ETV Bharat / business

এক বছরে 273% রিটার্ন! রেলের এই শেয়ার রাতারাতি মালামাল করেছে বিনিয়োগকারীদের - Multibagger Stock

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 27, 2024, 1:52 PM IST

Titagarh Rail Systems Stock: শেয়ার থেকে মোটা মুনাফা আয় করতে হলে বিনিয়োগ বিশেষজ্ঞরা দীর্ঘমেয়াদী বিনিয়োগের পরামর্শ দেন ৷ শেয়ারবাজারে এমন বেশ কিছু স্টক রয়েছে যেগুলি বিনিয়োগকারীদের অল্প সময়ের মধ্যেই সামান্য বিনিয়োগে বহুগুন মুনাফা দিয়েছে ৷ এগুলিকে মাল্টিব্যাগার স্টক বলা হয় ৷

MULTIBAGGER STOCK
মাল্টিব্যাগার স্টক (নিজস্ব ছবি)

হায়দরাবাদ, 27 জুন: দ্রুত মোটা অঙ্কের মুনাফা লাভের আশায় অনেকেই শেয়ারবাজারে বিনিয়োগ করেন ৷ তবে শেয়ারে বিনিয়োগ সব সময়ই ঝুঁকিপূর্ণ ! শেয়ারে বিনিয়োগ করে অনেকেই যেমন রাতারাতি কোটিপতি হয়ে গিয়েছেন, তেমনই ঘণ্টা খানেকের লেনদেনে সর্বস্বান্ত হয়েছেন বহু কারবারী ৷ তবে শেয়ার থেকে মোটা মুনাফা আয় করতে হলে বিনিয়োগ বিশেষজ্ঞরা দীর্ঘমেয়াদী বিনিয়োগের পরামর্শ দেন ৷

মাল্টিব্যাগার স্টক কী?

তবে শেয়ারবাজারে এমন বেশ কিছু স্টক রয়েছে যেগুলি বিনিয়োগকারীদের অল্প সময়ের মধ্যেই সামান্য বিনিয়োগে বহুগুন মুনাফা দিয়েছে ৷ এগুলিকে মাল্টিব্যাগার স্টক বলা হয় ৷ এই স্টকগুলির শেয়ার প্রতি বহুগুন বেশি আয় হয় ৷ এর ফলে বিনিয়োগের অঙ্কে বিপুল লভ্যাংশ জুড়ে দ্রুত আয় ও পুঁজি বৃদ্ধি পায় ।

টিটাগড় রেলস সিস্টেমস-এর স্টক:

আজ এই প্রতিবেদনে এমনই একটি মাল্টিব্যাগার স্টক সম্পর্কে আলোচনা করা হবে যেটি তার বিনিয়োগকারীদের মাত্র এক বছরে প্রায় 273 শতাংশ রিটার্ন বা সুদ দিয়ে মালামাল করেছে ৷ টিটাগড় রেলস সিস্টেমস (Titagarh Rails Systems) বৃহস্পতিবার (27 জুন, 2024) বিএসইতে তার সর্বকালের সর্বোচ্চে উচ্চতায় পৌঁছেছে ৷ কারণ, প্রবর্তক রশ্মি চৌধুরী এই রেলওয়ে ফার্মের 2 শতাংশ শেয়ার ব্ল্যাকরক গ্লোবাল ইমার্জিং মার্কেট ফান্ড এবং বিএনপি পারিবাস ফাইন্যান্সিয়াল মার্কেটের কাছে বিক্রি করেছেন ।

টিটাগড় রেল সিস্টেমের শেয়ার বুধবার (গতকাল) লেনদেনের শেষে শেয়ারবাজার বন্ধের সময় 1,766.90 টাকার দর ছুঁয়েছে ৷ বৃহস্পতিবার এই স্টকের দর 6.97 শতাংশ বেড়ে 1,890.05 টাকায় পৌঁছেছে যা এর সর্বকালের সর্বোচ্চে দর । বৃহস্পতিবার 1,808.00 টাকায় লেনদেন শুরু করার পরে, রেলওয়ে ফার্মের এই স্টকের দর 4.90 শতাংশ বা 86.50 টাকা বেড়ে বেলা 11টা 20 মিনিট নাগাদ 1,853.40 টাকায় উঠেছিল। যাঁরা এই স্টকে এক বছর আগে 16,549 টাকা বিনিয়োগ করেছিলেন, তাঁরা আজ 1,85,340 টাকা পেতে পারেন ৷

