ETV Bharat / business

'এখন ব্যাংকগুলি লাভজনক, বৃদ্ধি রেকর্ড স্তরে', রিজার্ভ ব্যাংকের 90 বছরে বললেন মোদি - 90 years of RBI - 90 YEARS OF RBI

RBI 90 years ceremony: রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার (RBI) 90 বছর পূর্তি হল ৷ এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন-সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব ৷

PM Modi
রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার (RBI) 90 বছর পূর্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 1, 2024, 1:20 PM IST

নয়াদিল্লি, 1 এপ্রিল: এবছর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার (RBI) 90 বছর পূর্তি হল ৷ এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ এই অনুষ্ঠানে মোদি বলেন, "এক দশক আগে ব্যাংকিং খাত গভীর আর্থিক চাপের মধ্যে ছিল ৷ কিন্তু এখন ব্যাংকগুলি লাভজনক এবং ঋণ বৃদ্ধি রেকর্ড পর্যায়ে রয়েছে ৷"

তিনি বলেন, "ভারতীয় ব্যাংকিং ক্ষেত্রের রূপান্তর একটি গবেষণালব্ধ ফল ৷ সরকার এই ক্ষেত্রকে পুনরুজ্জীবিত করার জন্য সরকারি (PSU) ব্যাংকগুলিতে 3.5 লক্ষ কোটি টাকা পুঁজি জমা করেছে ৷"

দেশের আর্থিক বিকাশে ব্যাংকিং ক্ষেত্রের 'ডিজিটালাইজেশন'কে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে তুলে ধরেন প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, "ইউপিআই একটি বিশ্বব্যাপী স্বীকৃত প্ল্যাটফর্ম হয়ে উঠেছে ৷ রিজার্ভ ব্যাংক এখন ডিজিটাল মুদ্রা নিয়েও কাজ করছে ৷" তিনি ঋণ ব্যবস্থাকে আরও সহজলভ্য করে তোলার উপর জোর দেন, পাশাপাশি ব্যাংকিং ব্যবস্থাকে সহজ করার পরামর্শ দেন ।

দেশের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের রিজার্ভ ব্যাংকের ভূমিকা এবং পরিকল্পনাগুলির প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি বলেন, "আরবিআই-এর মুদ্রানীতি কমিটি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যমাত্রায় খুব ভাল কাজ করেছে ৷ যেখানে বেশ কয়েকটি দেশের অর্থনীতি কোভিড মহামারীর প্রভাব থেকে বেরিয়ে আসার জন্য এখনও লড়াই করছে, সেখানে ভারতীয় অর্থনীতি নতুন রেকর্ড তৈরি করছে ৷ বর্তমানে, ভারতের ব্যাংকিং ব্যবস্থাকে বিশ্বে একটি শক্তিশালী এবং স্থায়ী ব্যাংকিং ব্যবস্থা হিসাবে দেখা হয় ৷"

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার বলেন, "আগামী 10 বছরে ভারতকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর হতে হবে, যাতে এ দেশ বিশ্বের বিভিন্ন ঘটনায় খুব বেশি প্রভাবিত না হয় ।" রিজার্ভ ব্যাংকের 90 পূর্তিতে বক্তব্য রাখতে গিয়ে, প্রধানমন্ত্রী দাবি করেন, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জুনে তৃতীয়বার ক্ষমতায় ফিরলে সবার জন্য অনেক কাজ তৈরি হবে ।

আরও পড়ুন:

মুম্বইয়ে রিজার্ভ ব্যাংকের 90 বছর পূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দেখুন সরাসরি

নয়া অর্থবর্ষে তুঙ্গে উঠবে ক্রিপ্টোকারেন্সির চাহিদা, তরুণদের মন কাড়বে ইএসজি ফান্ড

সমস্ত পলিসি হোল্ডারদের জন্য বাধ্যতামূলক হচ্ছে ই-বিমা , কবে থেকে লাগু ?

নয়াদিল্লি, 1 এপ্রিল: এবছর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার (RBI) 90 বছর পূর্তি হল ৷ এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ এই অনুষ্ঠানে মোদি বলেন, "এক দশক আগে ব্যাংকিং খাত গভীর আর্থিক চাপের মধ্যে ছিল ৷ কিন্তু এখন ব্যাংকগুলি লাভজনক এবং ঋণ বৃদ্ধি রেকর্ড পর্যায়ে রয়েছে ৷"

তিনি বলেন, "ভারতীয় ব্যাংকিং ক্ষেত্রের রূপান্তর একটি গবেষণালব্ধ ফল ৷ সরকার এই ক্ষেত্রকে পুনরুজ্জীবিত করার জন্য সরকারি (PSU) ব্যাংকগুলিতে 3.5 লক্ষ কোটি টাকা পুঁজি জমা করেছে ৷"

দেশের আর্থিক বিকাশে ব্যাংকিং ক্ষেত্রের 'ডিজিটালাইজেশন'কে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে তুলে ধরেন প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, "ইউপিআই একটি বিশ্বব্যাপী স্বীকৃত প্ল্যাটফর্ম হয়ে উঠেছে ৷ রিজার্ভ ব্যাংক এখন ডিজিটাল মুদ্রা নিয়েও কাজ করছে ৷" তিনি ঋণ ব্যবস্থাকে আরও সহজলভ্য করে তোলার উপর জোর দেন, পাশাপাশি ব্যাংকিং ব্যবস্থাকে সহজ করার পরামর্শ দেন ।

দেশের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের রিজার্ভ ব্যাংকের ভূমিকা এবং পরিকল্পনাগুলির প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি বলেন, "আরবিআই-এর মুদ্রানীতি কমিটি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যমাত্রায় খুব ভাল কাজ করেছে ৷ যেখানে বেশ কয়েকটি দেশের অর্থনীতি কোভিড মহামারীর প্রভাব থেকে বেরিয়ে আসার জন্য এখনও লড়াই করছে, সেখানে ভারতীয় অর্থনীতি নতুন রেকর্ড তৈরি করছে ৷ বর্তমানে, ভারতের ব্যাংকিং ব্যবস্থাকে বিশ্বে একটি শক্তিশালী এবং স্থায়ী ব্যাংকিং ব্যবস্থা হিসাবে দেখা হয় ৷"

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার বলেন, "আগামী 10 বছরে ভারতকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর হতে হবে, যাতে এ দেশ বিশ্বের বিভিন্ন ঘটনায় খুব বেশি প্রভাবিত না হয় ।" রিজার্ভ ব্যাংকের 90 পূর্তিতে বক্তব্য রাখতে গিয়ে, প্রধানমন্ত্রী দাবি করেন, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জুনে তৃতীয়বার ক্ষমতায় ফিরলে সবার জন্য অনেক কাজ তৈরি হবে ।

আরও পড়ুন:

মুম্বইয়ে রিজার্ভ ব্যাংকের 90 বছর পূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দেখুন সরাসরি

নয়া অর্থবর্ষে তুঙ্গে উঠবে ক্রিপ্টোকারেন্সির চাহিদা, তরুণদের মন কাড়বে ইএসজি ফান্ড

সমস্ত পলিসি হোল্ডারদের জন্য বাধ্যতামূলক হচ্ছে ই-বিমা , কবে থেকে লাগু ?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.