ETV Bharat / business

বাজেটের পর 3 থেকে 15 লক্ষ টাকা বার্ষিক আয়ে আপনি কত টাকা ট্যাক্স দেবেন ? - Income Tax Calculator - INCOME TAX CALCULATOR

New Tax Regime: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তাঁর সপ্তম বাজেটে নতুন আয়কর ব্যবস্থার বেশ কয়েকটি ট্যাক্স স্ল্যাবে বড় পরিবর্তন করেছেন৷ আপনার বার্ষিক আয় 3 থেকে 15 লক্ষ টাকার মধ্যে হলে আপনাকে কত টাকা ট্যাক্স দিতে হবে বা কোন কোন খাতে আপনি আয়কর বাঁচাতে পারবেন? হিসেবটা ভাল করে বুঝে নিন...

Income Tax Calculator
বার্ষিক আয় 3 থেকে 15 লক্ষ টাকার মধ্যে হলে আপনাকে কত টাকা ট্যাক্স দিতে হবে? (প্রতীকী ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 24, 2024, 9:41 AM IST

Updated : Jul 24, 2024, 9:59 AM IST

কলকাতা, 24 জুলাই: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবারের বাজেটে দেশের আয়করদাতাদের একটি বড় উপহার দিয়েছেন৷ বিশেষ করে যাঁরা নতুন আয়কর ব্যবস্থা বেছে নিয়েছেন৷ যাঁদের বার্ষিক আয় 7 লক্ষ টাকা পর্যন্ত, তাদের কোনও রকম আয়কর দিতে হবে না৷ এই বাজেটে নতুন কর পরিকাঠামোয় ট্যাক্স স্ল্যাবে কয়েকটি পরিবর্তন আনা হয়েছে, যা আয়করদাতাদের আগের বারের চেয়ে আরও কিছুটা স্বস্তি দিতে যাচ্ছে৷

যাঁদের বার্ষিক আয় ৩-৭ লক্ষ টাকা পর্যন্ত, তাঁরা কী পেলেন এই বাজেটে?

পুরনো কর ব্যবস্থার অধীনে (Old Tax Regime), 0-3 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের উপর কোনও কর দিতে হবে না৷ কিন্তু 3-6 লক্ষ টাকা আয়ের উপর 5 শতাংশ হারে 15,000 টাকা কর দেওয়া হচ্ছে এবং 6-9 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের উপর 10 শতাংশ কর ধার্য করা হয়েছিল৷ বাজেটে ট্যাক্স স্ল্যাব পরিবর্তন করা হয়েছে৷ এখন 3-7 লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপর 5 শতাংশ কর দিতে হবে৷ তার মানে, পুরনো কর ব্যবস্থার অধীনে, যাদের আয় 7 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়, তাদের এখন 20,000 টাকা ট্যাক্স বহন করতে হবে যা আগে ছিল 25,000 টাকা৷ যদিও, নতুন কর ব্যবস্থার অধীনে (New Tax Regime) যাঁদের বার্ষিক আয় 7 লক্ষ টাকা তাদের কোনও আয়কর দিতে হবে না৷ কারণ, কেন্দ্রীয় সরকার আয়কর আইনের 87এ ধারায় 7 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কর ছাড় দেয়৷ এর উপরে, বেতনভোগী পেশাদারদের জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশন বা বাড়তি কর ছাড়ের সুযোগ রয়েছে, যার সীমা 50,000 টাকা থেকে বাড়িয়ে এবারের বাজেটে 75,000 টাকা করা হয়েছে৷

বার্ষিক 9 লক্ষ টাকা আয়কারীরা কতটা স্বস্তি পাচ্ছেন?

ধরুন একজন করদাতার বার্ষিক আয় 9 লক্ষ টাকা এবং তিনি নতুন কর ব্যবস্থা (New Tax Regime) বেছে নিয়েছেন, এ ক্ষেত্রে এই ধরনের করদাতারা কর ছাড়ের সুবিধা পাবেন না৷ এর আগে, 9 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের করদাতাদের 45,000 টাকা আয়কর দিতে হতো৷ এখন ট্যাক্স স্ল্যাব পরিবর্তনের পর তাঁদের 40,000 টাকা আয়কর দিতে হবে৷ অর্থাৎ, এবারের বাজেটে 5,000 টাকা কর সাশ্রয়ের সুবিধা পেতে চলেছেন বার্ষিক 9 লক্ষ টাকা আয়কারীরা ৷

10 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের উপর কত ট্যাক্স দিতে হবে?

যদি একজন ব্যক্তির বার্ষিক আয় 10 লক্ষ টাকা হয়, তবে নতুন কর ব্যবস্থার (New Tax Regime) পুরানো ট্যাক্স স্ল্যাব অনুযায়ী, তাঁকে 60,000 টাকা আয়কর দিতে হতো ৷ কিন্তু ট্যাক্স স্ল্যাব পরিবর্তনের পরে, এই আয়ের শ্রেণিতে পড়া করদাতাদের 50,000 টাকা কর দিতে হবে৷ এর মানে হল, আগের তুলনায় আয়কর বাবদ 10,000 টাকা সাশ্রয় হবে৷

15 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের উপর কত ট্যাক্স দিতে হবে?

