ETV Bharat / business

2024-25 অর্থবর্ষে বিনিয়োগের বিকেন্দ্রীকরণের লক্ষ্যমাত্রা 50 হাজার কোটি টাকা

Union Budget 2024: চলতি অর্থবর্ষে বিনিয়োগের বিকেন্দ্রীকরণের লক্ষ্যমাত্রা রয়েছে 30 হাজার কোটি টাকা ৷ 2024-25 অর্থবর্ষে সেটিকে বাড়িয়ে বিনিয়োগের বিকেন্দ্রীকরণের লক্ষ্যমাত্রা 50 হাজার কোটি করল কেন্দ্রীয় সরকার ৷ বাজেট অধিবেশনে এমনটাই ঘোষণা করা হয়েছে ৷

Union Budget
বাজেট
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 1, 2024, 2:32 PM IST

Updated : Feb 1, 2024, 5:46 PM IST

নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: 2024-25 আর্থিক বছরের জন্য বিনিয়োগের বিকেন্দ্রীকরণের লক্ষ্যমাত্রা 50 হাজার কোটি টাকা নির্ধারণ করল কেন্দ্রীয় সরকার ৷ বৃহস্পতিবার অন্তর্বর্তী বাজেট অধিবেশনে এমনটাই জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ৷ চলতি আর্থিক বছরে(2023-24) এই বিনিয়োগের বিকেন্দ্রীকরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 30 হাজার কোটি টাকা, যা গত অর্থবর্ষের বাজেট উপস্থাপনের সময় 51 হাজার কোটি টাকা অনুমান করা হয়েছিল ।

লোকসভায় পেশ করা অন্তর্বর্তী বাজেট (2024-25) অনুযায়ী, চলতি আর্থিক বছরে সরকারি সম্পদের নগদীকরণ থেকে কোনো অর্থ পাওয়া যাবে না বলে আশা করা হচ্ছে । সে জায়গায় 2023-24 সালের বাজেট এই খাতে 10 হাজার কোটি টাকা আসবে বলে অনুমান করা হয়েছে । বিনিয়োগের বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে চলতি অর্থবর্ষে এখনও পর্যন্ত কোল ইন্ডিয়া, এনএইচপিসি, আরভিএনএল এবং আইআরইডিএ-সহ 7টি সিপিএসই-তে সংখ্যালঘু অংশীদারি বিক্রির মাধ্যমে সরকার 12 হাজার 504 কোটি টাকা সংগ্রহ করেছে ।

মার্চের মধ্যে কেন্দ্রীয় সরকার বিনিয়োগের বিকেন্দ্রীকরণের থেকে মোট 30 হাজার কোটি টাকা সংগ্রহ করবে বলে আশা করছে । সরকার ঐতিহাসিকভাবে 2018-19 এবং 2017-18 আর্থিক বছর বাদ দিয়ে বাজেটে নির্ধারিত বিনিয়োগের বিকেন্দ্রীকরণের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি ৷ 2017-18 সালে বিনিয়োগের বিকেন্দ্রীকরণ থেকে সর্বোচ্চ 1 লক্ষ 56 কোটি টাকা সংগ্রহ করা হয়েছে, যা 1 লক্ষ কোটি টাকার বাজেট লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে । 2018-19 সালে সরকার সিপিএসই ডিসইনভেস্টমেন্ট থেকে 84 হাজার 972 কোটি টাকা সংগ্রহ করেছে, যা সেই বছরের বাজেটে 80 হাজার কোটি টাকা অনুমান করা হয়েছিল । অন্যদিকে 2024-25 আর্থিক বছরে রাজস্ব ঘাটতির পরিমাণ 5.1 শতাংশ অনুমান করা হচ্ছে ৷

নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: 2024-25 আর্থিক বছরের জন্য বিনিয়োগের বিকেন্দ্রীকরণের লক্ষ্যমাত্রা 50 হাজার কোটি টাকা নির্ধারণ করল কেন্দ্রীয় সরকার ৷ বৃহস্পতিবার অন্তর্বর্তী বাজেট অধিবেশনে এমনটাই জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ৷ চলতি আর্থিক বছরে(2023-24) এই বিনিয়োগের বিকেন্দ্রীকরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 30 হাজার কোটি টাকা, যা গত অর্থবর্ষের বাজেট উপস্থাপনের সময় 51 হাজার কোটি টাকা অনুমান করা হয়েছিল ।

লোকসভায় পেশ করা অন্তর্বর্তী বাজেট (2024-25) অনুযায়ী, চলতি আর্থিক বছরে সরকারি সম্পদের নগদীকরণ থেকে কোনো অর্থ পাওয়া যাবে না বলে আশা করা হচ্ছে । সে জায়গায় 2023-24 সালের বাজেট এই খাতে 10 হাজার কোটি টাকা আসবে বলে অনুমান করা হয়েছে । বিনিয়োগের বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে চলতি অর্থবর্ষে এখনও পর্যন্ত কোল ইন্ডিয়া, এনএইচপিসি, আরভিএনএল এবং আইআরইডিএ-সহ 7টি সিপিএসই-তে সংখ্যালঘু অংশীদারি বিক্রির মাধ্যমে সরকার 12 হাজার 504 কোটি টাকা সংগ্রহ করেছে ।

মার্চের মধ্যে কেন্দ্রীয় সরকার বিনিয়োগের বিকেন্দ্রীকরণের থেকে মোট 30 হাজার কোটি টাকা সংগ্রহ করবে বলে আশা করছে । সরকার ঐতিহাসিকভাবে 2018-19 এবং 2017-18 আর্থিক বছর বাদ দিয়ে বাজেটে নির্ধারিত বিনিয়োগের বিকেন্দ্রীকরণের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি ৷ 2017-18 সালে বিনিয়োগের বিকেন্দ্রীকরণ থেকে সর্বোচ্চ 1 লক্ষ 56 কোটি টাকা সংগ্রহ করা হয়েছে, যা 1 লক্ষ কোটি টাকার বাজেট লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে । 2018-19 সালে সরকার সিপিএসই ডিসইনভেস্টমেন্ট থেকে 84 হাজার 972 কোটি টাকা সংগ্রহ করেছে, যা সেই বছরের বাজেটে 80 হাজার কোটি টাকা অনুমান করা হয়েছিল । অন্যদিকে 2024-25 আর্থিক বছরে রাজস্ব ঘাটতির পরিমাণ 5.1 শতাংশ অনুমান করা হচ্ছে ৷

(সংবাদ সংস্থা-পিটিআই)

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন:

  1. অন্তর্বর্তী বাজেটে করের ক্ষেত্রে কী ঘোষণা নির্মলার ? জানুন প্রত্যক্ষ-পরোক্ষ করের হালহকিকত
  2. নির্মলার মুখে তিন তালাক-মহিলা সংরক্ষণ, দাবি '10 বছরে নারীদের ক্ষমতায়ন গতি পেয়েছে'
  3. 80 কোটি মানুষকে ফ্রি রেশন দিয়ে দেশে খাদ্য নিয়ে উদ্বেগ দূর করেছে কেন্দ্র: নির্মলা
Last Updated : Feb 1, 2024, 5:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.