ETV Bharat / business

বাজেটে বর্ধিত করের ধাক্কায় ধস শেয়ারবাজারে ! বড়সড় ক্ষতির মুখে শেয়ারকারবারীরা - Stock Market Crash - STOCK MARKET CRASH

Sensex, Nifty Down: মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তাঁর সপ্তম বাজেট পেশ করার পরই ধস নামল ভারতীয় শেয়ারবাজারে ৷ এর ফলে বড়সড় ক্ষতির মুখে পড়েছেন দালাল স্ট্রিটের শেয়ারকারবারীরা ৷

STOCK MARKET CRASH
বাজেটে বর্ধিত করের ধাক্কায় ধস শেয়ারবাজারে (প্রতীকী ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 23, 2024, 1:44 PM IST

Updated : Jul 23, 2024, 1:51 PM IST

মুম্বই, 23 জুলাই: মঙ্গলবার (23 জুলাই) সকাল 11 টায় সংসদের বাজেট অধিবেশন শুরু হয় । অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ লোকসভায় তাঁর সপ্তম বাজেট পেশ করেন । কিন্তু, বাজেটে সম্পত্তি বিক্রি করে অর্জিত মুনাফায় (capital gains) কর বৃদ্ধির ঘোষমার পরপরই ধস নামে শেয়ারবাজারে ৷ প্রায় 500 পয়েন্টের পতন হয় সেনসেক্স সূচকের, নিফটি নেমে যায় 24,400 পয়েন্টেরও নীচে ৷

সীতারামন তাঁর সপ্তম বাজেট পেশ করার পরই ধস নামে ভারতীয় শেয়ারবাজারে ৷ এর ফলে বড়সড় ক্ষতির মুখে পড়েছেন দালাল স্ট্রিটের শেয়ারকারবারীরা ৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেট ঘোষণার পর শেয়ারবাজারের 2,971টি স্টকের দর পড়ে যায় ৷ তবে এই বিপর্যয়ের মধ্যেও 811টি স্টক তাদের প্রাথমিক লেনদেনের মুনাফা ধরে রাখতে সক্ষম হয় ।

মঙ্গলবার বেলা সাড়ে 12টা নাগাদ, সেনসেক্সের 30-শেয়ারের সূচক 1189.09 পয়েন্ট বা 1.48 শতাংশ হ্রাস পেয়ে 79,312.99 পয়েন্টে এসে দাঁড়ায় ৷ এই ধসের ফলে 80 হাজারের স্তর থেকে নীচে নেমে যায় সেনসেক্স সূচক । পাওয়ার গ্রিড, লারসেন অ্যান্ড টুব্রো, টাটা মোটর্স, টাটা স্টিল এবং এসবিআই-এর শেয়ারদর এই সময়ে সবচেয়ে বেশি লোকসানের সম্মুখীন হয় ।

এই ধসের প্রধান কারণ হল অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের মূলধন লাভের উপর কর বাড়ানোর সিদ্ধান্ত । বিশেষত, ইক্যুইটিগুলিতে দীর্ঘমেয়াদী মূলধন লাভে (LTCG) কর আগে ছিল 10 শতাংশ যা বাড়িয়ে 12.5 শতাংশ করার কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী ৷ স্বল্প-মেয়াদী মূলধন লাভে (STCG) করsর পরিমাণ 15 শতাংশ থেকে বাড়িয়ে 20 শতাংশ করা হয়েছে। পাশাপাশি, LTCG কর ছাড়ের সীমাও 1 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 1.25 লক্ষ টাকা করা হয়েছে ।

