হায়দরাবাদ, 16 অগস্ট: 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার (2022-23) ঘোষণা হতে চলেছে আজ ৷ জানা গিয়েছে দুপুর 1.30 মিনিটে জাতীয় পুরস্কারপ্রাপ্ত বিজেতাদের নাম ঘোষণা করা হবে ৷ অতিমারি করোনার কারণে দু'বছর এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়নি ৷ ফলে 2022 সালে মুক্তি পাওয়া ছবিগুলির মধ্যেই হয়েছে প্রতিযোগিতা ৷ এবার হিট ছবি 'টুয়েলভথ ফেল'-এর জন্য বিক্রান্ত মেসি সেরা অভিনেতার তালিকায় প্রথম স্থানে রয়েছে ৷ পাশাপাশি রয়েছেন দক্ষিণী তারকা মাম্মুটী ম্যাসির হিট এবং দক্ষিণী ছবি নানপাকল নেরাথু মায়াক্কম ছবির জন্য প্রতিযোগিতায় রয়েছেন সুপারস্টার মামুটির নামও ৷
আর কারা কারা রয়েছেন সেরার শিরোপা দখলের লড়াইয়ে....
বিক্রান্ত ও মাম্মুটি ছাড়াও প্রথম স্থানে লড়াইয়ে রয়েছেন কন্নড় অভিনতো ঋষভ শেট্টি ৷ কান্তারা ছবির জন্য তিনি প্রতিযোগিতায় সেরা অভিনেতা হিসাবে প্রথম স্থান দখল করতে পারেন ৷ তবে এখনও পর্যন্ত সেরা অভিনেত্রী বা সেরা ছবির তালিকায় প্রতিযোগিতায় কারা রয়েছে তা জানা যায়নি ৷
2023 সালে, 69তম জাতীয় পুরস্কার অনুষ্ঠানে সেরা অভিনেতা হিসাবে নাম ঘোষণা হয়েছিল আল্লু অর্জুনের ৷ 'পুষ্পা: দ্য রাইজ' (2021 ) ছবির জন্য তিনি সেরা অভিনেতা হিসাবে নির্বাচিত হন ৷ একই সঙ্গে আলিয়া ভাট এবং কৃতি শ্যানন জেতেন সেরা অভিনেত্রীর পুরস্কার ৷ আলিয়া জেতেন 'গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি' ছবির জন্য এবং কৃতি জেতেন 'মিমি' ছবির জন্য ৷ সেরা ফিচার ফিল্ম ছিল রকেট্রি দ্য নাম্বি এফেক্ট ৷
শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পান নিখিল মহাজন (গোদাবরী) ৷ সেরা জনপ্রিয় চলচ্চিত্র হিসাবে পুরস্কৃত হয় আরআরআর ৷ সেরা পার্শ্ব অভিনেতা হিসাবে জাতীয় পুরস্কার পান পঙ্কজ ত্রিপাঠি (মিমি) ৷ সেরা পার্শ্ব অভিনেত্রী হিসাবে জাতীয় পুরস্কার পান পল্লবী যোশি (দ্য কাশ্মীর ফাইলস) ৷ এবার দেশের রাজধানী নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে 70তম জাতীয় পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করা হবে ৷