ETV Bharat / business

সোমে বাজার খুলতেই তেজি শেয়ার সূচক, নজরে কেন্দ্রীয় বাজেট - বাজেট

Indian Stock Market: গত সপ্তাহে স্টক মার্কেটে রক্তক্ষরণের পর সোমে বাজার খুলতেই ফের ঊর্ধ্বমুখী শেয়ার সূচক ৷ তবে বিনিয়োগকারীদের নজর এখন কেন্দ্রীয় বাজেট ও ইউএস ফেডারেল রিজার্ভের বৈঠকের দিকে ৷

stock market
শেয়ার বাজার
author img

By ANI

Published : Jan 29, 2024, 1:01 PM IST

নয়াদিল্লি, 29 জানুয়ারি: সোমবার বাজার খুলতেই শেয়ার সূচকে ঝড় ৷ দিনের শুরুতেই বেঞ্চমার্ক সেনসেক্স এবং নিফটি 0.6 শতাংশ বেশি ছিল ৷ 407 পয়েন্ট বেড়ে সেনসেক্স ছিল 71 হাজার 107.46 এবং 123 পয়েন্ট বেড়ে নিফটি ছিল 21 হাজার 475.90 । বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ৷ দেশীয় বিনিয়োগকারীরা এখন কেন্দ্রীয় বাজেট এবং অন্যান্য সামষ্টিক-অর্থনৈতিক নির্দেশিকা নিয়ে এই সপ্তাহে ব্যস্ত ৷ এছাড়াও বুধবার ইউএস ফেডারেল রিজার্ভের 2024 সালের প্রথম পলিসি বৈঠক রয়েছে ৷ সেই বৈঠকের দিকেও নজর থাকবে বিনিয়োগকারীদের ।

জিওজিত ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের চিফ ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস্ট ভি কে বিজয়কুমার বলেছেন, "এই সপ্তাহে দুটি গুরুত্বপূর্ণ ইভেন্ট হওয়ার কথা রয়েছে ৷ একটি হল অন্তর্বর্তীকালীন বাজেট এবং ফেড মিটিং ৷ তবে এই ঘটনাগুলি বাজারে বড় আকারে প্রভাব ফেলতে পারবে না ৷ বাজেটে যদি বড় ঘোষণা হয় তাহলেই বাজারে প্রভাব ফেলতে পারে ৷ ফেডের সিদ্ধান্তের বিষয়ে নজর দিলে এখন কোনরকম রেট কমানো হবে বলে মনে করা হচ্ছে না ৷ তবে বৈঠকটি গভীরভাবে পর্যবেক্ষণ করা হবে ৷"

অন্যদিকে গত মঙ্গলবার স্টক মার্কেটে রক্তক্ষরণ হয়েছে ৷ উচ্চ মূল্যায়ন, বিদেশী পোর্টফোলিও বিনিয়োগকারীরা ইদানীং ভারত থেকে তহবিল প্রত্যাহার এবং হালকা মুনাফা বুকিং-সহ অনেকগুলি কারণে সেনসেক্স এক হাজার পয়েন্টের বেশি পড়ে গিয়েছিল ৷ বিদেশী পোর্টফোলিও বিনিয়োগকারীদের বেশি পরিমাণে ভারতীয় স্টক বিক্রির দিকে ঝুকেছে ৷

এর ফলে 2024 সালের শুরুতে অর্থাৎ জানুয়ারি মাসেই ভারতীয় ইক্যুইটি বাজারে নেট বিক্রেতাতে পরিণত করেছে তারা ৷ যেখানে গত দু'মাস নভেম্বর এবং ডিসেম্বরে দেশীয় স্টক জমা করার পরিমাণ ছিল অনেক কম ৷ ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেড (এনএসডিএল) থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, এফপিআইগুলি জানুয়ারিতে 24 হাজার 734 কোটি টাকার ভারতীয় স্টক বিক্রি করেছে ।

আরও পড়ুন:

