ETV Bharat / entertainment

জাতীয় পুরস্কারপ্রাপ্তিতে উচ্ছ্বসিত জীতু-শ্রাবন্তী, 'দায়িত্ব বেড়ে গেল' জানালেন 'অপরাজিত'র মেকআপ আর্টিস্ট - 70th National Film Awards 2024 - 70TH NATIONAL FILM AWARDS 2024

Winners of 70th National Film Awards announced: জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে আবারও গর্বের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াল বাংলা সিনেমা ৷ অনীক দত্ত ও কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবির হাত ধরে এল জাতীয় পুরস্কার ৷ সেরা গায়ক হিসাবে জাতীয় পুরস্কার আনলেন অরিজিৎ সিং-ও ৷

Winners of 70th National Film Awards announced
জাতীয় পুরস্কার এল বাংলা সিনেমার ঘরে (সোশাল মিডিয়া)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Aug 16, 2024, 5:31 PM IST

Updated : Aug 16, 2024, 8:08 PM IST

কলকাতা, 16 অগস্ট: শুক্রবার ঘোষিত হয়েছে 70 তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম। এবারও জয়জয়কার বাংলা সিনেমার। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের ঝুলিতে আবারও এল জাতীয় পুরস্কার ৷ সেরা গায়ক হিসাবে জাতীয় পুরস্কার পেলেন অরিজিৎ সিং ৷ জাতীয় পুরস্কার দখল করল অনীক দত্ত পরিচালিত, জীতু কমল অভিনীত 'অপরাজিত' ছবিও ৷ পাশাপাশি, স্বনামধন্য সঙ্গীত শিল্পী সলীল চৌধুরীর ছেলে সঞ্জয় চৌধুরী মালয়ালম ছবি 'কাধিকান'-এর জন্য পেয়েছেন বেস্ট মিউজিক ডিরেক্টর অ্যাওয়ার্ড (স্পেশাল মেনশন ক্যাটাগরি)।

সঙ্গীত পরিচালক সঞ্জয় ইটিভি ভারতকে বলেন, "অ্যাওয়ার্ড পাওয়ার জন্য তো কখনও কাজ করি না। কাজটা করে যাই। অ্যাওয়ার্ড পেলে ভালো লাগে। আর দায়িত্ব সবসময়ই থাকে।"

অনীক দত্ত পরিচালিত 'অপরাজিত' ছবি পেয়েছে জোড়া জাতীয় পুরস্কার। 'বেস্ট মেক আপ' এবং 'বেস্ট প্রোডাকশন ডিজাইন' অ্যাওয়ার্ড এসেছে ঝুলিতে। মেক আপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু ও প্রোডাকশন ডিজাইনার আনন্দ আঢ্য এই খবরে উচ্ছ্বসিত। সোমনাথ কুণ্ডু বলেন, "দায়িত্ব বেড়ে গেল। আর ফাঁকি মারা যাবে না। সৃজিত মুখোপাধ্যায়, শ্রীপর্ণা মিত্র (ছবির স্ক্রিপ্ট রাইটার), অম্বরীশ ভট্টাচার্য আমাকে ফোন করেন কয়েক মাইক্রো সেকেন্ডের ব্যবধানে। প্রযোজক হাসানদা-সহ আরও ফোন আসে। আমার বিশ্বাসই হচ্ছিল না। একের পর এক ফোনে বিশ্বাস হচ্ছে। বাড়িতে মা, স্ত্রী আর ছেলেকে জানিয়েছি। টিভি খুলে দেখতে বলেছি। আনন্দ লাগছে।"

'অপরাজিত'র পুরস্কারপ্রাপ্তি নিয়ে জীতু কমল বলেন, "খুব আনন্দ লাগছে। সোমনাথদা আর আনন্দদা পুরস্কার না পেলে আমার খারাপ লাগত। এই দু'জন যেভাবে খেটেছে ছবিটার জন্য, তাতে পুরস্কারটা ওদের প্রাপ্য। সোমনাথদা আমাকে যেভাবে সাজিয়েছিলেন আমি নিজে নিজেকে চিনতে পারিনি একসময়। আমার গোটা টিমকে এর জন্য সাধুবাদ জানাই। পরিচালক অনীক দত্তকে তো বটেই।" অভিনেতা জীতু এই প্রসঙ্গে 'কাবেরী অন্তর্ধান' ছবিটিকেও শুভেচ্ছা জানিয়েছেন।

2023 সালে কৌশিক গঙ্গোপাধ্যায়ের হাত ধরে সুরিন্দর ফিল্মস-এর প্রযোজনায় মুক্তি পায় 'কাবেরী অন্তর্ধান'। শ্রাবন্তী চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, ইন্দ্রনীল সেনগুপ্ত, কৌশিক গঙ্গোপাধ্যায়, কৌশিক সেন, ইন্দ্রাশিস রায় অভিনয় করেন এই ছবিতে। শ্রাবন্তী ছবির জাতীয় পুরস্কারপ্রাপ্তি প্রসঙ্গে বলেন, "একজন অভিনেত্রীর কাছে তাঁর ছবির জাতীয় পুরস্কারপ্রাপ্তির থেকে বড় প্রাপ্তি কিছু হতে পারে না। এত খারাপ সব খবরের মাঝে একটা ভালো খবর অন্তত পেলাম। আমি আজ দারুণ আনন্দিত।" এই বিষয়ে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়েরে সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে ফোনের উত্তর পাওয়া যায়নি।

