ETV Bharat / business

অফলাইনে ডিজিটাল রুপির লেনদেন চালুর ঘোষণা আরবিআই প্রধানের - ডিজিটাল রুপি

RBI Governor Shaktikanta Das: ইন্টারনেটের হয়রানি থেকে মুক্তি ৷ শীঘ্রই অফলাইনে ডিজিটাল রুপির লেনদেন চালু করতে চলেছে আরবিআই ৷ এমনটাই বৃহস্পতিবার ঘোষণা করলেন ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস ৷

RBI
আরবিআই
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 8, 2024, 2:20 PM IST

মুম্বই, 8 ফেব্রুয়ারি: ইন্টারনেট সংযোগ দুর্বল হওয়ার কারণে প্রায়শই ডিজিটাল পেমেন্ট করতে সমস্যার পড়তে হয় গ্রাহকদের ৷ এবার সেই হয়রানি থেকে মুক্তি মিলবে ৷ খুব শীঘ্রই অফলাইনে লেনদেন চালু করছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ৷ তবে ডিজিটাল রুপি ব্যবহারকারীরাই পাবে এই সুবিধা ৷ আরবিআইয়ের তরফে বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে, পাইলট প্রজেক্ট হিসাবে কেন্দ্রীয় ব্যাংক অফলাইনে ডিজিটাল রুপি (সিবিডিসি) চালু করবে ৷ ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন, "পাইলট প্রজেক্টের অংশ হিসাবে প্রোগ্রামেবিলিটি-ভিত্তিক অতিরিক্ত ব্যবহারের ক্ষেত্রে চালু করা হবে এই ব্যবস্থা ।"

আরবিআই 2022 সালের ডিসেম্বরে রিটেল সিবিডিসি'র একটি পাইলট প্রজেক্ট চালু করেছিল ৷ যার ফলে 2023 সালের ডিসেম্বর পর্যন্ত দিনে 10 লক্ষ লেনদেনের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়েছিল । দেখা গিয়েছে, অন্যান্য পেমেন্ট প্ল্যাটফর্মগুলি, বিশেষ করে খুব জনপ্রিয় ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (ইউপিআই) ইতিমধ্যে অফলাইন ব্যবস্থা চালু করার কথা ভাবনাচিন্তা করছে ৷ দ্বিমাসিক মনেটরি পলিসি কমিটির বৈঠক ছিল বৃহস্পতিবার ৷ এই বৈঠকে ই-রুপি নিয়ে শক্তিকান্ত দাস বলেন, "দরিদ্র বা সীমিত ইন্টারনেট সংযোগ-সহ এলাকায় লেনদেন সক্ষম করার জন্য সিবিডিসি-আর (রিটেল)-এ একটি অফলাইন কার্যকারিতা চালু করার প্রস্তাব করা হয়েছে ৷ এর মাধ্যমে একাধিক অফলাইন ভিত্তিক সমস্যার সমাধান হবে ৷ যার মধ্যে প্রক্সিমিটি এবং নন-প্রক্সিমিটি উভয়ই অন্তর্ভুক্ত রয়েছে ৷ পার্বত্য অঞ্চল, গ্রামীণ এবং শহর জুড়ে বিভিন্নস্থানে এই অফলাইন ই-রুপি পরীক্ষা করা হবে ।"

তাঁর কথায়, বর্তমানে সিস্টেমটি পাইলট ব্যাংকগুলির দেওয়া ডিজিটাল রুপি ওয়ালেট ব্যবহার করে ব্যক্তি থেকে ব্যক্তি (পি2পি) এবং ব্যক্তি থেকে মার্চেন্ট (পি2এম) লেনদেন করা যাচ্ছে ৷ এরপর প্রোগ্রামযোগ্যতা এবং অফলাইন কার্যকারিতা ব্যবহার করে অতিরিক্ত লেনদেনের ক্ষেত্রে সক্ষম করার প্রস্তাব করা হয়েছে ৷ প্রোগ্রামেবিলিটি বৈশিষ্ট্যটিতে সরকারি সংস্থার মতো ব্যবহারকারীদের নির্দিষ্ট সুবিধা অনুযায়ী অর্থপ্রদান করার অনুমতি দেবে ৷ কর্পোরেটরাও তাদের কর্মীদের জন্য ব্যবসায়িক ভ্রমণের মতো নির্দিষ্ট ব্যয়ের ক্ষেত্রে অর্থপ্রদান করতে সক্ষম হবে । সিডিবিসি ব্যবহার করে বৈধতার সময়কাল বা ভৌগলিক অঞ্চলের মতো অতিরিক্ত বৈশিষ্ট্যগুলিও এতে অন্তর্ভুক্তি করা যেতে পারে ।

এদিকে আধার সক্ষম পেমেন্ট সিস্টেমের (এইপিএস) সুরক্ষা বৈশিষ্ট্যগুলিকে বাড়ানোর চিন্তাভাবনা রয়েছে আরবিআইয়ের ৷ এমনটাই ঘোষণা করেছেন শক্তিকান্ত দাস ৷ 2023 সালে 37 কোটি লোক এইপিএস ব্যবহার করেছিল বলে তিনি জানিয়েছেন ।

আরও পড়ুন:

