY SHOOTS HIMSELF

Actor Govinda Hospitalised: আইসিইউ‘তে চিকিৎসাধীন অভিনেতা-রাজনীতিবিদ গোবিন্দা ৷ গুলিবিদ্ধ হয়েছেন তিনি ৷ অভিনেতার প্রচুর রক্তক্ষরণ হয়েছে ৷ যার ফলে তাঁর অবস্থার আরও অবনতি হয়েছে ।

Actor Govinda Hospitalised
গুলিবিদ্ধ অভিনেতা-রাজনীতিবিদ গোবিন্দা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Oct 1, 2024, 9:43 AM IST

Updated : Oct 1, 2024, 12:04 PM IST

মুম্বই, 1 অক্টোবর: গুলিবিদ্ধ অভিনেতা গোবিন্দ ৷ মঙ্গলবার ভোর 5টা নাগাদ গুলি লাগে তাঁর ৷ এই মুহুর্তে আইসিইউ’তে চিকিৎসাধীন তিনি ৷ জানা গিয়েছে, নিজের লাইসেন্সপ্রাপ্ত বন্দুক থেকে দুর্ঘটনাবশত গুলি চালিয়ে ফেলেন তিনি ৷ পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ হওয়ার পরই অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ অভিনেতার প্রচুর রক্তক্ষরণ হয়েছে ৷ যার ফলে তাঁর অবস্থার আরও অবনতি হয়েছে ।

অভিনেতার ম্যানেজার শশী সিং জানিয়েছেন, এদিন কলকাতায় আসার কথা ছিল অভিনেতার ৷ একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল তাঁর ৷ এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগেই দুর্ঘটনাটি ঘটে ৷ প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, গোবিন্দা এদিন সকালে কোথাও বেড়াতে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে । বেরনোর আগে নিজের লাইসেন্সপ্রাপ্ত রিভলবারটি পরিষ্কার করার সময় এ ঘটনা ঘটেছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

কলকাতায় আসার আগেই গুলিবিদ্ধ গোবিন্দা (ইটিভি ভারত)

একটি অডিয়ো বার্তায় অভিনেতা জানিয়েছেন, ‘‘আমার ভক্ত, বাবা-মা এবং ঈশ্বরের আশীর্বাদে আমি এখন ভালো আছি । দুর্ঘটনাবশত একটি গুলি লেগেছিল, সেটি বের করা হয়েছে । ডাক্তার আগরওয়ালকে ধন্যবাদ জানাই । আমি আপনাদের সকলকে আপনাদের প্রার্থনার জন্য ধন্যবাদ জানাই ।’’

2004 থেকে 2009 পর্যন্ত সক্রিয় রাজনীতিতে ছিলেন গোবিন্দা ৷ কংগ্রেসের টিকিটে মুম্বই উত্তর আসন থেকে জিতে লোকসভাতেও গিয়েছিলেন ৷ বিজেপি নেতা রাম নায়েককে পরাজিত করেন তিনি ৷ তারপর ব্যক্তিগত কারণে রাজনীতিকে বিদায় জানান ‘হিরো নম্বর ওয়ান’ ৷ 14 বছরের বনবাস কাটিয়ে চলতি বছরে ফের রাজনীতির আঙিনায় এসেছেন গোবিন্দা ৷ লোকসভা নির্বাচনের ঠিক আগেই শিবসেনায় যোগ দিয়েছেন তিনি ৷

21 ডিসেম্বর, 1963 সালে জন্মানো গোবিন্দার টিনশেল টাউনে আত্মপ্রকাশ 1986 সালে ৷ প্রায় চার দশকে 130টিরও বেশি সিনেমায় মুখ দেখিয়েছেন ‘রাজাবাবু’ ৷ সাম্প্রতিক সময়ে পর্দায় খুব একটা না-দেখা গেলেও গোবিন্দার জনপ্রিয়তা এখনও অটুট ৷

আরও পড়ুন:

মুম্বই, 1 অক্টোবর: গুলিবিদ্ধ অভিনেতা গোবিন্দ ৷ মঙ্গলবার ভোর 5টা নাগাদ গুলি লাগে তাঁর ৷ এই মুহুর্তে আইসিইউ’তে চিকিৎসাধীন তিনি ৷ জানা গিয়েছে, নিজের লাইসেন্সপ্রাপ্ত বন্দুক থেকে দুর্ঘটনাবশত গুলি চালিয়ে ফেলেন তিনি ৷ পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ হওয়ার পরই অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ অভিনেতার প্রচুর রক্তক্ষরণ হয়েছে ৷ যার ফলে তাঁর অবস্থার আরও অবনতি হয়েছে ।

অভিনেতার ম্যানেজার শশী সিং জানিয়েছেন, এদিন কলকাতায় আসার কথা ছিল অভিনেতার ৷ একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল তাঁর ৷ এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগেই দুর্ঘটনাটি ঘটে ৷ প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, গোবিন্দা এদিন সকালে কোথাও বেড়াতে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে । বেরনোর আগে নিজের লাইসেন্সপ্রাপ্ত রিভলবারটি পরিষ্কার করার সময় এ ঘটনা ঘটেছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

কলকাতায় আসার আগেই গুলিবিদ্ধ গোবিন্দা (ইটিভি ভারত)

একটি অডিয়ো বার্তায় অভিনেতা জানিয়েছেন, ‘‘আমার ভক্ত, বাবা-মা এবং ঈশ্বরের আশীর্বাদে আমি এখন ভালো আছি । দুর্ঘটনাবশত একটি গুলি লেগেছিল, সেটি বের করা হয়েছে । ডাক্তার আগরওয়ালকে ধন্যবাদ জানাই । আমি আপনাদের সকলকে আপনাদের প্রার্থনার জন্য ধন্যবাদ জানাই ।’’

2004 থেকে 2009 পর্যন্ত সক্রিয় রাজনীতিতে ছিলেন গোবিন্দা ৷ কংগ্রেসের টিকিটে মুম্বই উত্তর আসন থেকে জিতে লোকসভাতেও গিয়েছিলেন ৷ বিজেপি নেতা রাম নায়েককে পরাজিত করেন তিনি ৷ তারপর ব্যক্তিগত কারণে রাজনীতিকে বিদায় জানান ‘হিরো নম্বর ওয়ান’ ৷ 14 বছরের বনবাস কাটিয়ে চলতি বছরে ফের রাজনীতির আঙিনায় এসেছেন গোবিন্দা ৷ লোকসভা নির্বাচনের ঠিক আগেই শিবসেনায় যোগ দিয়েছেন তিনি ৷

21 ডিসেম্বর, 1963 সালে জন্মানো গোবিন্দার টিনশেল টাউনে আত্মপ্রকাশ 1986 সালে ৷ প্রায় চার দশকে 130টিরও বেশি সিনেমায় মুখ দেখিয়েছেন ‘রাজাবাবু’ ৷ সাম্প্রতিক সময়ে পর্দায় খুব একটা না-দেখা গেলেও গোবিন্দার জনপ্রিয়তা এখনও অটুট ৷

আরও পড়ুন:

Last Updated : Oct 1, 2024, 12:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.