হায়দরাবাদ, 11 ডিসেম্বর: চলতি সপ্তাহে শেয়ারবাজারে ক্রমাগত উত্থান-পতন চলছে । এই পরিস্থিতিতে কিছু স্টক তার বিনিয়োগকারীদের মাল্টিব্যাগার (বেশ কয়েক গুণ রিটার্ন) রিটার্ন দিচ্ছে ৷ এমনই একটি মাল্টিব্যাগার স্টক হল সার্ভোটেক পাওয়ার সিস্টেমস লিমিটেড। যদিও বুধবারের লেনদেনে কোম্পানিটির শেয়ারদর 1.45 শতাংশ কমে 181.30 টাকা হয়েছে ৷ তবে এই পেনি স্টকটি 5 বছরে তার বিনিয়োগকারীদের 12 হাজার শতাংশেরও বেশি রিটার্ন দিয়ে কোটিপতি করেছে। চলুন এই স্টক সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক...
5 বছরে 12000 শতাংশেরও বেশি রিটার্ন:
সার্ভোটেক পাওয়ার সিস্টেম শেয়ারের মূল্য গত 5 বছরে 12,182 শতাংশ বেড়েছে। সোমবার, 9 ডিসেম্বর, 2024-এ, স্টকটির দর প্রায় 4 শতাংশ বৃদ্ধি পেয়েছে। যাইহোক, বাজার বন্ধ হওয়ার সময়, শেয়ারটি 2.11 শতাংশ বৃদ্ধির সঙ্গে 186.20 টাকায় বন্ধ হয়ে যায়।
কেন সার্ভোটেক পাওয়ার সিস্টেমস লিমিটেড নিয়ে বিনিয়োগকারীদের কৌতুহল রয়েছে ?
সার্ভোটেক পাওয়ার সিস্টেমস লিমিটেড সম্পর্কে একটি বড় খবর এসেছে, যা সোলার পণ্য, ইভি চার্জার, ডিসি চার্জার এবং হোম এসি চার্জার নিয়ে কাজ করে। কোম্পানিটি জার্মানিতে একটি বড় প্রকল্পে অংশীদারিত্বে কাজ করতে চলেছে ৷ স্টক এক্সচেঞ্জকে দেওয়া তথ্যে এই সংস্থা জানিয়েছে যে, LESSzwei GmbH-এর সঙ্গে অংশীদারিত্বে জার্মানিতে 100 শতাংশ সৌর চালিত ইলেকট্রিক ভেহিক্যল চার্জিং সিস্টেম তৈরি করবে। এই চার্জিং স্টেশনে, ই-বাইক, ই-স্কুটার এবং ই-কার্গো বাইক চার্জ করার বিকল্পও থাকবে। সংস্থা জানিয়েছে যে, এই ব্যবস্থায় একসঙ্গে চারটি দুচাকার গাড়ি চার্জ করা যাবে।
এক বছরে 142 শতাংশ রিটার্ন:
গত এক বছরের কথা বললে কোম্পানিটির শেয়ার তার বিনিয়োগকারীদের 142 শতাংশ রিটার্ন দিয়েছে। যে সকল বিনিয়োগকারী এই শেয়ারটি 3 বছর ধরে রেখেছেন, তারা 4,324 শতাংশ রিটার্ন পেয়েছেন। তিন বছর আগে এই শেয়ারের দাম ছিল প্রায় তিন টাকা। এই কোম্পানির মার্কেট ক্যাপ 4157.39 কোটি টাকা।
বিশেষ দ্রষ্টব্য: স্টক মার্কেটে বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষে। বিনিয়োগ করার আগে অবশ্যই আপনার বাজার বিশেষজ্ঞের পরামর্শ নিন।