নয়াদিল্লি, 1 এপ্রিল: সোমবার থেকে শুরু হয়েছে নয়া আর্থিক বছর ৷ 2024-25 অর্থবর্ষে নতুন কর ব্যবস্থায় কোনও পরিবর্তন হচ্ছে না ৷ এমনটাই সোমবার স্পষ্ট করে জানিয়ে দিল অর্থমন্ত্রক ৷ 2023-24 আর্থিক বছর শেষের মুখে বেশ কয়েকদিন ধরেই নতুন কর ব্যবস্থায় পরিবর্তনগুলি নিয়ে জল্পনা চলছিল ৷ সোশাল মিডিয়ায় এই নিয়ে নানা তথ্য প্রচার করা হচ্ছিল ৷ অর্থ মন্ত্রকের তরফে সেইসব মিথ্যা প্রচারকে উড়িয়ে দিয়ে নতুন কর ব্যবস্থায় কোনও পরিবর্তন হচ্ছে না বলে স্পষ্ট করা হয়েছে ৷
অর্থ মন্ত্রক সোশাল সাইট এক্সে এই নিয়ে পোস্ট করেছে ৷ সেখানে বলা হয়েছে, "এটি লক্ষ্য করা গিয়েছে যে কিছু সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে নতুন কর ব্যবস্থা সম্পর্কিত বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে ৷ তাই এটি স্পষ্ট করা হচ্ছে যে 1 এপ্রিল 2024 থেকে নতুন কর ব্যবস্থায় কোনও পরিবর্তন আসছে না ৷"
মন্ত্রক স্পষ্টভাবে আরও বলেছে, নতুন কর ব্যবস্থা বাস্তবায়নের ক্ষেত্রে কোনও নতুন পরিবর্তন করা হয়নি । পরিবর্তে জানানো হয়েছে যে 115BAC(1A) ধারার অধীনে নতুন কর ব্যবস্থা চালু করা হয়েছিল ফাইন্যান্স অ্যাক্ট 2023 সালে । তবে পুরনোর তুলনায় নতুন কর ব্যবস্থায় বিভিন্ন কর বন্ধনী এবং বিধান রয়েছে । নতুন কর ব্যবস্থা ধারা 115BAC(1A) এর অধীনে চিহ্নিত করা হয়েছে ৷ কোম্পানি এবং সংস্থাগুলি ছাড়া অন্য ব্যক্তিদের জন্য প্রযোজ্য ৷ এটি 2023-24 আর্থিক বছর থেকে শুরু হয়েছে ৷ 2024-25 অর্থবর্ষেও জারি থাকবে ।
নতুন ব্যবস্থার অধীনে পুরনো কর ব্যবস্থার তুলনায় করের হার উল্লেখযোগ্যভাবে কম । যদিও পুরানো কর ব্যবস্থার মতো এতে বিভিন্ন ছাড় এবং ছাড়ের সুবিধা (বেতন থেকে 50000 টাকা এবং পারিবারিক পেনশন থেকে 15000 টাকা ব্যতীত) পাওয়া যায় না । নতুন কর ব্যবস্থা হল ডিফল্ট ট্যাক্স ব্যবস্থা ৷ তবে করদাতারা তাদের জন্য যে ব্যবস্থাকে উপকারী বলে মনে করবে সেই কর ব্যবস্থা (পুরানো বা নতুন) বেছে নিতে পারেন ।
আরও পড়ুন: