ETV Bharat / business

ফ্রান্সের পর শ্রীলঙ্কা ও মরিশাসেও চালু হতে চলেছে ইউপিআই পরিষেবা - ইউপিআই পরিষেবা

UPI services: শ্রীলঙ্কা ও মরিশাসে চালু হতে চলেছে ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস ৷ সোমবার একটি ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে উপস্থিত থাকবেন দুই দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ANI

Published : Feb 12, 2024, 9:33 AM IST

নয়াদিল্লি, 12 ফেব্রুয়ারি: এবার শ্রীলঙ্কা ও মরিশাসে চালু হতে চলেছে ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস ৷ রবিবার বিদেশমন্ত্রকের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে ৷ পাশাপাশি মরিাশাসে চালু হবে রুপে কার্ডও ৷ এই পরিষেবার উদ্বোধনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, শ্রীলঙ্কার প্রসিডেন্ট রনিল বিক্রমসিংহ এবং মরিশাসের প্রধানমন্ত্রী প্রভীণ যুগনউথ ৷ সোমবার একটি ভিডিয়ো কনফারেন্সে মাধ্যমে উপস্থিত থাকবেন শ্রীলঙ্কা ও মরিশাসের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী ৷

এই ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই পেমেন্ট পরিষেবা চালু হলে পর্যটকদেরও সমস্যা অনেকটাই কমবে ৷ বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশ জুড়ে ডিজিটাল পরিষেবা চালু করেছেন ৷ যেখানে ইউপিআই পেমেন্টের উপর জোর দেওয়া হয়েছে ৷ এবার দেশের বাইরে গিয়েও ভারতীয়দের যাতে সমস্যায় পড়তে না হয় ৷ তবে ইউপিআই-এর মাধ্যমে পেমেন্ট চালু হলে আর্থিক লেনদেন আরও সহজ হবে ভারতীয়দের কাছে ৷ এই প্রসঙ্গেই বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, "শ্রীলঙ্কা ও মরিশাসের সঙ্গে ভারতের সাংস্কৃতিক মেল বন্ধন অত্যন্ত দৃঢ় ৷ আর্থিক লেনদেনের মাধ্যম হিসাবে ইউপিআই পরিষেবা চালু হলে আগামিদিনে ভারতের সঙ্গে শ্রীলঙ্কা ও মরিশাসের ডিজিটাল সংযোগ অত্যন্ত দৃঢ় হবে ৷"

ইউপিআই পরিষেবার পাশাপাশি মরিশাসে রুপে কার্ড পরিষেবা চালু হলে বিদেসে ঘুরতে গিয়েও সমস্য়া পড়তে হবে না ৷ শুধু ভারতীয়দের শ্রীলঙ্কা ভ্রমণ নয়, মরিশাস থেকে যে সমস্ত পর্যটক ভারতে ঘুরতে আসবেন তাঁরা উপকৃত হবেন এই ইউপিআই পরিষেবা চালু হলে ৷ রুপে কার্ডের মাধ্যমেও যেকেনও রকমের আর্থিক লেনদেন করতে পারবেন দুই দেশের পর্যটকরা ৷

প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেই ফ্রান্স ইউপিআই-এর মাধ্যমে আর্থিক লেনদেনের পক্রিয়া চালু হয়। এমনকী এই পরিষেবার মাধ্যমে ভারতীয় পর্যটকরা ইউপিআই ব্যবহার করে আইফেল টাওয়ারে টিকিও কাটতে পারবেন অনলাইনে ৷ যা পর্যটকদের আরও আইফেল টাওয়ার ভ্রমণকে আরও সহজ করে তুলবে ৷ পরিষেবা শুরুর কয়েকদিনের মধ্যেই ফ্রান্স ইউপিআই -এর মাধ্যেমে আর্থিক লেনদেন বেশ জনপ্রিয় হয়ে উঠেছ ৷

এই প্রসঙ্গেই এনপিসিআই ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেড বলেছে, এটি পর্যটন এবং খুচরা স্থানের অন্যান্য ব্যবসায়ীদের কাছে আরও জনপ্রিয় হয়ে উঠবে এই আশা রাখি ৷ ইউরোপের মধ্যে ফ্রান্স প্রথমদেশ যেখানে ইউপিআই পরিষেবা চালু হয়েছে ৷ আইফেল টাওয়ারে প্রথম ইউপিআইয়ের মাধ্যমে আর্থিক লেনদেন হয় ৷

আরও পড়ুন:

  1. বিতর্কের মাঝে নাম পরিবর্তন, পেটিএম এখন পাই প্ল্যাটফর্মস
  2. অফলাইনে ডিজিটাল রুপির লেনদেন চালুর ঘোষণা আরবিআই প্রধানের
  3. পেটিএমের পরিবর্তে অন্য পেমেন্ট অ্যাপ বেছে নিন, ব্যবসায়ীদের পরামর্শ সংগঠনের

নয়াদিল্লি, 12 ফেব্রুয়ারি: এবার শ্রীলঙ্কা ও মরিশাসে চালু হতে চলেছে ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস ৷ রবিবার বিদেশমন্ত্রকের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে ৷ পাশাপাশি মরিাশাসে চালু হবে রুপে কার্ডও ৷ এই পরিষেবার উদ্বোধনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, শ্রীলঙ্কার প্রসিডেন্ট রনিল বিক্রমসিংহ এবং মরিশাসের প্রধানমন্ত্রী প্রভীণ যুগনউথ ৷ সোমবার একটি ভিডিয়ো কনফারেন্সে মাধ্যমে উপস্থিত থাকবেন শ্রীলঙ্কা ও মরিশাসের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী ৷

এই ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই পেমেন্ট পরিষেবা চালু হলে পর্যটকদেরও সমস্যা অনেকটাই কমবে ৷ বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশ জুড়ে ডিজিটাল পরিষেবা চালু করেছেন ৷ যেখানে ইউপিআই পেমেন্টের উপর জোর দেওয়া হয়েছে ৷ এবার দেশের বাইরে গিয়েও ভারতীয়দের যাতে সমস্যায় পড়তে না হয় ৷ তবে ইউপিআই-এর মাধ্যমে পেমেন্ট চালু হলে আর্থিক লেনদেন আরও সহজ হবে ভারতীয়দের কাছে ৷ এই প্রসঙ্গেই বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, "শ্রীলঙ্কা ও মরিশাসের সঙ্গে ভারতের সাংস্কৃতিক মেল বন্ধন অত্যন্ত দৃঢ় ৷ আর্থিক লেনদেনের মাধ্যম হিসাবে ইউপিআই পরিষেবা চালু হলে আগামিদিনে ভারতের সঙ্গে শ্রীলঙ্কা ও মরিশাসের ডিজিটাল সংযোগ অত্যন্ত দৃঢ় হবে ৷"

ইউপিআই পরিষেবার পাশাপাশি মরিশাসে রুপে কার্ড পরিষেবা চালু হলে বিদেসে ঘুরতে গিয়েও সমস্য়া পড়তে হবে না ৷ শুধু ভারতীয়দের শ্রীলঙ্কা ভ্রমণ নয়, মরিশাস থেকে যে সমস্ত পর্যটক ভারতে ঘুরতে আসবেন তাঁরা উপকৃত হবেন এই ইউপিআই পরিষেবা চালু হলে ৷ রুপে কার্ডের মাধ্যমেও যেকেনও রকমের আর্থিক লেনদেন করতে পারবেন দুই দেশের পর্যটকরা ৷

প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেই ফ্রান্স ইউপিআই-এর মাধ্যমে আর্থিক লেনদেনের পক্রিয়া চালু হয়। এমনকী এই পরিষেবার মাধ্যমে ভারতীয় পর্যটকরা ইউপিআই ব্যবহার করে আইফেল টাওয়ারে টিকিও কাটতে পারবেন অনলাইনে ৷ যা পর্যটকদের আরও আইফেল টাওয়ার ভ্রমণকে আরও সহজ করে তুলবে ৷ পরিষেবা শুরুর কয়েকদিনের মধ্যেই ফ্রান্স ইউপিআই -এর মাধ্যেমে আর্থিক লেনদেন বেশ জনপ্রিয় হয়ে উঠেছ ৷

এই প্রসঙ্গেই এনপিসিআই ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেড বলেছে, এটি পর্যটন এবং খুচরা স্থানের অন্যান্য ব্যবসায়ীদের কাছে আরও জনপ্রিয় হয়ে উঠবে এই আশা রাখি ৷ ইউরোপের মধ্যে ফ্রান্স প্রথমদেশ যেখানে ইউপিআই পরিষেবা চালু হয়েছে ৷ আইফেল টাওয়ারে প্রথম ইউপিআইয়ের মাধ্যমে আর্থিক লেনদেন হয় ৷

আরও পড়ুন:

  1. বিতর্কের মাঝে নাম পরিবর্তন, পেটিএম এখন পাই প্ল্যাটফর্মস
  2. অফলাইনে ডিজিটাল রুপির লেনদেন চালুর ঘোষণা আরবিআই প্রধানের
  3. পেটিএমের পরিবর্তে অন্য পেমেন্ট অ্যাপ বেছে নিন, ব্যবসায়ীদের পরামর্শ সংগঠনের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.