ETV Bharat / business

দেশের সামগ্রিক উন্নয়নে ‘ন্য়াশনাল কো-অপারেশন পলিসি’ আনছে মোদি সরকার, ঘোষণা নির্মলার - Budget 2024 - BUDGET 2024

Union Budget 2024: মঙ্গলবার 2024-25 আর্থিক বছরের জন্য পূর্ণাঙ্গ বাজেট লোকসভায় পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ সেখানে তিনি কেন্দ্রের মোদি সরকারের তরফে নিতে যাওয়া একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করেন ৷ কেন্দ্রীয় সরকার ‘ন্য়াশনাল কো-অপারেশন পলিসি’ তৈরি করতে চলেছে ৷ বাজেট বিবৃতিতে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ৷

Finance Minister Nirmala Sitharaman
বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (নিজস্ব চিত্র)
author img

By PTI

Published : Jul 23, 2024, 12:22 PM IST

নয়াদিল্লি, 23 জুলাই: দেশের সামগ্রিক উন্নয়নে নতুন একটি নীতি আনতে চলেছে কেন্দ্রের মোদি সরকার ৷ এর পোশাকি নাম হতে চলেছে ‘ন্য়াশনাল কো-অপারেশন পলিসি’ ৷ মঙ্গলবার এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷

এ দিন তিনি লোকসভায় 2024-25 আর্থিক বছরের বাজেট পেশ করেন ৷ সেখানেই তিনি এই কথা বলেন ৷ একই সঙ্গে জানান, কৃষিক্ষেত্রের জন্য ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচর তৈরি করবে কেন্দ্রীয় সরকার ৷ রাজ্যগুলির সঙ্গে যৌথ উদ্যোগে এই কাজ কেন্দ্রীয় সরকার করবে ৷

তিনি আরও জানান, দেশের পাঁচটি রাজ্যের জন্য কেন্দ্রীয় সরকার জন সমর্থ-ভিত্তিক কিষান ক্রেডিট কার্ড দেবে ৷ এছাড়া সরকার ডালশস্য উৎপাদন, তা মজুত করা এবং বিপণনের ব্যবস্থাকে আরও শক্তিশালী করার কাজ করবে ৷ কৃষিক্ষেত্রের উন্নতি করে গ্রামীণ অর্থনীতির বৃদ্ধিকে গতি দিতে চায় সরকার ৷ পাশাপাশি সরকার চায় গ্রামীণ অঞ্চলে আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে ৷

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আরও জানান যে কেন্দ্রীয় সরকার চিংড়ি চাষ ও তা বাজারজাত করার জন্য অর্থ প্রদান করবে ৷

উল্লেখ্য, প্রতি বছর 1 ফেব্রুয়ারি লোকসভায় কেন্দ্রীয় সরকারের তরফে বাজেট পেশ করা হয় ৷ পরবর্তী অর্থবর্ষের জন্য এই বাজেট পেশ করা হয় ৷ এই বছরও নির্ধারিত দিনে বাজেট পেশ করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ কিন্তু সেই বাজেট পূর্ণাঙ্গ ছিল না ৷

লোকসভা ভোটের কারণে সেই সময় অন্তর্বর্তী বাজেট পেশ করা হয়েছিল মোদি সরকারের তরফে ৷ ভোট মিটে যাওয়ার পর মঙ্গলবার পেশ করা হল চলতি অর্থবর্ষের জন্য পূর্ণাঙ্গ বাজেট ৷ যে বছরগুলিতে লোকসভা ভোট হয়, সেই বছরগুলিতে এই নিয়মেই বাজেট পেশ হয় ৷ এবারও তার ব্যতিক্রম হল না ৷

নয়াদিল্লি, 23 জুলাই: দেশের সামগ্রিক উন্নয়নে নতুন একটি নীতি আনতে চলেছে কেন্দ্রের মোদি সরকার ৷ এর পোশাকি নাম হতে চলেছে ‘ন্য়াশনাল কো-অপারেশন পলিসি’ ৷ মঙ্গলবার এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷

এ দিন তিনি লোকসভায় 2024-25 আর্থিক বছরের বাজেট পেশ করেন ৷ সেখানেই তিনি এই কথা বলেন ৷ একই সঙ্গে জানান, কৃষিক্ষেত্রের জন্য ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচর তৈরি করবে কেন্দ্রীয় সরকার ৷ রাজ্যগুলির সঙ্গে যৌথ উদ্যোগে এই কাজ কেন্দ্রীয় সরকার করবে ৷

তিনি আরও জানান, দেশের পাঁচটি রাজ্যের জন্য কেন্দ্রীয় সরকার জন সমর্থ-ভিত্তিক কিষান ক্রেডিট কার্ড দেবে ৷ এছাড়া সরকার ডালশস্য উৎপাদন, তা মজুত করা এবং বিপণনের ব্যবস্থাকে আরও শক্তিশালী করার কাজ করবে ৷ কৃষিক্ষেত্রের উন্নতি করে গ্রামীণ অর্থনীতির বৃদ্ধিকে গতি দিতে চায় সরকার ৷ পাশাপাশি সরকার চায় গ্রামীণ অঞ্চলে আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে ৷

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আরও জানান যে কেন্দ্রীয় সরকার চিংড়ি চাষ ও তা বাজারজাত করার জন্য অর্থ প্রদান করবে ৷

উল্লেখ্য, প্রতি বছর 1 ফেব্রুয়ারি লোকসভায় কেন্দ্রীয় সরকারের তরফে বাজেট পেশ করা হয় ৷ পরবর্তী অর্থবর্ষের জন্য এই বাজেট পেশ করা হয় ৷ এই বছরও নির্ধারিত দিনে বাজেট পেশ করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ কিন্তু সেই বাজেট পূর্ণাঙ্গ ছিল না ৷

লোকসভা ভোটের কারণে সেই সময় অন্তর্বর্তী বাজেট পেশ করা হয়েছিল মোদি সরকারের তরফে ৷ ভোট মিটে যাওয়ার পর মঙ্গলবার পেশ করা হল চলতি অর্থবর্ষের জন্য পূর্ণাঙ্গ বাজেট ৷ যে বছরগুলিতে লোকসভা ভোট হয়, সেই বছরগুলিতে এই নিয়মেই বাজেট পেশ হয় ৷ এবারও তার ব্যতিক্রম হল না ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.