ETV Bharat / business

সুখবর ! আজ থেকে বাড়ছে ন্যূনতম মজুরি, জানুন কেন্দ্রের নয়া নির্দেশ - Minimum Wage Hike - MINIMUM WAGE HIKE

Government Increases Minimum Wage: 2024 সালের দীপাবলির আগে শ্রমজীবীদের একটি বড় উপহার দিয়েছে মোদি সরকার। সরকার ন্যূনতম মজুরি বৃদ্ধির ঘোষণা করেছে। এই ঘোষণার পর প্রতি মাসে শ্রমজীবীদের হাতে কত টাকা আসবে জানেন? এই প্রতিবেদনে সবিস্তারে জেনে নিন...

Minimum Wage Hike
আজ থেকে বাড়ছে ন্যূনতম মজুরি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 1, 2024, 2:52 PM IST

কলকাতা, 1 অক্টোবর: দীপাবলির আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার দেশের পেশাদার, শ্রমজীবীদের একটি বড় উপহার দিয়েছে। কেন্দ্রীয় সরকার শ্রমজীবীদের জন্য পরিবর্তনশীল মহার্ঘ ভাতা (ভিডিএ) সংশোধন করেছে এবং ন্যূনতম মজুরির হার প্রতিদিন 1,035 টাকা করার ঘোষণা করেছে। শ্রমিকদের জন্য নতুন হার আজ থেকে অর্থাৎ 1 অক্টোবর 2024 থেকে কার্যকর হচ্ছে। এই ঘোষণার পর প্রতি মাসে শ্রমিকদের হাতে কত টাকা আসবে? হিসেবটা বুঝে নিন...

এখন কত মজুরি দেওয়া হবে ?

  • নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার একটি বড় ঘোষণা করেছে এবং শ্রমিকদের দেওয়া ন্যূনতম মজুরি বাড়িয়েছে। সরকারের এই সিদ্ধান্তের তথ্য জানাতে গিয়ে শ্রম মন্ত্রক বলেছে, ক্রমবর্ধমান মূল্যস্ফীতির মধ্যে শ্রমজীবীদের সহায়তা করাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য।
  • ন্যূনতম মজুরির হারের সর্বশেষ সংশোধনের পরে, নির্মাণ, পরিষ্কার, পণ্য লোডিং-আনলোডিং ক্ষেত্রে অদক্ষ শ্রমিকদের ন্যূনতম মজুরির হার বাড়িয়ে প্রতিদিন 783 টাকা করা হয়েছে ৷ সেই অনুযায়ী, উল্লেখিত খাতের শ্রমজীবী, পেশাদাররা এখন প্রতি মাসে 20,358 টাকা পাবেন।
  • অর্ধ-দক্ষ শ্রমজীবী, পেশাদাররা প্রতি মাসে 26,000 টাকার বেশি পান। এই শ্রমিকদের বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী ন্যূনতম মজুরির হারে সরকার কর্তৃক নতুন করে পরিবর্তনের পর, এখন তাদের ন্যূনতম মজুরির হার প্রতিদিন 868 টাকা করা হয়েছে ৷ এর ফলে তারা এখন প্রতি মাসে 22,568 টাকা পাবেন।
  • দক্ষ শ্রমিক, কেরানি এবং নিরস্ত্র রক্ষীদের ন্যূনতম মজুরি প্রতিদিন 954 টাকা করা হয়েছে। এই অনুযায়ী, এখন তাদের মাসিক মজুরি 24,804 টাকা হবে।
  • পাশাপাশি, উচ্চ দক্ষ কর্মীরা এখন প্রতি মাসে 26,910 টাকা পাবেন ৷ কারণ, তাদের ন্যূনতম দৈনিক মজুরি প্রতিদিন 1035 টাকা করা হয়েছে।

পড়ুন: সুকন্যা সমৃদ্ধি থেকে আধার, আজ থেকে বদলে যাচ্ছে এই 8টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রের নিয়ম

কলকাতা, 1 অক্টোবর: দীপাবলির আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার দেশের পেশাদার, শ্রমজীবীদের একটি বড় উপহার দিয়েছে। কেন্দ্রীয় সরকার শ্রমজীবীদের জন্য পরিবর্তনশীল মহার্ঘ ভাতা (ভিডিএ) সংশোধন করেছে এবং ন্যূনতম মজুরির হার প্রতিদিন 1,035 টাকা করার ঘোষণা করেছে। শ্রমিকদের জন্য নতুন হার আজ থেকে অর্থাৎ 1 অক্টোবর 2024 থেকে কার্যকর হচ্ছে। এই ঘোষণার পর প্রতি মাসে শ্রমিকদের হাতে কত টাকা আসবে? হিসেবটা বুঝে নিন...

এখন কত মজুরি দেওয়া হবে ?

  • নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার একটি বড় ঘোষণা করেছে এবং শ্রমিকদের দেওয়া ন্যূনতম মজুরি বাড়িয়েছে। সরকারের এই সিদ্ধান্তের তথ্য জানাতে গিয়ে শ্রম মন্ত্রক বলেছে, ক্রমবর্ধমান মূল্যস্ফীতির মধ্যে শ্রমজীবীদের সহায়তা করাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য।
  • ন্যূনতম মজুরির হারের সর্বশেষ সংশোধনের পরে, নির্মাণ, পরিষ্কার, পণ্য লোডিং-আনলোডিং ক্ষেত্রে অদক্ষ শ্রমিকদের ন্যূনতম মজুরির হার বাড়িয়ে প্রতিদিন 783 টাকা করা হয়েছে ৷ সেই অনুযায়ী, উল্লেখিত খাতের শ্রমজীবী, পেশাদাররা এখন প্রতি মাসে 20,358 টাকা পাবেন।
  • অর্ধ-দক্ষ শ্রমজীবী, পেশাদাররা প্রতি মাসে 26,000 টাকার বেশি পান। এই শ্রমিকদের বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী ন্যূনতম মজুরির হারে সরকার কর্তৃক নতুন করে পরিবর্তনের পর, এখন তাদের ন্যূনতম মজুরির হার প্রতিদিন 868 টাকা করা হয়েছে ৷ এর ফলে তারা এখন প্রতি মাসে 22,568 টাকা পাবেন।
  • দক্ষ শ্রমিক, কেরানি এবং নিরস্ত্র রক্ষীদের ন্যূনতম মজুরি প্রতিদিন 954 টাকা করা হয়েছে। এই অনুযায়ী, এখন তাদের মাসিক মজুরি 24,804 টাকা হবে।
  • পাশাপাশি, উচ্চ দক্ষ কর্মীরা এখন প্রতি মাসে 26,910 টাকা পাবেন ৷ কারণ, তাদের ন্যূনতম দৈনিক মজুরি প্রতিদিন 1035 টাকা করা হয়েছে।

পড়ুন: সুকন্যা সমৃদ্ধি থেকে আধার, আজ থেকে বদলে যাচ্ছে এই 8টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রের নিয়ম

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.