নতুন কর ব্যবস্থায়, 15 লক্ষ টাকার বার্ষিক আয়ের করদাতাদের পুরানো ট্যাক্স স্ল্যাব অনুযায়ী 1.50 লক্ষ টাকা কর দিতে হয়৷ কিন্তু ট্যাক্স স্ল্যাব পরিবর্তনের পর তাঁদের 1.40 লক্ষ টাকা ট্যাক্স দিতে হবে৷ অর্থাৎ, আগের তুলনায় তাঁদের 10,000 টাকা সাশ্রয় হবে৷ এর উপরে, বেতনভোগী পেশাদাররা 75,000 টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশনের সুবিধা পাবেন ৷

কলকাতা, 24 জুলাই: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবারের বাজেটে দেশের আয়করদাতাদের একটি বড় উপহার দিয়েছেন৷ বিশেষ করে যাঁরা নতুন আয়কর ব্যবস্থা বেছে নিয়েছেন৷ যাঁদের বার্ষিক আয় 7 লক্ষ টাকা পর্যন্ত, তাদের কোনও রকম আয়কর দিতে হবে না৷ এই বাজেটে নতুন কর পরিকাঠামোয় ট্যাক্স স্ল্যাবে কয়েকটি পরিবর্তন আনা হয়েছে, যা আয়করদাতাদের আগের বারের চেয়ে আরও কিছুটা স্বস্তি দিতে যাচ্ছে৷

যাঁদের বার্ষিক আয় ৩-৭ লক্ষ টাকা পর্যন্ত, তাঁরা কী পেলেন এই বাজেটে?

পুরনো কর ব্যবস্থার অধীনে (Old Tax Regime), 0-3 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের উপর কোনও কর দিতে হবে না৷ কিন্তু 3-6 লক্ষ টাকা আয়ের উপর 5 শতাংশ হারে 15,000 টাকা কর দেওয়া হচ্ছে এবং 6-9 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের উপর 10 শতাংশ কর ধার্য করা হয়েছিল৷ বাজেটে ট্যাক্স স্ল্যাব পরিবর্তন করা হয়েছে৷ এখন 3-7 লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপর 5 শতাংশ কর দিতে হবে৷ তার মানে, পুরনো কর ব্যবস্থার অধীনে, যাদের আয় 7 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়, তাদের এখন 20,000 টাকা ট্যাক্স বহন করতে হবে যা আগে ছিল 25,000 টাকা৷ যদিও, নতুন কর ব্যবস্থার অধীনে (New Tax Regime) যাঁদের বার্ষিক আয় 7 লক্ষ টাকা তাদের কোনও আয়কর দিতে হবে না৷ কারণ, কেন্দ্রীয় সরকার আয়কর আইনের 87এ ধারায় 7 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কর ছাড় দেয়৷ এর উপরে, বেতনভোগী পেশাদারদের জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশন বা বাড়তি কর ছাড়ের সুযোগ রয়েছে, যার সীমা 50,000 টাকা থেকে বাড়িয়ে এবারের বাজেটে 75,000 টাকা করা হয়েছে৷

বার্ষিক 9 লক্ষ টাকা আয়কারীরা কতটা স্বস্তি পাচ্ছেন?

ধরুন একজন করদাতার বার্ষিক আয় 9 লক্ষ টাকা এবং তিনি নতুন কর ব্যবস্থা (New Tax Regime) বেছে নিয়েছেন, এ ক্ষেত্রে এই ধরনের করদাতারা কর ছাড়ের সুবিধা পাবেন না৷ এর আগে, 9 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের করদাতাদের 45,000 টাকা আয়কর দিতে হতো৷ এখন ট্যাক্স স্ল্যাব পরিবর্তনের পর তাঁদের 40,000 টাকা আয়কর দিতে হবে৷ অর্থাৎ, এবারের বাজেটে 5,000 টাকা কর সাশ্রয়ের সুবিধা পেতে চলেছেন বার্ষিক 9 লক্ষ টাকা আয়কারীরা ৷

10 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের উপর কত ট্যাক্স দিতে হবে?

যদি একজন ব্যক্তির বার্ষিক আয় 10 লক্ষ টাকা হয়, তবে নতুন কর ব্যবস্থার (New Tax Regime) পুরানো ট্যাক্স স্ল্যাব অনুযায়ী, তাঁকে 60,000 টাকা আয়কর দিতে হতো ৷ কিন্তু ট্যাক্স স্ল্যাব পরিবর্তনের পরে, এই আয়ের শ্রেণিতে পড়া করদাতাদের 50,000 টাকা কর দিতে হবে৷ এর মানে হল, আগের তুলনায় আয়কর বাবদ 10,000 টাকা সাশ্রয় হবে৷

15 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের উপর কত ট্যাক্স দিতে হবে?

নতুন কর ব্যবস্থায়, 15 লক্ষ টাকার বার্ষিক আয়ের করদাতাদের পুরানো ট্যাক্স স্ল্যাব অনুযায়ী 1.50 লক্ষ টাকা কর দিতে হয়৷ কিন্তু ট্যাক্স স্ল্যাব পরিবর্তনের পর তাঁদের 1.40 লক্ষ টাকা ট্যাক্স দিতে হবে৷ অর্থাৎ, আগের তুলনায় তাঁদের 10,000 টাকা সাশ্রয় হবে৷ এর উপরে, বেতনভোগী পেশাদাররা 75,000 টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশনের সুবিধা পাবেন ৷

Last Updated : Jul 24, 2024, 9:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.