  1. ভারতীয় স্টক বিক্রির হিড়িক বিদেশী বিনিয়োগকারীদের, জানুয়ারিতে লক্ষ্মীলাভ কয়েক হাজার কোটি
  2. হংকংকে হারিয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম শেয়ার বাজারে পরিণত ভারত
  3. গত সপ্তাহে রেকর্ড ব্রেকিং উত্থানের পর সোমে শেয়ার বাজারে পতন

নয়াদিল্লি, 29 জানুয়ারি: সোমবার বাজার খুলতেই শেয়ার সূচকে ঝড় ৷ দিনের শুরুতেই বেঞ্চমার্ক সেনসেক্স এবং নিফটি 0.6 শতাংশ বেশি ছিল ৷ 407 পয়েন্ট বেড়ে সেনসেক্স ছিল 71 হাজার 107.46 এবং 123 পয়েন্ট বেড়ে নিফটি ছিল 21 হাজার 475.90 । বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ৷ দেশীয় বিনিয়োগকারীরা এখন কেন্দ্রীয় বাজেট এবং অন্যান্য সামষ্টিক-অর্থনৈতিক নির্দেশিকা নিয়ে এই সপ্তাহে ব্যস্ত ৷ এছাড়াও বুধবার ইউএস ফেডারেল রিজার্ভের 2024 সালের প্রথম পলিসি বৈঠক রয়েছে ৷ সেই বৈঠকের দিকেও নজর থাকবে বিনিয়োগকারীদের ।

জিওজিত ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের চিফ ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস্ট ভি কে বিজয়কুমার বলেছেন, "এই সপ্তাহে দুটি গুরুত্বপূর্ণ ইভেন্ট হওয়ার কথা রয়েছে ৷ একটি হল অন্তর্বর্তীকালীন বাজেট এবং ফেড মিটিং ৷ তবে এই ঘটনাগুলি বাজারে বড় আকারে প্রভাব ফেলতে পারবে না ৷ বাজেটে যদি বড় ঘোষণা হয় তাহলেই বাজারে প্রভাব ফেলতে পারে ৷ ফেডের সিদ্ধান্তের বিষয়ে নজর দিলে এখন কোনরকম রেট কমানো হবে বলে মনে করা হচ্ছে না ৷ তবে বৈঠকটি গভীরভাবে পর্যবেক্ষণ করা হবে ৷"

অন্যদিকে গত মঙ্গলবার স্টক মার্কেটে রক্তক্ষরণ হয়েছে ৷ উচ্চ মূল্যায়ন, বিদেশী পোর্টফোলিও বিনিয়োগকারীরা ইদানীং ভারত থেকে তহবিল প্রত্যাহার এবং হালকা মুনাফা বুকিং-সহ অনেকগুলি কারণে সেনসেক্স এক হাজার পয়েন্টের বেশি পড়ে গিয়েছিল ৷ বিদেশী পোর্টফোলিও বিনিয়োগকারীদের বেশি পরিমাণে ভারতীয় স্টক বিক্রির দিকে ঝুকেছে ৷

এর ফলে 2024 সালের শুরুতে অর্থাৎ জানুয়ারি মাসেই ভারতীয় ইক্যুইটি বাজারে নেট বিক্রেতাতে পরিণত করেছে তারা ৷ যেখানে গত দু'মাস নভেম্বর এবং ডিসেম্বরে দেশীয় স্টক জমা করার পরিমাণ ছিল অনেক কম ৷ ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেড (এনএসডিএল) থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, এফপিআইগুলি জানুয়ারিতে 24 হাজার 734 কোটি টাকার ভারতীয় স্টক বিক্রি করেছে ।

আরও পড়ুন:

  1. ভারতীয় স্টক বিক্রির হিড়িক বিদেশী বিনিয়োগকারীদের, জানুয়ারিতে লক্ষ্মীলাভ কয়েক হাজার কোটি
  2. হংকংকে হারিয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম শেয়ার বাজারে পরিণত ভারত
  3. গত সপ্তাহে রেকর্ড ব্রেকিং উত্থানের পর সোমে শেয়ার বাজারে পতন
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.