ETV Bharat / entertainment

এলো চুল-আলুথালু শাড়ি, মনে মনে আবিরকে কল্পনা করে লজ্জায় লাল ঋতাভরী - Aaj Shara Bela Bohurupi Songs

Bohurupi New Song: নন্দিতা-শিবপ্রসাদের ছবিতে গানে গানে ম্যাজিক তৈরি করলেন অনুপম রায় ও শ্রেয়া ঘোষাল ৷ 'শিমুল পলাশ'-এর পর আবির-ঋতাভরী জুটিতে মুক্তি পেল নতুন গান ৷

Bohurupi New Song
'আজ সারা বেলা' গানের দৃশ্য (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Sep 20, 2024, 12:56 PM IST

Updated : Sep 20, 2024, 1:06 PM IST

কলকাতা, 20 সেপ্টেম্বর: সোশাল চার্টবিটে 'শিমুল পলাশ' ট্রেন্ডিংয়ের পর সামনে এল নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত 'বহুরূপী'র নতুন গান 'আজ সারা বেলা'। রোম্যান্টিক মুডে ফের একবার ধরা দিলেন ফাটাফাটি জুটি ৷ অর্থাৎ পর্দায় আবির চট্টোপাধ্যায় এবং ঋতাভরী চক্রবর্তীর কেমিষ্ট্রি জমে ক্ষীর ৷ অনুপম রায়ের কথায় এবং সুরে গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল ৷

অনুপমের সুরে একাধিক গানে কণ্ঠ দিয়েছেন শ্রেয়া ৷ এই গানের ক্ষেত্রে তিনি বলেন, "সহজ কথায় বলতে গেলে এটি একটি সুন্দর গান। গানটির কথা ও সুরও আমার বেশ পছন্দের। তার উপরে গানটি সুন্দরভাবে ভিজ্যুয়ালাইজ করা হয়েছে ।

আমার মনে হয়, অনুপম রায় যা কিছু তৈরি করেন তা তাঁর হৃদয় থেকে আসে। ওঁর তৈরি যে সমস্ত গান আমি আজ অবধি গেয়েছি তা সবসময়ই আমার প্রিয় হয়ে উঠেছে এবং এটিও এর ব্যতিক্রম নয়।"
Bohurupi New Song launch
'আজ সারা বেলা' গান প্রকাশের অনুষ্ঠান (PR Handout)

শ্রেয়া অনুরাগী অনুপম রায় বলেন, "গানটা লেখার সময় থেকেই আমার মনে হয়েছে এটা শ্রেয়ার কণ্ঠের জন্য আদর্শ। এই রেকর্ডিংটি করার জন্য আমি গত ছয় মাস ধরে শ্রেয়াকে ফলো করেছি। অপেক্ষায় ছিলাম কবে ওঁর সময় পাব। অবশেষে কাজটা একসঙ্গে করতে পেরেছি, তাই ভালো লাগছে।"

Bohurupi New Song
শ্রেয়া ঘোষালের সঙ্গে অনুপম রায় (PR Handout)

পুজোর আবহে পর্দায় আসছে 'বহুরূপী' ৷ এই ছবিতে ঋতাভরীর চরিত্রের নাম পরী ও আবিরকে দেখা গিয়েছে এসআই সুমন্ত ঘোষালের চরিত্রে ৷ দিনের শেষে ক্লান্ত সুমন্ত যখন বাড়ি ফেরে তখন অপেক্ষারত স্ত্রী মন ভোলাতে ব্যস্ত ৷ পর্দায় এই গানের দৃশ্যায়ন অনবদ্য ৷ ভালোবাসামাখা গানের মাধুর্য ও ছবির আনন্দ নিতে গেলে যেতে হবে প্রেক্ষাগৃহে ৷ ছবিতে আবির এবং ঋতাভরী ছাড়াও রয়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায়, রেশমি সেন, নীল মুখোপাধ্যায়, প্রদীপ ভট্টাচার্য প্রমুখ। মূলত, ছবিটি 1998 থেকে 2005 সালের মধ্যে বাংলায় ঘটে যাওয়া বিভিন্ন অপরাধমূলক ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে ।

কলকাতা, 20 সেপ্টেম্বর: সোশাল চার্টবিটে 'শিমুল পলাশ' ট্রেন্ডিংয়ের পর সামনে এল নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত 'বহুরূপী'র নতুন গান 'আজ সারা বেলা'। রোম্যান্টিক মুডে ফের একবার ধরা দিলেন ফাটাফাটি জুটি ৷ অর্থাৎ পর্দায় আবির চট্টোপাধ্যায় এবং ঋতাভরী চক্রবর্তীর কেমিষ্ট্রি জমে ক্ষীর ৷ অনুপম রায়ের কথায় এবং সুরে গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল ৷

অনুপমের সুরে একাধিক গানে কণ্ঠ দিয়েছেন শ্রেয়া ৷ এই গানের ক্ষেত্রে তিনি বলেন, "সহজ কথায় বলতে গেলে এটি একটি সুন্দর গান। গানটির কথা ও সুরও আমার বেশ পছন্দের। তার উপরে গানটি সুন্দরভাবে ভিজ্যুয়ালাইজ করা হয়েছে ।

আমার মনে হয়, অনুপম রায় যা কিছু তৈরি করেন তা তাঁর হৃদয় থেকে আসে। ওঁর তৈরি যে সমস্ত গান আমি আজ অবধি গেয়েছি তা সবসময়ই আমার প্রিয় হয়ে উঠেছে এবং এটিও এর ব্যতিক্রম নয়।"
Bohurupi New Song launch
'আজ সারা বেলা' গান প্রকাশের অনুষ্ঠান (PR Handout)

শ্রেয়া অনুরাগী অনুপম রায় বলেন, "গানটা লেখার সময় থেকেই আমার মনে হয়েছে এটা শ্রেয়ার কণ্ঠের জন্য আদর্শ। এই রেকর্ডিংটি করার জন্য আমি গত ছয় মাস ধরে শ্রেয়াকে ফলো করেছি। অপেক্ষায় ছিলাম কবে ওঁর সময় পাব। অবশেষে কাজটা একসঙ্গে করতে পেরেছি, তাই ভালো লাগছে।"

Bohurupi New Song
শ্রেয়া ঘোষালের সঙ্গে অনুপম রায় (PR Handout)

পুজোর আবহে পর্দায় আসছে 'বহুরূপী' ৷ এই ছবিতে ঋতাভরীর চরিত্রের নাম পরী ও আবিরকে দেখা গিয়েছে এসআই সুমন্ত ঘোষালের চরিত্রে ৷ দিনের শেষে ক্লান্ত সুমন্ত যখন বাড়ি ফেরে তখন অপেক্ষারত স্ত্রী মন ভোলাতে ব্যস্ত ৷ পর্দায় এই গানের দৃশ্যায়ন অনবদ্য ৷ ভালোবাসামাখা গানের মাধুর্য ও ছবির আনন্দ নিতে গেলে যেতে হবে প্রেক্ষাগৃহে ৷ ছবিতে আবির এবং ঋতাভরী ছাড়াও রয়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায়, রেশমি সেন, নীল মুখোপাধ্যায়, প্রদীপ ভট্টাচার্য প্রমুখ। মূলত, ছবিটি 1998 থেকে 2005 সালের মধ্যে বাংলায় ঘটে যাওয়া বিভিন্ন অপরাধমূলক ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে ।

Last Updated : Sep 20, 2024, 1:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.