টিটাগড় রেল সিস্টেমের শেয়ার এক বছরে 50.61 শতাংশ, ছয় মাসে 81.88 শতাংশ এবং এক বছরে 272.86 শতাংশ বেড়েছে ৷ এর আগে 21 জুন টিটাগড় রেল সিস্টেমস এর স্টকের দর তার সর্বকালের রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল ।

হায়দরাবাদ, 27 জুন: দ্রুত মোটা অঙ্কের মুনাফা লাভের আশায় অনেকেই শেয়ারবাজারে বিনিয়োগ করেন ৷ তবে শেয়ারে বিনিয়োগ সব সময়ই ঝুঁকিপূর্ণ ! শেয়ারে বিনিয়োগ করে অনেকেই যেমন রাতারাতি কোটিপতি হয়ে গিয়েছেন, তেমনই ঘণ্টা খানেকের লেনদেনে সর্বস্বান্ত হয়েছেন বহু কারবারী ৷ তবে শেয়ার থেকে মোটা মুনাফা আয় করতে হলে বিনিয়োগ বিশেষজ্ঞরা দীর্ঘমেয়াদী বিনিয়োগের পরামর্শ দেন ৷

মাল্টিব্যাগার স্টক কী?

তবে শেয়ারবাজারে এমন বেশ কিছু স্টক রয়েছে যেগুলি বিনিয়োগকারীদের অল্প সময়ের মধ্যেই সামান্য বিনিয়োগে বহুগুন মুনাফা দিয়েছে ৷ এগুলিকে মাল্টিব্যাগার স্টক বলা হয় ৷ এই স্টকগুলির শেয়ার প্রতি বহুগুন বেশি আয় হয় ৷ এর ফলে বিনিয়োগের অঙ্কে বিপুল লভ্যাংশ জুড়ে দ্রুত আয় ও পুঁজি বৃদ্ধি পায় ।

টিটাগড় রেলস সিস্টেমস-এর স্টক:

আজ এই প্রতিবেদনে এমনই একটি মাল্টিব্যাগার স্টক সম্পর্কে আলোচনা করা হবে যেটি তার বিনিয়োগকারীদের মাত্র এক বছরে প্রায় 273 শতাংশ রিটার্ন বা সুদ দিয়ে মালামাল করেছে ৷ টিটাগড় রেলস সিস্টেমস (Titagarh Rails Systems) বৃহস্পতিবার (27 জুন, 2024) বিএসইতে তার সর্বকালের সর্বোচ্চে উচ্চতায় পৌঁছেছে ৷ কারণ, প্রবর্তক রশ্মি চৌধুরী এই রেলওয়ে ফার্মের 2 শতাংশ শেয়ার ব্ল্যাকরক গ্লোবাল ইমার্জিং মার্কেট ফান্ড এবং বিএনপি পারিবাস ফাইন্যান্সিয়াল মার্কেটের কাছে বিক্রি করেছেন ।

টিটাগড় রেল সিস্টেমের শেয়ার বুধবার (গতকাল) লেনদেনের শেষে শেয়ারবাজার বন্ধের সময় 1,766.90 টাকার দর ছুঁয়েছে ৷ বৃহস্পতিবার এই স্টকের দর 6.97 শতাংশ বেড়ে 1,890.05 টাকায় পৌঁছেছে যা এর সর্বকালের সর্বোচ্চে দর । বৃহস্পতিবার 1,808.00 টাকায় লেনদেন শুরু করার পরে, রেলওয়ে ফার্মের এই স্টকের দর 4.90 শতাংশ বা 86.50 টাকা বেড়ে বেলা 11টা 20 মিনিট নাগাদ 1,853.40 টাকায় উঠেছিল। যাঁরা এই স্টকে এক বছর আগে 16,549 টাকা বিনিয়োগ করেছিলেন, তাঁরা আজ 1,85,340 টাকা পেতে পারেন ৷

টিটাগড় রেল সিস্টেমের শেয়ার এক বছরে 50.61 শতাংশ, ছয় মাসে 81.88 শতাংশ এবং এক বছরে 272.86 শতাংশ বেড়েছে ৷ এর আগে 21 জুন টিটাগড় রেল সিস্টেমস এর স্টকের দর তার সর্বকালের রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.