কলকাতা, 16 অগস্ট: শুক্রবার ঘোষিত হয়েছে 70 তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম। এবারও জয়জয়কার বাংলা সিনেমার। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের ঝুলিতে আবারও এল জাতীয় পুরস্কার ৷ সেরা গায়ক হিসাবে জাতীয় পুরস্কার পেলেন অরিজিৎ সিং ৷ জাতীয় পুরস্কার দখল করল অনীক দত্ত পরিচালিত, জীতু কমল অভিনীত 'অপরাজিত' ছবিও ৷ পাশাপাশি, স্বনামধন্য সঙ্গীত শিল্পী সলীল চৌধুরীর ছেলে সঞ্জয় চৌধুরী মালয়ালম ছবি 'কাধিকান'-এর জন্য পেয়েছেন বেস্ট মিউজিক ডিরেক্টর অ্যাওয়ার্ড (স্পেশাল মেনশন ক্যাটাগরি)।

সঙ্গীত পরিচালক সঞ্জয় ইটিভি ভারতকে বলেন, "অ্যাওয়ার্ড পাওয়ার জন্য তো কখনও কাজ করি না। কাজটা করে যাই। অ্যাওয়ার্ড পেলে ভালো লাগে। আর দায়িত্ব সবসময়ই থাকে।"

অনীক দত্ত পরিচালিত 'অপরাজিত' ছবি পেয়েছে জোড়া জাতীয় পুরস্কার। 'বেস্ট মেক আপ' এবং 'বেস্ট প্রোডাকশন ডিজাইন' অ্যাওয়ার্ড এসেছে ঝুলিতে। মেক আপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু ও প্রোডাকশন ডিজাইনার আনন্দ আঢ্য এই খবরে উচ্ছ্বসিত। সোমনাথ কুণ্ডু বলেন, "দায়িত্ব বেড়ে গেল। আর ফাঁকি মারা যাবে না। সৃজিত মুখোপাধ্যায়, শ্রীপর্ণা মিত্র (ছবির স্ক্রিপ্ট রাইটার), অম্বরীশ ভট্টাচার্য আমাকে ফোন করেন কয়েক মাইক্রো সেকেন্ডের ব্যবধানে। প্রযোজক হাসানদা-সহ আরও ফোন আসে। আমার বিশ্বাসই হচ্ছিল না। একের পর এক ফোনে বিশ্বাস হচ্ছে। বাড়িতে মা, স্ত্রী আর ছেলেকে জানিয়েছি। টিভি খুলে দেখতে বলেছি। আনন্দ লাগছে।"

'অপরাজিত'র পুরস্কারপ্রাপ্তি নিয়ে জীতু কমল বলেন, "খুব আনন্দ লাগছে। সোমনাথদা আর আনন্দদা পুরস্কার না পেলে আমার খারাপ লাগত। এই দু'জন যেভাবে খেটেছে ছবিটার জন্য, তাতে পুরস্কারটা ওদের প্রাপ্য। সোমনাথদা আমাকে যেভাবে সাজিয়েছিলেন আমি নিজে নিজেকে চিনতে পারিনি একসময়। আমার গোটা টিমকে এর জন্য সাধুবাদ জানাই। পরিচালক অনীক দত্তকে তো বটেই।" অভিনেতা জীতু এই প্রসঙ্গে 'কাবেরী অন্তর্ধান' ছবিটিকেও শুভেচ্ছা জানিয়েছেন।

2023 সালে কৌশিক গঙ্গোপাধ্যায়ের হাত ধরে সুরিন্দর ফিল্মস-এর প্রযোজনায় মুক্তি পায় 'কাবেরী অন্তর্ধান'। শ্রাবন্তী চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, ইন্দ্রনীল সেনগুপ্ত, কৌশিক গঙ্গোপাধ্যায়, কৌশিক সেন, ইন্দ্রাশিস রায় অভিনয় করেন এই ছবিতে। শ্রাবন্তী ছবির জাতীয় পুরস্কারপ্রাপ্তি প্রসঙ্গে বলেন, "একজন অভিনেত্রীর কাছে তাঁর ছবির জাতীয় পুরস্কারপ্রাপ্তির থেকে বড় প্রাপ্তি কিছু হতে পারে না। এত খারাপ সব খবরের মাঝে একটা ভালো খবর অন্তত পেলাম। আমি আজ দারুণ আনন্দিত।" এই বিষয়ে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়েরে সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে ফোনের উত্তর পাওয়া যায়নি।

Last Updated : Aug 16, 2024, 8:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.