ETV Bharat / business

'29 ফেব্রুয়ারির পরেও যথারীতি কাজ করবে পেটিএম', সাফ জানালেন প্রতিষ্ঠাতা বিজয় শেখর শর্মা

Paytm Will Keep Working Beyond February 29 as Usual: সংস্থার তরফে জানানো হয়েছে, পেটিএম গ্রাহকদের চিন্তা করার দরকার নেই ৷ অ্যাপটি চালু রয়েছে বলেও সংস্থা দবি করেছে ৷ একই সঙ্গে তারা জানিয়েছে, পেটিএম-এর পরিষেবাগুলি 29 ফেব্রুয়ারির পরেও চালু থাকবে ৷ কারণ পেটিএম দ্বারা প্রদত্ত বেশিরভাগ পরিষেবাগুলি বিভিন্ন ব্যাঙ্কের সাথে অংশীদারিত্বে রয়েছে ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 2, 2024, 7:51 PM IST

হায়দরাবাদ, 2 ফেব্রুয়ারি: ডিজিটাল পেমেন্ট এবং পরিষেবা অ্যাপ সংক্রান্ত বিষয়ে পেটিএম কাজ করছে ৷ 29 ফেব্রুয়ারির পরেও যথারীতি কাজ চালিয়ে যাওয়া হবে বলে শুক্রবার জানিয়েছেন সংস্থার সিইও বিজয় শেখর শর্মা। সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-হ্যান্ডেলে পেটিএম ব্র্যান্ডের মালিক ওয়ান-97 কে মিউনিকেশন লিমিটেড-এর প্রতিষ্ঠাতা এবং সিইও জানিয়েছেন, সংস্থা সম্পূর্ণ সম্মতিতে মানুষকে পরিষেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। শেখর শর্মা তাঁর সোশাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন, "প্রতিটি পেটিএম ব্যবহারিকে জানানো হচ্ছে, আপনার প্রিয় অ্যাপ সেই বিষয়ের উপর কাজ করছে ৷ 29 ফেব্রুয়ারির পরেও যথারীতি কাজ চালিয়ে যাবে।"

শেখর শর্মা আরও বলেছেন, "প্রতিটি চ্যালেঞ্জের একটি সমাধানও রয়েছে ৷ আমরা সম্পূর্ণ দেশের সেবা করার জন্য আন্তরিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভারত পেমেন্ট উদ্ভাবনে এবং আর্থিক পরিষেবাগুলিতে অন্তর্ভুক্তিতে বিশ্বব্যাপী প্রশংসা জিততে থাকবে ৷" আরবিআই 29 ফেব্রুয়ারির পর থেকে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ককে আমানত গ্রহণ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে ৷ একটি বিস্তৃত সিস্টেম অডিট এবং পরবর্তী সম্মতি বৈধতা রিপোর্ট প্রকাশ করে এই বিষয়ে জানিয়েছে আরবিআই।

যদিও সংস্থার তরফে জানানো হয়েছে, পেটিএম গ্রাহকদের চিন্তা করার দরকার নেই কারণ ৷ অ্যাপটি চালু রয়েছে বলেও সংস্থা দবি করেছে ৷ একই সঙ্গে তারা জানিয়েছে, পেটিএম-এর পরিষেবাগুলি 29 ফেব্রুয়ারির পরেও চালু থাকবে ৷ কারণ পেটিএম দ্বারা প্রদত্ত বেশিরভাগ পরিষেবাগুলি বিভিন্ন ব্যাঙ্কের সাথে অংশীদারিত্বে রয়েছে ৷ পেটিএম-কে জানানো হয়েছে, এটি তাদের সেভিংস অ্যাকাউন্ট, ওয়ালেটস, ফাসট্যাগ এবং অ্যাকাউন্টগুলিতে ব্যবহারকারীর আমানতকে প্রভাবিত করে না ৷ যেখানে তারা বর্তমান ব্যালেন্স ব্যবহার করা চালিয়ে যেতে পারে।

পেটিএম-এর প্রতিষ্ঠাতা এবং সিইও জানান যে কোম্পানিটি ইতিমধ্যেই 2 বছর আগে অন্যান্য ব্যাঙ্কের সাথে কাজ শুরু করেছে এবং এখন অন্য ব্যাঙ্ক অংশীদারদের কাছে যাওয়ার পরিকল্পনাকে ত্বরান্বিত করবে। তাঁর কথায়, "আমরা বিভিন্ন ব্যাঙ্ক, দেশের বৃহৎ ব্যাঙ্ক এবং যারা ইতিমধ্যেই অংশীদারদের কাছ থেকে সমর্থন পেয়েছি তাতে আমরা সত্যি অভিভূত। আমাদের সাহায্য করার জন্য ধন্যবাদ ৷”