এছাড়াও, সোমবার প্রকাশিত অর্থনৈতিক সমীক্ষা 2024, খুচরো বিনিয়োগকারীদের বৃদ্ধি এবং শেয়ারবাজার সংক্রান্ত ক্রমবর্ধমান কৌতুহল ও অনিশ্চয়তার প্রবণতা তুলে ধরেছে । অর্থনৈতিক সমীক্ষায় উল্লেখ করা হয়েছে যে, ডেরিভেটিভস ট্রেডিং বড় লাভের দিকে পরিচালিত করতে পারে এবং দেশের মানুষের ঝুঁকি নেওয়ার প্রবৃত্তিকে বাড়িয়ে দিতে পারে ।

মুম্বই, 23 জুলাই: মঙ্গলবার (23 জুলাই) সকাল 11 টায় সংসদের বাজেট অধিবেশন শুরু হয় । অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ লোকসভায় তাঁর সপ্তম বাজেট পেশ করেন । কিন্তু, বাজেটে সম্পত্তি বিক্রি করে অর্জিত মুনাফায় (capital gains) কর বৃদ্ধির ঘোষমার পরপরই ধস নামে শেয়ারবাজারে ৷ প্রায় 500 পয়েন্টের পতন হয় সেনসেক্স সূচকের, নিফটি নেমে যায় 24,400 পয়েন্টেরও নীচে ৷

সীতারামন তাঁর সপ্তম বাজেট পেশ করার পরই ধস নামে ভারতীয় শেয়ারবাজারে ৷ এর ফলে বড়সড় ক্ষতির মুখে পড়েছেন দালাল স্ট্রিটের শেয়ারকারবারীরা ৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেট ঘোষণার পর শেয়ারবাজারের 2,971টি স্টকের দর পড়ে যায় ৷ তবে এই বিপর্যয়ের মধ্যেও 811টি স্টক তাদের প্রাথমিক লেনদেনের মুনাফা ধরে রাখতে সক্ষম হয় ।

মঙ্গলবার বেলা সাড়ে 12টা নাগাদ, সেনসেক্সের 30-শেয়ারের সূচক 1189.09 পয়েন্ট বা 1.48 শতাংশ হ্রাস পেয়ে 79,312.99 পয়েন্টে এসে দাঁড়ায় ৷ এই ধসের ফলে 80 হাজারের স্তর থেকে নীচে নেমে যায় সেনসেক্স সূচক । পাওয়ার গ্রিড, লারসেন অ্যান্ড টুব্রো, টাটা মোটর্স, টাটা স্টিল এবং এসবিআই-এর শেয়ারদর এই সময়ে সবচেয়ে বেশি লোকসানের সম্মুখীন হয় ।

এই ধসের প্রধান কারণ হল অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের মূলধন লাভের উপর কর বাড়ানোর সিদ্ধান্ত । বিশেষত, ইক্যুইটিগুলিতে দীর্ঘমেয়াদী মূলধন লাভে (LTCG) কর আগে ছিল 10 শতাংশ যা বাড়িয়ে 12.5 শতাংশ করার কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী ৷ স্বল্প-মেয়াদী মূলধন লাভে (STCG) করsর পরিমাণ 15 শতাংশ থেকে বাড়িয়ে 20 শতাংশ করা হয়েছে। পাশাপাশি, LTCG কর ছাড়ের সীমাও 1 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 1.25 লক্ষ টাকা করা হয়েছে ।

এছাড়াও, সোমবার প্রকাশিত অর্থনৈতিক সমীক্ষা 2024, খুচরো বিনিয়োগকারীদের বৃদ্ধি এবং শেয়ারবাজার সংক্রান্ত ক্রমবর্ধমান কৌতুহল ও অনিশ্চয়তার প্রবণতা তুলে ধরেছে । অর্থনৈতিক সমীক্ষায় উল্লেখ করা হয়েছে যে, ডেরিভেটিভস ট্রেডিং বড় লাভের দিকে পরিচালিত করতে পারে এবং দেশের মানুষের ঝুঁকি নেওয়ার প্রবৃত্তিকে বাড়িয়ে দিতে পারে ।

Last Updated : Jul 23, 2024, 1:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.