  1. আগামী অর্থবর্ষে 7 শতাংশ বৃদ্ধি পেতে পারে ভারতীয় অর্থনীতি, আশা আরবিআই প্রধানের
  2. 'ইউপিআই এটিএম' থেকে 'সময়সীমা', অনলাইন পেমেন্টে যে পরিবর্তনগুলি আজ থেকে কার্যকর
  3. অন্তর্বর্তী বাজেটে করের ক্ষেত্রে কী ঘোষণা নির্মলার ? জানুন প্রত্যক্ষ-পরোক্ষ করের হালহকিকত

মুম্বই, 8 ফেব্রুয়ারি: ইন্টারনেট সংযোগ দুর্বল হওয়ার কারণে প্রায়শই ডিজিটাল পেমেন্ট করতে সমস্যার পড়তে হয় গ্রাহকদের ৷ এবার সেই হয়রানি থেকে মুক্তি মিলবে ৷ খুব শীঘ্রই অফলাইনে লেনদেন চালু করছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ৷ তবে ডিজিটাল রুপি ব্যবহারকারীরাই পাবে এই সুবিধা ৷ আরবিআইয়ের তরফে বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে, পাইলট প্রজেক্ট হিসাবে কেন্দ্রীয় ব্যাংক অফলাইনে ডিজিটাল রুপি (সিবিডিসি) চালু করবে ৷ ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন, "পাইলট প্রজেক্টের অংশ হিসাবে প্রোগ্রামেবিলিটি-ভিত্তিক অতিরিক্ত ব্যবহারের ক্ষেত্রে চালু করা হবে এই ব্যবস্থা ।"

আরবিআই 2022 সালের ডিসেম্বরে রিটেল সিবিডিসি'র একটি পাইলট প্রজেক্ট চালু করেছিল ৷ যার ফলে 2023 সালের ডিসেম্বর পর্যন্ত দিনে 10 লক্ষ লেনদেনের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়েছিল । দেখা গিয়েছে, অন্যান্য পেমেন্ট প্ল্যাটফর্মগুলি, বিশেষ করে খুব জনপ্রিয় ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (ইউপিআই) ইতিমধ্যে অফলাইন ব্যবস্থা চালু করার কথা ভাবনাচিন্তা করছে ৷ দ্বিমাসিক মনেটরি পলিসি কমিটির বৈঠক ছিল বৃহস্পতিবার ৷ এই বৈঠকে ই-রুপি নিয়ে শক্তিকান্ত দাস বলেন, "দরিদ্র বা সীমিত ইন্টারনেট সংযোগ-সহ এলাকায় লেনদেন সক্ষম করার জন্য সিবিডিসি-আর (রিটেল)-এ একটি অফলাইন কার্যকারিতা চালু করার প্রস্তাব করা হয়েছে ৷ এর মাধ্যমে একাধিক অফলাইন ভিত্তিক সমস্যার সমাধান হবে ৷ যার মধ্যে প্রক্সিমিটি এবং নন-প্রক্সিমিটি উভয়ই অন্তর্ভুক্ত রয়েছে ৷ পার্বত্য অঞ্চল, গ্রামীণ এবং শহর জুড়ে বিভিন্নস্থানে এই অফলাইন ই-রুপি পরীক্ষা করা হবে ।"

তাঁর কথায়, বর্তমানে সিস্টেমটি পাইলট ব্যাংকগুলির দেওয়া ডিজিটাল রুপি ওয়ালেট ব্যবহার করে ব্যক্তি থেকে ব্যক্তি (পি2পি) এবং ব্যক্তি থেকে মার্চেন্ট (পি2এম) লেনদেন করা যাচ্ছে ৷ এরপর প্রোগ্রামযোগ্যতা এবং অফলাইন কার্যকারিতা ব্যবহার করে অতিরিক্ত লেনদেনের ক্ষেত্রে সক্ষম করার প্রস্তাব করা হয়েছে ৷ প্রোগ্রামেবিলিটি বৈশিষ্ট্যটিতে সরকারি সংস্থার মতো ব্যবহারকারীদের নির্দিষ্ট সুবিধা অনুযায়ী অর্থপ্রদান করার অনুমতি দেবে ৷ কর্পোরেটরাও তাদের কর্মীদের জন্য ব্যবসায়িক ভ্রমণের মতো নির্দিষ্ট ব্যয়ের ক্ষেত্রে অর্থপ্রদান করতে সক্ষম হবে । সিডিবিসি ব্যবহার করে বৈধতার সময়কাল বা ভৌগলিক অঞ্চলের মতো অতিরিক্ত বৈশিষ্ট্যগুলিও এতে অন্তর্ভুক্তি করা যেতে পারে ।

এদিকে আধার সক্ষম পেমেন্ট সিস্টেমের (এইপিএস) সুরক্ষা বৈশিষ্ট্যগুলিকে বাড়ানোর চিন্তাভাবনা রয়েছে আরবিআইয়ের ৷ এমনটাই ঘোষণা করেছেন শক্তিকান্ত দাস ৷ 2023 সালে 37 কোটি লোক এইপিএস ব্যবহার করেছিল বলে তিনি জানিয়েছেন ।

আরও পড়ুন:

  1. আগামী অর্থবর্ষে 7 শতাংশ বৃদ্ধি পেতে পারে ভারতীয় অর্থনীতি, আশা আরবিআই প্রধানের
  2. 'ইউপিআই এটিএম' থেকে 'সময়সীমা', অনলাইন পেমেন্টে যে পরিবর্তনগুলি আজ থেকে কার্যকর
  3. অন্তর্বর্তী বাজেটে করের ক্ষেত্রে কী ঘোষণা নির্মলার ? জানুন প্রত্যক্ষ-পরোক্ষ করের হালহকিকত
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.