আরও পড়ুন

'ঘুরে দেখো নিজের দেশ'- প্রধানমন্ত্রীর দেখানো পথেই পর্যটনশিল্পে জোর অর্থমন্ত্রীর; নজরে লাক্ষাদ্বীপ

2024-25 অর্থবর্ষে 5.1 শতাংশ রাজস্ব ঘাটতির অনুমান কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

পেটিএম পেমেন্টস ব্যাংক লেনেদেনে নিষেধাজ্ঞার জেরে প্রায় 500 কোটি টাকার ক্ষতি

হায়দরাবাদ, 2 ফেব্রুয়ারি: ডিজিটাল পেমেন্ট এবং পরিষেবা অ্যাপ সংক্রান্ত বিষয়ে পেটিএম কাজ করছে ৷ 29 ফেব্রুয়ারির পরেও যথারীতি কাজ চালিয়ে যাওয়া হবে বলে শুক্রবার জানিয়েছেন সংস্থার সিইও বিজয় শেখর শর্মা। সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-হ্যান্ডেলে পেটিএম ব্র্যান্ডের মালিক ওয়ান-97 কে মিউনিকেশন লিমিটেড-এর প্রতিষ্ঠাতা এবং সিইও জানিয়েছেন, সংস্থা সম্পূর্ণ সম্মতিতে মানুষকে পরিষেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। শেখর শর্মা তাঁর সোশাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন, "প্রতিটি পেটিএম ব্যবহারিকে জানানো হচ্ছে, আপনার প্রিয় অ্যাপ সেই বিষয়ের উপর কাজ করছে ৷ 29 ফেব্রুয়ারির পরেও যথারীতি কাজ চালিয়ে যাবে।"

শেখর শর্মা আরও বলেছেন, "প্রতিটি চ্যালেঞ্জের একটি সমাধানও রয়েছে ৷ আমরা সম্পূর্ণ দেশের সেবা করার জন্য আন্তরিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভারত পেমেন্ট উদ্ভাবনে এবং আর্থিক পরিষেবাগুলিতে অন্তর্ভুক্তিতে বিশ্বব্যাপী প্রশংসা জিততে থাকবে ৷" আরবিআই 29 ফেব্রুয়ারির পর থেকে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ককে আমানত গ্রহণ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে ৷ একটি বিস্তৃত সিস্টেম অডিট এবং পরবর্তী সম্মতি বৈধতা রিপোর্ট প্রকাশ করে এই বিষয়ে জানিয়েছে আরবিআই।

যদিও সংস্থার তরফে জানানো হয়েছে, পেটিএম গ্রাহকদের চিন্তা করার দরকার নেই কারণ ৷ অ্যাপটি চালু রয়েছে বলেও সংস্থা দবি করেছে ৷ একই সঙ্গে তারা জানিয়েছে, পেটিএম-এর পরিষেবাগুলি 29 ফেব্রুয়ারির পরেও চালু থাকবে ৷ কারণ পেটিএম দ্বারা প্রদত্ত বেশিরভাগ পরিষেবাগুলি বিভিন্ন ব্যাঙ্কের সাথে অংশীদারিত্বে রয়েছে ৷ পেটিএম-কে জানানো হয়েছে, এটি তাদের সেভিংস অ্যাকাউন্ট, ওয়ালেটস, ফাসট্যাগ এবং অ্যাকাউন্টগুলিতে ব্যবহারকারীর আমানতকে প্রভাবিত করে না ৷ যেখানে তারা বর্তমান ব্যালেন্স ব্যবহার করা চালিয়ে যেতে পারে।

পেটিএম-এর প্রতিষ্ঠাতা এবং সিইও জানান যে কোম্পানিটি ইতিমধ্যেই 2 বছর আগে অন্যান্য ব্যাঙ্কের সাথে কাজ শুরু করেছে এবং এখন অন্য ব্যাঙ্ক অংশীদারদের কাছে যাওয়ার পরিকল্পনাকে ত্বরান্বিত করবে। তাঁর কথায়, "আমরা বিভিন্ন ব্যাঙ্ক, দেশের বৃহৎ ব্যাঙ্ক এবং যারা ইতিমধ্যেই অংশীদারদের কাছ থেকে সমর্থন পেয়েছি তাতে আমরা সত্যি অভিভূত। আমাদের সাহায্য করার জন্য ধন্যবাদ ৷”

আরও পড়ুন

'ঘুরে দেখো নিজের দেশ'- প্রধানমন্ত্রীর দেখানো পথেই পর্যটনশিল্পে জোর অর্থমন্ত্রীর; নজরে লাক্ষাদ্বীপ

2024-25 অর্থবর্ষে 5.1 শতাংশ রাজস্ব ঘাটতির অনুমান কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

পেটিএম পেমেন্টস ব্যাংক লেনেদেনে নিষেধাজ্ঞার জেরে প্রায় 500 কোটি টাকার ক্ষতি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.