কলকাতা, 20 জুন: করোনা অতিমারির পর অর্থ সঞ্চয় ও বিনিয়োগের গুরুত্ব বুঝতে পেরেছন প্রায় সকলেই ৷ কিন্তু, ঠিক কোথায়, কীভাবে বিনিয়োগ, সঞ্চয় করলে সবচেয়ে বেশি সুদ বা রিটার্ন পাওয়া যাবে, সে বিষয়ে স্পষ্ট কোনও ধারণা এখনও অনেকের নেই ৷
স্থায়ী আমানত, দীর্ঘমেয়াদী আমানত, মিউচুয়াল ফান্ড, এসআইপি, কিশানবিকাশপত্র ইত্যাদি নানা বিনিয়োগ বা সঞ্চয়ের বিকল্প সম্পর্কে যাঁরা কিছুটা জানেন বা খবর রাখেন, তাঁরাও ব্যাঙ্কে গিয়ে বিনিয়োগের সময় বের করতে পারেন না বা ব্যাঙ্কের অফিসিয়াল পোর্টাল ঘেঁটে বিনিয়োগ করার ভরসা পান না ৷ তাই ইচ্ছে আর উপায় থাকা সত্ত্বেও আম জনতার অনেকেরই বিনিয়োগ-সঞ্চয় বাড়িয়ে ভবিষ্যত সুনিশ্চিত করা হয়ে ওঠে না ৷
তবে হাতে স্মার্টফোন থাকতে এখন এত কিছু ভাবারও দরকার নেই! বিভিন্ন অনলাইন পেমেন্ট অ্যাপ থেকেই এখন সহজে বিনিয়োগের একাধিক বিকল্প সম্পর্কে খুঁটিনাটি ধারণা পাওয়া যায় ৷ সেখান থেকেই পছন্দের খাতে বিনিয়োগ করা যায় মাত্র কয়েক মিনিটেই ৷ চলুন এ বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক...
অনলাইন পেমেন্টের একটি জনপ্রিয় অ্যাপ পে-টিএম ৷ এই পেমেন্ট প্ল্যাটফর্ম থেকেই আপনি শেয়ার থেকে এসআইপি-- সবেতেই বিনিয়োগের সুযোগ পাবেন ৷ আর একটি জনপ্রিয় পেমেন্ট অ্যাপ ফোন-পে আপনাকে মিউচুয়াল ফান্ড, এসআইপি বা ফান্ডে দীর্ঘমেয়াদী আমানতের একাধিক বিকল্প থেকে আপনার পছন্দের, পকেটসই খাতে বিনিয়োগের সুযোগ করে দেয় ৷
ফোন-পে অ্যাপের একেবারে নীচের দিকে রয়েছে ওয়েল্থ বিভাগ ৷ এই ওয়েল্থ বিভাগে ট্যাপ করে বিনিয়োগের একাধিক বিকল্প দেখতে পাবেন ৷ এর মধ্যে রয়েছে একাধিক লাভজনক এসআইপি ফান্ড, ট্যাক্স সেভিংস ফান্ড, মিউচুয়াল ফান্ডে দীর্ঘমেয়াদী বিনিয়োগের বিকল্প রয়েছে ৷ যেখানে আপনি 3 বছরের মেয়াদে এসআইপি করলে 24.56 শতাংশ থেকে 28.88 শতাংশ পর্যন্ত সুদ পেতে পারেন ৷
ফোন-পে অ্যাপের ওয়েল্থ বিভাগের মধ্যে এসআইপিতে মাসে মাত্র 100 টাকা থেকেও বিনিয়োগের সুযোগ রয়েছে ৷ এছাড়া, মিউচুয়াল ফান্ডে এককালীন ন্যূনতম 5000 টাকা দীর্ঘমেয়াদে বিনিয়োগের সুযোগও পাবেন এখানে৷ এই মেয়াদী বিনিয়োগে 28.88 শতাংশ হারে সুদ পাবেন ৷ ফলে সুদ ও আসল মিলিয়ে 3 বছরে 5,000 টাকা বেড়ে 10,702 টাকা হয়ে যাবে ৷ অর্থাৎ, মাত্র 3 বছরেই আপনার পুঁজি বেড়ে দ্বিগুণ হয়ে যাবে ৷ পে-টিএম ব্যবহারকারীরাও দৈনিক মাত্র 21 টাকা দিয়েই এসআইপিতে নিজেদের বিনিয়োগের খাতা খুলতে পারেন ৷ তাই বিনিয়োগের সুযোগ যখন হাতের মুঠোতে, তখন আর দেরি কেন ! তুলনামূলক বিচার করে, বিশেষজ্ঞের পরামর্শ নিন ৷ তারপর উপযুক্ত বিনিয়োগে সঞ্চয় বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যত সুরক্ষিত করুন ৷