ETV Bharat / entertainment

লরেন্স বিষ্ণোইয়ের নামে সলমনের বাড়ির সামনে থেকে ক্যাব বুক, গ্রেফতার অভিযুক্ত - SALMAN KHAN - SALMAN KHAN

Fire at Salman Khan's residence: লরেন্স বিষ্ণোইয়ের নামে বুক করা ক্যাবে গ্যালাক্সির সামনে ৷ রবিবার সলমন খানের বাড়িতে গুলি চালানোর পর এই ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে ৷

Etv Bharat
সলমন খান
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 20, 2024, 1:47 PM IST

হায়দরাবাদ, 20 এপ্রিল: রবিবারই সলমন খানের বাড়ি সামনে গুলি চালনার ঘটনায় গ্যালাক্সির সামনে বাড়ানো হয়েছে নিরাপত্তা ৷ এই পরিস্থিতিতে শুক্রবার সামনে এল সম্পূর্ণ অন্য এক চাঞ্চল্যকর ঘটনা ৷ 20 বছরের এক যুবক গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নামে ক্যাব বুক করে ভাইজানের বাড়ির সামনে ৷ অভিযুক্তের নাম রোহিত ত্যাগি ৷ উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা তিনি ৷ এই ঘটনা সামনে আসতেই মুম্বই পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্তকে ৷

পুলিশ জানিয়েছে, গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে যখন ক্যাব পৌঁছয় তখন চালক বাইরে থাকা নিরাপত্তারক্ষীর কাছ থেকে জানতে চান লরেন্স বিষ্ণোইয়ের বাড়ি কোনটা ৷ তাঁর নামে ক্যাব বুক করা হয়েছে ৷ সংশ্লিষ্ট নিরাপত্তারক্ষী গ্যাংস্টারের নাম শুনে প্রথমে চমকে যান ৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বান্দ্রা থানায় ৷ এরপরে ঘটনাস্থলে পুলিশ এসে ক্যাব চালককে জিজ্ঞাসাবাদ করেন ৷ তখনই জানতে পারেন এক ব্যক্তি লরেন্স বিষ্ণোইয়ের নামে গ্যালাক্সির সামনে ক্যাব নিয়ে যাওয়ার জন্য অনলাইনে বুক করেছিলেন ৷

তদন্তে পুলিশ জানিয়েছে, 20 বছর বয়সী গাজিয়াবাদের এক ছাত্র প্র্যাঙ্ক করেছেন ৷ নাম রোহিত ত্যাগি ৷ তিনি নাকি মজার ছলে এই কাজ করেছেন বলে জানা গিয়েছে ৷ এরপরেই পুলিশ অভিযোগ দায়ের করে গাজিয়াবাদ থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে ৷ মুম্বইয়ে এনে আদালতে তোলা হলে বিচারক দু'দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷ এর আগে কচ্ছ ক্রাইম ব্রাঞ্চ পুলিশ সলমন খানের বাড়িতে গুলি চালানোর ঘটনায় যুক্ত সন্দেহে দু'জনকে গ্রেফতার করেছে ৷ অভিযুক্তের নাম ভিকি গুপ্তা (24) ও সাগর পাল (21) ৷ আদালতে পেশ করার আগে তাদের শারীরিক পরীক্ষা করানো হয়েছে বলে জানা গিয়েছে ৷

জানা যায়, রবিবার বিকেল 5টা নাগাদ ভিকি ও সাগর এখটি মোটরবাইক চেপে আসেন গ্যালাক্সির সামনে ৷ সেখানে চার রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় তারা ৷ সিসিটিভি ফুটেজ খতিয়ে তাদের গ্রেফতার করে পুলিস ৷ কচ্ছ ডিএসপি এআর জনকান্ত জানিয়েছেন তদন্তে জানা গিয়েছে, এই দুই অভিযুক্ত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য ৷ উল্লেখ্য, এই মুহূর্তে দুবাইয়ে রয়েছেন সলমন খান ৷ শুক্রবার রাতেই তিনি সেখানে পৌঁছে গিয়েছেন ৷ ক্যারাটে কম্ব্য়াট নামে এই অনুষ্ঠানে অতিথি হিসাবে যোগ দিতে গিয়েছেন তিনি ৷

আরও পড়ুন:

1. সলমনের বাড়িতে শিন্ডে, লরেন্স বিষ্ণোই গ্যাংকে শেষ করার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী

2. সলমনের অ্যাপার্টমেন্টের বাইরে গুলি, দুষ্কৃতীদের মধ্যে একজন গুরুগ্রামের বাসিন্দা

3. 'কবীর সিং' ছবিতে আদিলকে সরাবে এইআই, সন্দীপ রেড্ডির পালটায় বি-টাউনে বাড়ছে ঠান্ডা লড়াই

হায়দরাবাদ, 20 এপ্রিল: রবিবারই সলমন খানের বাড়ি সামনে গুলি চালনার ঘটনায় গ্যালাক্সির সামনে বাড়ানো হয়েছে নিরাপত্তা ৷ এই পরিস্থিতিতে শুক্রবার সামনে এল সম্পূর্ণ অন্য এক চাঞ্চল্যকর ঘটনা ৷ 20 বছরের এক যুবক গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নামে ক্যাব বুক করে ভাইজানের বাড়ির সামনে ৷ অভিযুক্তের নাম রোহিত ত্যাগি ৷ উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা তিনি ৷ এই ঘটনা সামনে আসতেই মুম্বই পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্তকে ৷

পুলিশ জানিয়েছে, গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে যখন ক্যাব পৌঁছয় তখন চালক বাইরে থাকা নিরাপত্তারক্ষীর কাছ থেকে জানতে চান লরেন্স বিষ্ণোইয়ের বাড়ি কোনটা ৷ তাঁর নামে ক্যাব বুক করা হয়েছে ৷ সংশ্লিষ্ট নিরাপত্তারক্ষী গ্যাংস্টারের নাম শুনে প্রথমে চমকে যান ৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বান্দ্রা থানায় ৷ এরপরে ঘটনাস্থলে পুলিশ এসে ক্যাব চালককে জিজ্ঞাসাবাদ করেন ৷ তখনই জানতে পারেন এক ব্যক্তি লরেন্স বিষ্ণোইয়ের নামে গ্যালাক্সির সামনে ক্যাব নিয়ে যাওয়ার জন্য অনলাইনে বুক করেছিলেন ৷

তদন্তে পুলিশ জানিয়েছে, 20 বছর বয়সী গাজিয়াবাদের এক ছাত্র প্র্যাঙ্ক করেছেন ৷ নাম রোহিত ত্যাগি ৷ তিনি নাকি মজার ছলে এই কাজ করেছেন বলে জানা গিয়েছে ৷ এরপরেই পুলিশ অভিযোগ দায়ের করে গাজিয়াবাদ থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে ৷ মুম্বইয়ে এনে আদালতে তোলা হলে বিচারক দু'দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷ এর আগে কচ্ছ ক্রাইম ব্রাঞ্চ পুলিশ সলমন খানের বাড়িতে গুলি চালানোর ঘটনায় যুক্ত সন্দেহে দু'জনকে গ্রেফতার করেছে ৷ অভিযুক্তের নাম ভিকি গুপ্তা (24) ও সাগর পাল (21) ৷ আদালতে পেশ করার আগে তাদের শারীরিক পরীক্ষা করানো হয়েছে বলে জানা গিয়েছে ৷

জানা যায়, রবিবার বিকেল 5টা নাগাদ ভিকি ও সাগর এখটি মোটরবাইক চেপে আসেন গ্যালাক্সির সামনে ৷ সেখানে চার রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় তারা ৷ সিসিটিভি ফুটেজ খতিয়ে তাদের গ্রেফতার করে পুলিস ৷ কচ্ছ ডিএসপি এআর জনকান্ত জানিয়েছেন তদন্তে জানা গিয়েছে, এই দুই অভিযুক্ত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য ৷ উল্লেখ্য, এই মুহূর্তে দুবাইয়ে রয়েছেন সলমন খান ৷ শুক্রবার রাতেই তিনি সেখানে পৌঁছে গিয়েছেন ৷ ক্যারাটে কম্ব্য়াট নামে এই অনুষ্ঠানে অতিথি হিসাবে যোগ দিতে গিয়েছেন তিনি ৷

আরও পড়ুন:

1. সলমনের বাড়িতে শিন্ডে, লরেন্স বিষ্ণোই গ্যাংকে শেষ করার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী

2. সলমনের অ্যাপার্টমেন্টের বাইরে গুলি, দুষ্কৃতীদের মধ্যে একজন গুরুগ্রামের বাসিন্দা

3. 'কবীর সিং' ছবিতে আদিলকে সরাবে এইআই, সন্দীপ রেড্ডির পালটায় বি-টাউনে বাড়ছে ঠান্ডা লড়াই

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.