ETV Bharat / business

2024-25 অর্থবর্ষে 5.1 শতাংশ রাজস্ব ঘাটতির অনুমান কেন্দ্রীয় অর্থমন্ত্রীর - রাজস্ব ঘাটতি

Union Budget 2024: 2023-2024 আর্থিক বছরে রাজস্ব ঘাটতির পরিমাণ 5.8 শতাংশ অনুমান করা হয়েছিল ৷ সেখান থেকে কমে আগামী অর্থবর্ষে রাজস্ব ঘাটতির পরিমাণ 5.1 শতাংশে অনুমান করা হচ্ছে ৷ এমনটাই বাজেট অধিবেশনে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ৷

Union Budget 2024
রাজস্ব ঘাটতি
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 1, 2024, 2:03 PM IST

Updated : Feb 1, 2024, 5:47 PM IST

নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: 2024-25 আর্থিক বছরে রাজস্ব ঘাটতির পরিমাণ 5.1 শতাংশ অনুমান করা হচ্ছে ৷ এমনটাই বৃহস্পতিবার জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ৷ অন্তবর্তী বাজেটের বক্তৃতায় তিনি জানিয়েছেন, চলতি অর্থবর্ষে রাজস্ব ঘাটতি 5.8 শতাংশ অনুমান করা হয়েছে ৷ তবে 24-2025 আর্থিক বছরে এটি কমে 5.1 শতাংশ হবে ৷ 2024-25 সালের অন্তর্বর্তী বাজেট উপস্থাপন করে সীতারামন বলেন, "2024-25 অর্থবর্ষে 26.02 লক্ষ কোটি টাকা কর আদায় হবে বলে অনুমান করা হচ্ছে । এই অর্থবর্ষে প্রথমে 5.9 শতাংশ রাজস্ব ঘাটতি অনুমান করা হয়েছিল ৷ পরে তা কমিয়ে রাজস্ব ঘাটতি পরিমাণ 5.8 শতাংশে প্রত্যাশা করা হয় ৷"

অর্থমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের রাজস্ব ঘাটতি 2023 সালের ডিসেম্বরের শেষে 9.82 লক্ষ কোটি টাকা বা বার্ষিক বাজেট লক্ষ্যমাত্রার 55 শতাংশ ছুঁয়েছে ৷ গত বছরের একই সময়ে 2022-23 সালের বাজেটে 59.8 শতাংশ রাজস্ব ঘাটতি অনুমান করা হয়েছিল ৷ নির্মলা সীতারামন এ দিন আরও বলেছেন, "উন্নত ভারতের স্বপ্ন বাস্তবায়নের জন্য রাজ্যগুলিতে 75 হাজার কোটি টাকার 50 বছরের সুদ-মুক্ত ঋণ দেওয়া হবে এবং যোগ 2014 সালে আগের বছরগুলির প্রতিটি চ্যালেঞ্জ আমাদের অর্থনৈতিক ব্যবস্থাপনার মাধ্যমে অতিক্রম করেছি ।"

অন্যদিকে অন্তর্বর্তী বাজেটে করকাঠামোর কোনও পরিবর্তন করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ৷ বৃহস্পতিবার বাজেট বক্তৃতায় তিনি জানিয়েছেন, আমদানি শুল্ক-সহ প্রত্যক্ষ এবং পরোক্ষ করের হারে কোনও পরিবর্তন করা হচ্ছে না ৷ তাঁর ঘোষণা অনুযায়ী, কর ব্যবস্থায় কোনও পরিবর্তন হবে না । তিনি আমদানি শুল্ক-সহ প্রত্যক্ষ ও পরোক্ষ উভয় করের জন্য একই হার বজায় রাখার প্রস্তাব করেছেন ৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেট অধিবেশনে জানান, করদাতার সংখ্যা 2.4 গুণ বেড়েছে এবং 2014 সাল থেকে প্রত্যক্ষ কর আদায় তিনগুণ বেড়েছে । ট্যাক্স রিটার্ন প্রক্রিয়াকরণের সময় 2014 আর্থিক বছর থেকে 93 দিন থেকে কমিয়ে 10 দিনে করা হয়েছে; এবং রিটার্নের প্রক্রিয়া অনেক দ্রুত করা হয়েছে ৷

নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: 2024-25 আর্থিক বছরে রাজস্ব ঘাটতির পরিমাণ 5.1 শতাংশ অনুমান করা হচ্ছে ৷ এমনটাই বৃহস্পতিবার জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ৷ অন্তবর্তী বাজেটের বক্তৃতায় তিনি জানিয়েছেন, চলতি অর্থবর্ষে রাজস্ব ঘাটতি 5.8 শতাংশ অনুমান করা হয়েছে ৷ তবে 24-2025 আর্থিক বছরে এটি কমে 5.1 শতাংশ হবে ৷ 2024-25 সালের অন্তর্বর্তী বাজেট উপস্থাপন করে সীতারামন বলেন, "2024-25 অর্থবর্ষে 26.02 লক্ষ কোটি টাকা কর আদায় হবে বলে অনুমান করা হচ্ছে । এই অর্থবর্ষে প্রথমে 5.9 শতাংশ রাজস্ব ঘাটতি অনুমান করা হয়েছিল ৷ পরে তা কমিয়ে রাজস্ব ঘাটতি পরিমাণ 5.8 শতাংশে প্রত্যাশা করা হয় ৷"

অর্থমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের রাজস্ব ঘাটতি 2023 সালের ডিসেম্বরের শেষে 9.82 লক্ষ কোটি টাকা বা বার্ষিক বাজেট লক্ষ্যমাত্রার 55 শতাংশ ছুঁয়েছে ৷ গত বছরের একই সময়ে 2022-23 সালের বাজেটে 59.8 শতাংশ রাজস্ব ঘাটতি অনুমান করা হয়েছিল ৷ নির্মলা সীতারামন এ দিন আরও বলেছেন, "উন্নত ভারতের স্বপ্ন বাস্তবায়নের জন্য রাজ্যগুলিতে 75 হাজার কোটি টাকার 50 বছরের সুদ-মুক্ত ঋণ দেওয়া হবে এবং যোগ 2014 সালে আগের বছরগুলির প্রতিটি চ্যালেঞ্জ আমাদের অর্থনৈতিক ব্যবস্থাপনার মাধ্যমে অতিক্রম করেছি ।"

অন্যদিকে অন্তর্বর্তী বাজেটে করকাঠামোর কোনও পরিবর্তন করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ৷ বৃহস্পতিবার বাজেট বক্তৃতায় তিনি জানিয়েছেন, আমদানি শুল্ক-সহ প্রত্যক্ষ এবং পরোক্ষ করের হারে কোনও পরিবর্তন করা হচ্ছে না ৷ তাঁর ঘোষণা অনুযায়ী, কর ব্যবস্থায় কোনও পরিবর্তন হবে না । তিনি আমদানি শুল্ক-সহ প্রত্যক্ষ ও পরোক্ষ উভয় করের জন্য একই হার বজায় রাখার প্রস্তাব করেছেন ৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেট অধিবেশনে জানান, করদাতার সংখ্যা 2.4 গুণ বেড়েছে এবং 2014 সাল থেকে প্রত্যক্ষ কর আদায় তিনগুণ বেড়েছে । ট্যাক্স রিটার্ন প্রক্রিয়াকরণের সময় 2014 আর্থিক বছর থেকে 93 দিন থেকে কমিয়ে 10 দিনে করা হয়েছে; এবং রিটার্নের প্রক্রিয়া অনেক দ্রুত করা হয়েছে ৷

(সংবাদ সংস্থা-পিটিআই)

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন:

  1. অন্তর্বর্তী বাজেটে করের ক্ষেত্রে কী ঘোষণা নির্মলার ? জানুন প্রত্যক্ষ-পরোক্ষ করের হালহকিকত
  2. 80 কোটি মানুষকে ফ্রি রেশন দিয়ে দেশে খাদ্য নিয়ে উদ্বেগ দূর করেছে কেন্দ্র: নির্মলা
  3. গ্রামীণ আবাসন প্রকল্পে বাড়ি হয়েছে প্রায় 3 কোটি, আরও দু’কোটি তৈরির লক্ষ্যমাত্রার কথা বাজেটে জানালেন নির্মলা
Last Updated : Feb 1, 2024, 5:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.